ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি

অস্ট্রেলিয়াকে সাধারণ প্রতিপক্ষই মনে করছে ওমান

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৭:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৭:২৬:০৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়াকে সাধারণ প্রতিপক্ষই মনে করছে ওমান অস্ট্রেলিয়াকে সাধারণ প্রতিপক্ষই মনে করছে ওমান
স্পোর্টস ডেস্ক
গেল বছরই ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়াএবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেবারিট দল হলুদ জার্সিধারীরাতবে এখনো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হয়নিআজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) ওমানের ব্পিক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করবে অসিরাঅস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যেকোনো দলকেই একটু চিন্তায় ফেলে দেয়কারণ তো প্রায় সবারই জানাঅসি ব্যাটারদের শাণিত ব্যাট যেকোনো দলের বোলারের জন্যই আতঙ্কের, আর তাদের পেস আক্রমণ যেকোনো দলের ব্যাটারদের জন্য হৃদকম্পনেরসবমিলিয়ে ব্যাটে-বলে দুর্দান্ত টিম অস্ট্রেলিয়াতবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ব্যতিক্রম কোনো কিছুই ভাবছেন না ওমান অধিনায়ক আকিব ইলিয়াসঅসিদের তিনি সাধারণ দল বলেই বিবেচনা করেনযে কারণে এই ম্যাচ নিয়ে কোনো ধরনের চাপ অনুভব করছেন না আকিবঅন্যান্য দলকে যেখানে দেখেন, অসিদের সেভাবেই দেখছেন তিনিএক্ষেত্রে অস্ট্রেলিয়াকে মোটেই ছোটে করে দেখছেন না আকিবতিনি মনে করছেন, ওমান যেকোনো দলের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নিজেদের চেনাতে চায়শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই জমাতে চায় মধ্যপ্রাচ্যের দেশটিতিনি বলেন, ‘একবার মাঠে নামলে বড় কোনো দল নেইমাঠে আপনার চেয়ে বড় কেউ নেইএটি আমাদের আরেকটি খেলা এবং আমরা মনে করি না যে আমরা অসাধারণ কারো বিপক্ষে খেলতে যাচ্ছিআকিব বলেন, ‘অধিনায়ক হিসাবে আমাকে সেখানে গিয়ে বলার দরকার নেই যে, আপনি (মিচেল) স্টার্কের মুখোমুখি হতে চলেছেনআপনি যখন শীর্ষস্থানীয় বোলার বা শীর্ষ ক্রিকেটারদের খেলছেন তখন এটি স্বাভাবিকভাবেই আপনার মাথায় আসেকোচ এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটি ইতিবাচক দিকতিনি বলেছিলেন, আমরা তাদের নামই নিতে চাই নাতারা শুধু একটি দল হিসেবে এসেছে এবং এখানে তারা আমাদের পর্যায়েরই’ ‘আমরাও যোগ্যতা অর্জন করেছি; তারাও করেছেএকটি দল চ্যাম্পিয়ন হওয়াতে খুব একটা পার্থক্য হয় নাযদিও অতীতে তারা যা করেছে, আমরা সেগুলোর জন্য তাদের সম্মান করিএ কারণেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছেওমান অধিনায়ক আরও বলেন, ‘নিঃসন্দেহে তাদের বড় বড় খেলোয়াড় আছেনকিন্তু আমাদের ক্রিকেটারদের বলতে চাই, যদি আগামীকাল (বৃহস্পতিবার)) তারা স্টার্কের বিপক্ষে লড়াই করে, কল্পনা করে দেখুন- যে স্টার্ক বা শীর্ষ বোলারদের ব্পিক্ষে খেলছে,সে কতটা হাইলাইট হবে

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ