ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
* ঘটা করে বিক্রি হচ্ছে না অগ্রিম টিকিট * যাত্রীর চাপ বাড়লে চলবে বিশেষ লঞ্চ * এখন ৪১টি রুটে প্রায় ৬০টি লঞ্চ চলছে

সদরঘাটে লঞ্চের অগ্রিম টিকিটের প্রতি ঝোঁক নেই যাত্রীদের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:৩৬:৫১ পূর্বাহ্ন
সদরঘাটে লঞ্চের অগ্রিম টিকিটের প্রতি ঝোঁক নেই যাত্রীদের সদরঘাটে লঞ্চের অগ্রিম টিকিটের প্রতি ঝোঁক নেই যাত্রীদের
আইনুল ইসলাম
ঢাকার সদরঘাট নৌবন্দর দিয়ে যাতায়াত করে দেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষদিনদিন হারিয়ে যাচ্ছে সদরঘাটের চিরচেনা রুপএইতো কিছুদিন আগে ঈদের ছুটিতে ঘরে ফিরতে সদরঘাটে লঞ্চের একটি অগ্রিম টিকিট পাওয়ার জন্য থাকতো যাত্রীদের উপচেপড়া ভিড়দীর্ঘ সময় অপেক্ষা করে কেবিনের টিকিট না পেয়ে অনেকের মুখ হতো মলিনআবার টিকিট পেতে কখনো কখনো গুনতে হতো অতিরিক্ত টাকাকিন্তু সময়ের ব্যবধানে আজ হারিয়ে গেছে যাত্রীদের কোলাহলঘটা করে এখন আর অগ্রিম টিকিট বিক্রি হয় নাযাত্রীরা তাদের সময় সুযোগ বুঝে ফোনে অথবা ঘাটে এসে কেটে নিচ্ছে টিকিটগতকাল মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় ঘাটে সারি সারি লঞ্চ বাঁধাআসন্ন ঈদুল আজহাকে ঘিরে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই অগ্রিম টিকিটের চাপস্বল্প পরিসরে কিছু মানুষের ঈদযাত্রা শুরু হলেও টিকিট কাউন্টারগুলোতে কাক্সিক্ষত যাত্রীর দেখা মিলছে নাএরমধ্যে যে সংখ্যক যাত্রী আছেন তার অধিকাংশই উঠছেন চাঁদপুর ও ইলিশা রুটের লঞ্চেবর্তমানে এ রুটেই যাত্রীসংখ্যা বেশিযাত্রার সময় মেনে ছেড়েছে অন্য লঞ্চও, তবে এগুলোতে যাত্রীসংখ্যা খুবই কমসদরঘাটের কয়েকটি লঞ্চের সুপারভাইজার, টিকিট বিক্রেতা ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, ঈদকেন্দ্রিক লঞ্চে যাত্রী এখনো বাড়েনিকিছু কিছু লঞ্চে কিছুসংখ্যক অগ্রিম টিকিট বিক্রি হয়েছেতবে ঈদের ৩-৪ দিন আগে যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছেন তারা
কর্ণফুলী-১০ লঞ্চের কেবিন ইনচার্জ মো. আবির লঞ্চের ডেকে চেয়ারে বসে কেবিনের টিকিট বিক্রি করছিলেন।  ঈদ-কেন্দ্রিক যাত্রীদের চাপ কেমন জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত ঘাটে তেমন কোনো চাপ নেইতবে ঈদের ৩-৪ দিন আগে চাপ বাড়বেব্যবসায়ী ও চাকরিজীবীরা এখনো ছুটি পাননিতারা ছুটি পেলে কিছুটা চাপ আসবেঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যাত্রীরা অগ্রিম টিকিট চাইলে বিক্রি করছিতবে সেভাবে চাপ নেইঘোষণা দিয়ে বিক্রি হচ্ছে এমন নামূলত অগ্রিম টিকিট বুকিং হয় কেবিনের ক্ষেত্রেআর ডেকতো এখন ফাঁকাই থাকেএকই সুরে কথা বলেন, বেগদাদিয়া লঞ্চের মাস্টার সৈয়দ আলী কদরতিনি বলেন, এখন যাত্রীর চাপ নেইনিয়মিত যে যাত্রী হতো তেমনি হচ্ছেগার্মেন্টসে ছুটি শুরু হলে ঈদ-কেন্দ্রিক ভিড় কিছুটা বাড়বেযাত্রী কম তাই ঘোষণা দিয়ে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে নাতবে যাত্রীরা চাইলে আমরা টিকিট দিবোসদরঘাট থেকে চাঁদপুর ও ইলিশা এই দুই রুটে এখন লঞ্চ চলাচল বেশিযাত্রীও মোটামুটি বেশ ভালোচাঁদপুরের যাত্রীদের পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রী থাকায় এ রুটের লঞ্চে মোটামোটি যাত্রী থাকেচাঁদপুর রুটের একটি লঞ্চ রফ রফ-৭এ লঞ্চের এক কর্মী বলেন, আন্যান্য রুটের তুলনায় চাঁদপুর ও ইলিশা রুটে যাত্রী কিছুটা বেশিতবে ঈদ-কেন্দ্রিক যাত্রীদের চাপ এখনো শুরু হয়নিরোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে মানুষের বাড়ি ফেরার প্রবণতা কম থাকেতবে আশা করা যায় গার্মেন্টস ও অন্যান্য কোম্পানি থেকে কর্মীরা ছুটি পেলে ঘাটে চাপ বাড়বে
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, এখন ঘোষণা দিয়ে অগ্রিম টিকিট বিক্রি হয় নামালিকদের থেকেও ওরকম কোনো নির্দেশনা নেইতবে টিকিট চাইলে আমরা দিতে পারছিসদরঘাটে যাত্রীদের আগের মতো যাতায়াত নেইঅগ্রিম টিকিটের চাপও নেইঅনেকে মনে করেছেন, পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ ব্যবসায় ধস নেমেছেতাছাড়াও তেলের দাম বৃদ্ধিও লঞ্চ ব্যবসায় লোকসানের একটা বড় কারণসার্বিক বিষয়ে ঢাকা নদী বন্দর নৌযান চলাচল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মামুন-অর রশিদ বলেন, আমাদের লঞ্চ ব্যবসা দক্ষিণাঞ্চল কেন্দ্রিক, গার্মেন্টস ছুটি হলে যাত্রীদের চাপ বাড়বেএক সময় ঈদের দুসপ্তাহ বা ১৫দিন আগে যাত্রীরা লঞ্চের অগ্রিম টিকিট কাটছেএখন আর সেদিন নেইঅগ্রিম টিকিট কেনাবেচায় তেমন হিড়িক আর পরে নাগুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যে যানজট এতে অনেকে সদরঘাটমুখী হয় নাকারণ এখানে আসতে রাস্তায় যে সময় ব্যয় হয় তা ভোগান্তিরআমাদের লঞ্চ ছাড়ার জন্য নির্দিষ্ট সময় বাধা থাকেকিন্তু বাস একটার পর একটা ছাড়তে থাকে, সবসময় পাওয়া যায়যদি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট কমানো যায় তাহলে লঞ্চে যাত্রী বাড়বেতিনি আরও বলেন, লঞ্চের স্টাফদের ২-৩ মাসের বেতন বাকি থাকেঈদের সময় আসলেই তারা টাকা পরিশোধ না করলে লঞ্চ চালাবে না বলেসব লঞ্চ মালিকই লোকসানে আছেকিন্তু আগে এমন হতো যে ঈদের সময় আসলে আমরা লোকসানগুলো পুষিয়ে নিতে পারতামএখন আর তা হচ্ছে নাবিশেষ লঞ্চের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি রুটে বিশেষ লঞ্চ আছেপ্রয়োজন বোধ হলে বিআইডব্লিউটিএ মালিক সমিতি সমন্বয় করে বিশেষ লঞ্চ দিবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য