ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
বঙ্গবন্ধুর ছয় দফা

পক্ষে জনমত গঠনে দুঃসাহসিক ভূমিকা রেখেছিলেন শেখ মণি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১০:৫৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১১:০১:১২ অপরাহ্ন
পক্ষে জনমত গঠনে দুঃসাহসিক ভূমিকা রেখেছিলেন শেখ মণি
মানিক লাল ঘোষ
১৯৬৬ সালে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের চিন্তার ফসল ছয়দফা পেশ করার পর এর সুদূরপ্রসারী ফলাফল বুঝতে অনেকেরই কষ্ট হচ্ছিল।
কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় এবং তার প্রত্যক্ষ সান্নিধ্যে রাজনৈতিক দীক্ষা পাওয়া  শেখ ফজলুল হক মণি তার রাজনৈতিক দূরদর্শিতায় শুরুতেই এর গুরুত্ব বুঝতে সক্ষম হয়েছিলেন।
নিপীড়িত, অধিকার বঞ্চিত বাঙালির আত্মঅধিকার আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ছয়দফা প্রস্তুত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৪৭ সালের ১৪ আগস্ট দ্বি-জাতির ভিত্তিতে জন্ম নেয় পাকিস্তান নামের একটি রাষ্ট্র। যে রাষ্ট্রের দুইটি প্রদেশে পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্য। শুধু ভৌগোলিক নয়, দূরত্ব ছিল চিন্তা-চেতনা, সংস্কৃতি, ভাষার ব্যবহার থেকে সবখানে। পাকিস্তান জন্ম লাভের পর থেকেই পূর্ব পাকিস্তানে বসবাসরত বাঙালিদের ওপর চালায় তারা ঔপনিবেশিক শোষণ শাসন। পাকিস্তানের এই বিমাতাসুলভ বৈষম্যমূলক আচরণ এবং বাঙালির ওপর প্রথম আঘাত আসে সংখ্যাগরিষ্ঠ জনগণকে উপেক্ষা করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উর্দুকে পাকিস্তানে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে।
বাঙালিদের ওপর পাকিস্তান সরকারের এই শোষণ, নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের দাবানল ¦লে উঠে ক্রমাগত। ১৯৬৬ সালে ফেব্রুয়ারি লাহোরে সম্মিলিত বিরোধী দলসমূহের এক কনভেনশনে অংশগ্রহণ করে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার জনগণকে বৈষম্যের হাত থেকে রক্ষার লক্ষ্যে ফেব্রুয়ারি দফা দাবি উত্থাপন করেন তিনি।
যা ছিল ছয়দফায়:
. শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি: দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনি হতে হবে, যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশনভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের। আইন পরিষদের (Legislatures) ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে।
. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে-যথা, দেশরক্ষা বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ-রাষ্ট্রগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ।
. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা: মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে- () সমগ্র দেশের জন্যে দুটি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে।
অথবা () বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব-পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে।
. রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা: ফেডারেশনের অঙ্গরাজ্যগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ-রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলোর সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে।
. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: () ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। () বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর এখতিয়ারাধীন থাকবে।
() কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলোই মিটাবে। () অঙ্গ-রাষ্ট্রগুলোর মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোনো রকম বাধা-নিষেধ থাকবে না। () শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব-স্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।
. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ-রাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন রাখার ক্ষমতা দিতে হবে।
কিন্তু ওই কনভেনশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী ছয় দফা দাবি নিয়ে আলোচনা করার অসম্মতি জানান। শুধু তাই নয় বরং পরেরদিন ফেব্রুয়ারি ৎকালীন অনেক জাতীয় পত্রিকায় বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে আখ্যায়িত করে সংবাদ পরিবেশন করে। এই ঘটনায় বিস্মিত মর্মাহত হন বঙ্গবন্ধু। তিনি ওই কনভেনশন বয়কট করেন এবং ১১  ফেব্রুয়ারি দেশে ফিরে ফিরে এসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ২০  ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করেন। ওই সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর পেশকৃত দফা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয় এবং দলীয় কর্মসূচি হিসাবে দফাকে গ্রহণ করা হয়।
১৯৬৬ সালের মার্চ মাসের ১৮, ১৯ ২০ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দফা দাবি সম্মিলিতছয় দফাপ্রচার প্রকাশের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্টউপ-কমিটিগঠন করা হয়। সিদ্ধান্ত হয়, তারই নামেআমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচিশীর্ষক একটি পুস্তিকা মুদ্রিত প্রকাশ করার।
অনেক  রাজনৈতিক  সংগঠন নেতৃবৃন্দ  শুরুতেই ছয়দফার বিরোধিতা করেছিলেন।  কিন্তু বয়সে তরুণ হলে সাহসীকতার প্রতীক দূরদর্শী শেখ মণি শুরুতেই ছয়দফার গুরুত্ব অনুধাবন করেছিলেন বলেই ছয় দফার পক্ষে  জনমত গঠনের  দায়িত্ব নিজের কাঁধে নিয়ে  নিলেন। তিমি  ছিলেন আন্দোলনের একনিষ্ঠ সফল সংগঠক। শুরু থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ছয়দফা কর্মসূচিকে জনপ্রিয় সফল করতে তিনি রেখেছেন যুগান্তকারী ভূমিকা।
তার সেই সাহসী ভূমিকা প্রজন্মের অনেকের কাছেই অজানা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৪৯ বছরে প্রকাশিতবিপ্লব মানবিকতাগ্রন্থে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ষাটের দশকে ৬৪-৬৫ সালে ডাকসুর জিএস অগ্নিকন্যাখ্যাত মতিয়া চৌধুরীর সাক্ষাৎকার, বিশিষ্ট শিক্ষা উন্নয়ন বিশেষজ্ঞ গবেষক . মুহাম্মদ মনিরুল হকসহ বিশিষ্টজনদের লেখনীতে উঠে এসেছে বঙ্গবন্ধু ঘোষিত ঐতিহাসিক ছয়দফার স্বপক্ষে জনমত গঠনে শেখ মণির অসামান্য অবদানের কথা।
শেখ মণি যদি নিজে সাংবাদিক লেখক না হতেন তাহলে ছয়দফা কর্মসূচির অনেক তথ্য আমাদের অজানাই থেকে যেতো।ছেষট্টির সাত জুন-প্রস্তুতি পর্বনিবন্ধ পাঠে জানা যায়, বঙ্গবন্ধু জেলে থাকায় এবং মওলানা ভাসানীর ন্যাপসহ আরও কিছু সংগঠনের আপত্তি থাকায় ছয়দফার পক্ষে জনসমর্থন আদায় এবং হরতাল সফল করা ছিল অত্যন্ত কঠিন। জুন ১৯৭২ সালে প্রকাশিত এক নিবন্ধে শেখ মণি লিখেছেন, ‘জেলখানা থেকে বঙ্গবন্ধু জানতে চেয়েছেন হরতালের প্রস্তুতি কত দূর? কী হলো? সেটি সম্পর্কে।
গভীর রাতে পেছনের দেয়াল টপকিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনে গেলাম। মামিকে বিস্তারিতভাবে সবকিছু জানিয়ে বললাম রাতের মধ্যে বঙ্গবন্ধুর কাছে খবর পৌঁছে দেয়ার জন্য। হরতাল হবেই।মানিক মামার সঙ্গে সাক্ষা করলাম। তিনি বললেন, ‘ইত্তেফাকের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও তিনি পিছপা হবেন না। শেখ মুজিবের মুক্তির জন্য তিনি সবকিছু করবেন।
জুনের হরতালকে সফল করতে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের সংগঠিত করতে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন শেখ ফজলুল হক মণি। ওই হরতালে পুলিশ ইপিআরের গুলিতে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ কমপক্ষে ১১ জন বাঙালি শহীদ হয়েছেন। ইতিহাসবিদরা মনে করেন, জুনের হরতাল সফল না হলে বাঙালির মুক্তিসংগ্রাম পিছিয়ে যেতো। ছয়দফা আন্দোলনে অগ্রণী দুঃসাহসিক ভূমিকার কারণেই শেখ মণির বিরুদ্ধে হুলিয়া জারিসহ আটটি মামলা করা হয়েছিল।
 ফলে ১৯৬৮ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হলেও মুক্তি দেয়া হয়নি শেখ মণিকে।কারাগারের রোজনামচাগ্রন্থে বঙ্গবন্ধু লিখেছেন, ‘ছয়দফা প্রস্তাব জনগণের সামনে পেশ করার পর থেকে সরকার আমার ওপর অত্যাচার চালাইয়া যাচ্ছে। আমার ভাগনে শেখ ফজলুল হক মণি আরও অনেকে ১৯৬৬ সাল থেকে জেলে আছে এবং সবার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
ইতিহাসের পাতায় ঐতিহাসিক জুন স্বাধীনতা-সংগ্রামে বাঙালির প্রথম রক্তদানকারী হিসেবে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ শহীদদের নাম যেভাবে অমর হয়ে থাকবে, তেমনি এই হরতাল সফল করতে ছয়দফার পক্ষে জনমত গড়ে দুঃসাহসিক অবদানের জন্য শেখ ফজলুল হক মণির নামও সংগ্রামী চিত্তে স্মরণ করবে বাঙালি জাতি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ