ঢাকা , শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার প্রচারণায় বক্তব্য রেখে এখনো বিপদে অধ্যক্ষ মরিয়ম বেগম দুর্গাপূজা ভারত বাংলাদেশ যৌথ ঐতিহ্যের প্রতিফলন-ভারতীয় হাইকমিশনার বাড্ডায় মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড় অপরাধীদের বিরুদ্ধে হার্ডলাইনে এনসিপি গণপিটুনি ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু বেড়েছে অচলের বোঝা বইছে রেল দেশের রেললাইন ঝুঁকিতে ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়-ফরহাদ মজহার পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে, আশা অর্থ উপদেষ্টার বদলে গেছে আদালতের সংস্কৃতি ও জনগণের প্রত্যাশা : প্রধান বিচারপতি অক্টোবরে ১২ দিনের কর্মসূচি দিলো জামায়াত বিভাগ হচ্ছে ফরিদপুর ও কুমিল্লা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও সহিংসতার ঘটনায় ৪১ নাগরিকের বিবৃতি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয়-অটোম্যাটিক অস্ত্রে গুলি করা হচ্ছে কেউ বলে, এই সরকার ৫-১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত থাকুক মধ্যস্বত্বভোগীর কারসাজিতে খাদ্যপণ্যে ভোক্তার নাভিশ্বাস উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে - ফরিদপুরে কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান স্বচ্ছতা ও সততার পথে পরিচালক মোবারক হোসেন

এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫৩:১২ অপরাহ্ন
এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত : বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা
এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়ে গত জুনে ২৬০ জন নিহত হওয়ার ঘটনায় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং এবং যন্ত্রাংশ সরবরাহকারী হানিওয়েলের বিরুদ্ধে মামলা করেছে চার নিহত যাত্রীর পরিবার। স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার রাজ্যের একটি আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে অবহেলা ও বিমানের ত্রুটিপূর্ণ সুইচের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ আনা হয়েছে। খবর এনডিটিভির। মামলায় অভিযোগ করা হয়, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই সুইচটির ত্রুটির কারণে উড্ডয়নের সময় অনিচ্ছাকৃতভাবে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিমানটির প্রয়োজনীয় থ্রাস্ট বা গতিশক্তি কমে যায়, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। মামলার বাদীপক্ষের দাবি, বোয়িং ও হানিওয়েল এই ঝুঁকির বিষয়ে অবগত ছিল। তারা ২০১৮ সালে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর একটি সতর্কবার্তাকেও প্রমাণ হিসেবে তুলে ধরেছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট ১৭১ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে ২২৯ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। নিহতদের চারজনের পরিবারের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়ে জানতে চাওয়া হলে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং হানিওয়েল তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনার চূড়ান্ত কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ভারতীয়, ব্রিটিশ ও মার্কিন তদন্তকারীরা যৌথভাবে এর কারণ অনুসন্ধানে কাজ করছেন। অন্যদিকে, এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেছিলেন, যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়

মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থী দর্শনার্থীদের ভিড়