ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

মানিকগঞ্জে চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক, ফসল কাটতে পারছে না কৃষক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৪ ১১:৩৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৪ ১১:৩৩:২১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে চরাঞ্চলে রাসেলস ভাইপার আতঙ্ক, ফসল কাটতে পারছে না কৃষক
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে রাসেলস ভাইপার সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরাএকের পর এক বিষাক্ত এ সাপের দেখা মিলছে উপজেলার চরাঞ্চলের পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন এলাকায়গত মার্চ মাসে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় বিষধর এই সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়পচন ধরেছে একজনের দংশনের জায়গায়এসব খবরে ভয়ে জমির ফসল ও গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছেন না কৃষকরাহরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান জানান, সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের উপদ্রব বেড়ে গেছেসাপের কামড়ে চরাঞ্চলের কয়েকজনের মৃত্যু হয়েছেএ বিষয়টা তারা অবগত রয়েছেনস্থানীয়রা বলছেন,হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুর এলাকার দেড় শতাধিক কৃষক জমি চাষ করেনওই চরে ভুট্টা, বাদাম, তিল, আমন ও আউশ ধানের চাষ হয়ভুট্টা ঘরে তোলা হয়েছে; এখন তিল ও ধানের চাষ করা হচ্ছেগত বৃহস্পতিবার সকালে এক কৃষক তিল কেটে রেখে দেয়পরে দুপুরে আঁটি বাঁধা সেই তিল তুলতে গিয়ে তিলের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পানপরে তিল রেখেই শ্রমিকরা চলে যানএছাড়া কয়েকদিন আগে আজিমনগর ইউনিয়নের পশ্চিমচর এলাকায় সাপকে কেটে দুভাগ করেন আজ্জেম নামের এক কৃষকএকই ইউনিয়নের শিকারপুরে সাইদুল মোল্লা নামের আরেকজন কৃষক ফসলের জমিতে রাসেলস ভাইপার দেখে সেটি মেরে ফেলেনরঘুনাথপুরে ধান ক্ষেতে রাসেলস ভাইপার দেখতে পান কৃষক মুন্নুপরে সেটি মেরে ফেলেন তিনিএ ছাড়া লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামের আকিদুলও একটি রাসেলস ভাইপার সাপ মেরে ফেলেনসেলিমপুর এলাকায় কথা হয় নজরুল ইসলাম নামের এক কৃষকের সঙ্গেতিনি বলেন, “আঁটি বাঁধা তিল তুলতে গিয়ে তিলের মধ্যে শ্রমিকরা রাসেলস ভাইপার সাপ দেখতে পায়এরপর থেকে শ্রমিকরা আতঙ্কে রয়েছেএত বড় চরে আমি ছাড়া কোনো কৃষক আসে নাইলেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলছিলেন, তার ইউনিয়নে গত ১ মার্চ রাসেলস ভাইপার সাপ একজন কৃষককে কামড় দিলে ৬-৭ দিন পর তার মৃত্যু হয়এ ছাড়া চরাঞ্চলের ফরিদপুর জেলা সংলগ্ন পদ্মার চর এলাকায় কয়েকজনকে রাসেলস ভাইপার দংশন করেতারা ফরিদপুরে চিকিৎসা নিয়েছেনতিনি বলেন, “আমার ইউনিয়নে পদ্মা পাড়ের লোকজন আতঙ্কে রয়েছেএ ছাড়া আজিমনগর ইউনিয়ন ও সুতালড়ি ইউনিয়নের কৃষকরাও আতঙ্কে দিন কাটাচ্ছেনআমিও বিষয়টা নিয়ে চিন্তায় আছিআজিমনগর ইউনিয়নের পশ্চিম চরের আজ্জেম শেখ বলেন, “ধান কাটা শ্রমিকরা জমির আইলে ইদুরের গর্তের ভেতরে সাপের মাথা দেখেকৃষক আজ্জেম লাঠি দিয়ে সাপের মাথা আটকে রাখলে আরেকজন কাঁচি দিয়ে সাপকে দুভাগ করেপরে উঠিয়ে দেখে, সেটা রাসেলস ভাইপার সাপএরপর থেকে ধান কাটা বেশিরভাগ কৃষক ও শ্রমিকরা আতঙ্কে রয়েছেনআজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলছিলেন, “আমার ইউনিয়নের বসন্তপুর এলাকায় একজন ও এনায়েতপুর এলাকায় আব্দুল্লাহ নামের এক যুবককে রাসেলস ভাইপার সাপ দংশন করেএকজনের দংশনের জায়গা পঁচে গেছে“ “আমার ইউনিয়ন ছাড়াও সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নে পদ্মা পাড়ের লোকজন আতঙ্কে রয়েছেকৃষকরাও আতঙ্কেআমি বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেছি; সমাধানও পাচ্ছি নাহরিরামপুর শ্যামল নিসর্গনামের পরিবেশ সংগঠনের উপদেষ্টা তৈয়বুল আজহার বলেন, “রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম বিষধর ও ভয়কর সাপসাপটি পদ্মার তিনটি চরে দেখা গেলেও কয়েক মাস আগে হরিরামপুরের পদ্মাতীরবর্তী গ্রাম গরীবপুরে দেখা গেছেগত দুই বছর আগেও এই সাপ আমাদের এলাকায় দেখা যায়নিইদানীং ধানক্ষেত, ভুট্টাক্ষেতে দেখা যাচ্ছেইঁদুর, ব্যাঙ ও টিকটিকি এই সাপের প্রধান খাদ্য জানিয়ে তিনি বলেন, “রাসেলস ভাইপারের কামড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন মারা গেছেনশুধু মানিকগঞ্জের হরিরামপুরে নয়, পদ্মা তীরবর্তী রাজশাহী, পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুরেও এই সাপের বংশ বৃদ্ধি হয়েছেএই বিষধর সাপ থেকে মানুষজনকে রক্ষার জন্য প্রতিটি ইউনিয়নে গণসচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করেন তৈয়বুলএ অবস্থায় হরিরামপুরের চরাঞ্চলের কৃষকদের জুতা পরে সতর্কতার সঙ্গে ধান কাটার পরামর্শ হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খানেরআর ইউএনও শাহরিয়ার রহমান বলছেন, “জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে আমরা কাজ শুরু করেছিউপজেলা পরিষদ থেকে প্রথম অবস্থায় চরাঞ্চলে কৃষকদের বিশেষ জুতার ব্যবস্থা করবোপরে শ্রমিকদের বিষয়টাও দেখবোএর আগে গত ১ মার্চ রঘুনাথপুরে লালমিয়া নামের এক কৃষককে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় বিষধর রাসেলস ভাইপার সাপ কামড় দেয়তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়পাঁচদিন পর লালমিয়ার মৃত্যু হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ