ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

চোরাইপথে আসা হার্টের রিং ব্যবহারে বেড়ে যাচ্ছে রোগীর স্বাস্থ্যঝুঁকি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১২:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১২:২১:১৩ পূর্বাহ্ন
চোরাইপথে আসা হার্টের রিং ব্যবহারে বেড়ে যাচ্ছে রোগীর স্বাস্থ্যঝুঁকি
প্রতিবেশী দেশ ভারত থেকে চোরাই পথে দেশে আসছে হচ্ছে হার্টের রিংওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যকর তৎপরতা না থাকায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ওই রিং ব্যবহার হচ্ছেফলে রোগীদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়ছেচোরাচালান চক্রটি হার্টের রিং আনা ক্ষেত্রে নিরাপদ রুট হিসেবে তিনটি স্থলবন্দর ব্যবহার করছে চক্ররিংয়ের প্যাকেট খুলে অন্য লাগেজ ও প্লাস্টিকের বস্তায় ভরে আনা হচ্ছে দেশেঅথচ হার্টের রিংয়ে ওষুধের প্রলেপ লাগানো থাকেবায়ু ও পানির সংস্পর্শে এই প্রলেপ নষ্ট হয়ে যায়এমন রিং ব্যবহার করলে রোগীর দ্বিতীয়বার হার্টে ব্লক হওয়ার ঝুঁকি তৈরি হয়কিন্তু প্যাকেট খুলে আনা মানহীন রিং অবাধে ব্যবহার হচ্ছেস্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, চোরাই পথে আনা রিং ব্যবহার করলে চিকিৎসকরা রিংপ্রতি ১৮ থেকে ২০ হাজার টাকা পানএ কারণে এখন এই রিং ব্যবহারে চিকিৎসকরা বেশি আগ্রহীএমন তৎপরতা বন্ধে ভারতের সঙ্গে সমন্বয় রেখে রিংয়ের দাম নির্ধারণের দাবি জানিয়েছে মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশঅ্যাবোট ভাসকুলার হার্টের রিংয়ের আমদানিকারক কার্ডিয়াক কেয়ার, কার্ডিয়াক সলিউশন, পিসিআই সাপোর্ট চোরাই পথে রিং (স্টেন্ট) আনছেপ্রতিষ্ঠানগুলো বর্তমানে তিন ধরনের রিং সরবরাহ করেএর মধ্যে জায়েন্স প্রাইম বাংলাদেশে বেশি ব্যবহার হয়জায়েন্স প্রাইম রিংয়ের বর্তমান বাজার মূল্য ৬৬ হাজার টাকাভারতে এই রিং বাংলাদেশি টাকায় ৩০ হাজারবেশি মুনাফার জন্য চোরাই পথে এসব রিং এনে কার্ডিয়াক কেয়ারের নামে বিক্রি করা হচ্ছেআখাউড়া, বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধভাবে এসব রিং আনা হচ্ছে বলে জানা গেছেসূত্র জানায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ইবনে সিনা, বাংলাদেশ সুপার স্পেশালাইজডসহ কিছু হাসপাতালে গত তিন মাসে চার থেকে সাড়ে চার হাজার কার্ডিয়াক কেয়ার কোম্পানির রিং ব্যবহার করা হয়েছেঅথচ বর্তমানে ডলার সংকটে ব্যাংকে এলসি খুলে তিন মাসে এত রিং আনা অসম্ভবতিন মাসে বিভিন্ন হাসপাতালে সাড়ে চার হাজার রিং ব্যবহার হলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন আকৃতির ১০ থেকে ১২ হাজারের বেশি রিং মজুত থাকার কথাএত রিং বর্তমানে কোনো প্রতিষ্ঠানের কাছে নেইডলার সংকটের কারণে এক ব্যবসায়ীর পক্ষে এত রিং বৈধভাবে আনার সুযোগ নেইদেশে রিং সরবরাহ করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগেমাসে কোন কোম্পানি কতটি রিং আনবে, তার অনুমোদন দেয় অধিদপ্তরচলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কার্ডিয়াক কেয়ার কতটি রিং আনার জন্য ওষুধ প্রশাসনে অনুমোদন চেয়েছে, সেই তথ্য দিতে রাজি হয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তরসূত্র আরো জানায়, ভারত থেকে কার্ডিয়াক কেয়ার কোম্পানি হার্টের রিং বক্স ছাড়া আনা হচ্ছেদেশে নকল বক্স তৈরি করা হয়এসব বক্স হাতে নিলেই যে কেউ সহজে বুঝতে পারবে এটি নকলতা ছাড়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রিংয়ের প্রতিটি বক্সের ভেতরে চারটি ভাষায় অনুবাদ করা ব্যবহার নীতিমালা থাকার কথাতবে অবৈধভাবে আসা জায়েন্স প্রাইম রিংয়ের বক্সের ভেতরে এ ধরনের কোনো ব্যবহার নীতিমালা পাওয়া যায়নিশুধু একটি পাতলা কাগজে রিং সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছেওই কাগজে যে বারকোড ব্যবহার করা হয়েছে, সেই বারকোড স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নিকোনো বৈশ্বিক কোম্পানির ক্ষেত্রে এমনটা হওয়া অসম্ভবএমন রিং ব্যবহার করলে রোগীর দ্বিতীয়বার হার্টে ব্লক হওয়ার ঝুঁকি তৈরি হয়এমনকি রিং বসানো স্থানে ইনফেকশন হতে পারেঅনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকি তৈরি করেএজন্য হার্টের রিং নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করে আনতে হয়এটি নিশ্চিত করার দায়িত্ব ওষুধ প্রশাসন অধিদপ্তরেরএদিকে এ প্রসঙ্গে মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য বলেছেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ভারতে বিক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে রিংয়ের দাম নির্ধারণ করতে হবেমেডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বৈধভাবে হার্টের রিং আনতে আমদানি ও সরবরাহ কর হিসেবে ১৯ দশমিক ৫০ শতাংশ দিতে হয়চোরাই পথে রিং আনলে এই কর দেওয়া লাগে নাএতে রাজস্ব হারাচ্ছে সরকারঅনৈতিকভাবে রিং আনা বন্ধে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছেঅন্যদিকে অবৈধভাবে রিং আনার বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সরকার হার্টের চিকিৎসা সরঞ্জাম অবৈধভাবে আনা বন্ধে কাজ করছেলিখিত অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হয়এ ব্যাপারে স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম জানান, চোরাই পথে হার্টের রিং আসছে এমন অভিযোগের কথা শুনেছিএ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স