ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ক্রুসের রাজকীয় বিদায়

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০৭:৫৭:০৮ অপরাহ্ন
ক্রুসের রাজকীয় বিদায়
স্পোর্টস ডেস্ক
১১ বছর আগে ওয়েম্বলিতে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপার ছোঁয়া পেয়েছিলেন টনি ক্রুসবায়ার্ন মিউনিখের জার্সিতে সেবার অবশ্য ফাইনাল ম্যাচে খেলা হয়নি তার১১ বছরের ব্যবধানে সেই মাঠেই ক্যারিয়ারের ষষ্ঠ ইউরোপ সেরার মুকুট পড়লেন জার্মান এই ফুটবলারসেটাও আবার তার ক্লাব ফুটবলের বিদায়ী ম্যাচেএবার রিয়াল মাদ্রিদের জার্সি গায়েশিরোপা জিতেই পতচলা থেমে গেল এই মিডফিল্ডারেরক্লাব ফুটবলের লড়াইয়ে আর দেখা যাবে না তাকেআগেই জানিয়ে রেখেছিলেন, ওয়েম্বলির ম্যাচই হতে যাচ্ছে তার ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচআর জার্মানির জার্সিতে  ইউরোর পর তুলে রাখবেন বুট জোড়ারিয়ালের জার্সিতেই নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্রুসশেষ পর্যন্ত সেটাই হলগত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ক্রুসকে বিদায় জানান রিয়াল সমর্থকরাতাকে যেভাবে বিদায় নিয়েছেন তাতে মিশে ছিল আবেগ, ভালোবাসা আর সম্মানস্মৃতির পাতায় স্মরণীয় হয়েই থাকবে দৃশ্যগুলোগতকাল ওয়েম্বলিতেও শিরোপা জিতেই শেষ বললেন এই মিডফিল্ডারতার ক্যারিয়ারে এটি ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ শিরোপা, রিয়ালের হয় পঞ্চম আর অন্যটি বায়ার্নের জার্সিতেরিয়ালের জার্সিতে ৪৬৫ ম্যাচ খেলে ২৩টি ট্রফি জিতলেন ক্রুসদানি কার্ভাহাল, নাচো ও লুকা মডরিচেরও এই শিরোপা ছয়টিরিয়ালের সাবেক তারকা পাকো হেন্তোর ছয় শিরোপার কীর্তি ছুঁয়ে ফেলেছেন তারাগত ১০ বছর ধরে যিনি রিয়ালের মধ্যমাঠ আগলে রেখেছেন, সপ্তাহের পর সপ্তাহ ফুটবলের জাদু ছড়িয়েছেন এমন বিদায় তো তাঁরই প্রাপ্যশেষ ম্যাচেও দারুণ কার্যকরীতা দেখিয়েছেন ক্রুসডর্টমুন্ড প্রথমার্ধে রিয়ালের ওপর চাপ বাড়ায়একের পর এক সুযোগ তৈরি করেসেভাবে গোছালো ফুটবল খেলতে পারছিল না কার্লো আনচেলোত্তির দলদ্বিতীয়ার্ধের শুরুতে টনি ক্রুসের ফ্রিকিকে আশা জাগেএরপর তার নেওয়া কর্নারে কপাল খুলে যায় রিয়ালেরউড়ে আসা বলে কার্ভাহাল হেডে জাল খুঁজে নিলে এগিয় যায় রিয়ালএরপর ভিনিসিয়ুস ব্যবধান বাড়ান৮৫ মিনিটে ক্রুসকে তুলে নেওয়া হয়তিনি যখন মাঠ ছাড়ছিলেন তখন সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে থাকেনক্রুসও দুই হাত উঁচিয়ে উদযাপনের ভঙ্গিতে মাঠ ছাড়তে থাকেনম্যাচের পর তাকে শুন্যে উড়িয়ে উদযাপন করতে থাকেন রিয়ালের ফুটবলাররাছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাকে অবিশ্বাস্য বলছেন ক্রুস,'এটা পাগলামির মতো লাগেকখনোই ভাবিনি এমনটা অর্জন করতে পারব' চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়ালের রাজত্বএই রাজত্বে হানা দেওয়া সহজ কথা নয়ক্রুসও বলছেন, এই টুর্নামেন্টে ভিন্ন অনুভূতি নিয়েই তারা খেলেন,'এই ধরণের ম্যাচে মনে হয়, আমরা হারতে পারি নাআমরা ফাইনালে হারি নাএটার কারণ অবশ্যই খেলোয়াড়দের মান উঁচুতে কিন্তু মানসিকতা সত্যি অবিশ্বাস্যএটা অনেক আত্মবিশ্বাস দেয়যেটা অন্যান্য ক্লাব থেকে আলাদা করেছে' শিরোপা জিতে শেষ করতে না পারলে খুবই খারাপ হতো বলছেন ক্রুস,'এটা বাজে হতে পারতচ্যাম্পিয়নস লিগ জিতেই শেষ করার পরিকল্পনা ছিলযদিও এই পরিকল্লনা করা কঠিন' ক্লাব ফুটবলের শেষটা রাঙালেন চ্যাম্পিয়নস লিগ জিতেক্রুসের চাওয়া এখন নিশ্চয়ই ইউরোর মুকুট জিতে বুট জোড়া তুলে রাখারকারণ এই একটি শিরোপাই যে তার অধরা আছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য