ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

জয়দেবপুর-পার্বতীপুরে রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৪ ১১:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৪ ১১:২৯:১৪ পূর্বাহ্ন
জয়দেবপুর-পার্বতীপুরে রুটে ঈদ স্পেশাল ট্রেন চালু
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কথা বিবেচনা করে জয়দেবপুর-পার্বতীপুর রুটে চালু করা হয়েছে ঈদ স্পেশাল ট্রেনএদিকে ট্রেনটির গন্তব্য পুনর্নির্ধারণ করে বর্ধিত ৭০ কিলোমিটার দূরবর্তী চিলাহাটি পর্যন্ত চালানোর দাবি উঠেছেএতে ২০ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন বলে একাধিক সূত্র জানায়রেলওয়ে সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের সেবা দেওয়ার জন্য নিয়মিত ট্রেনের পাশাপাশি সারাদেশে ২০টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছেগতকাল বৃহস্পতিবার সকালে স্পেশাল ট্রেনগুলো যাত্রীসেবা দিতে শুরু করেছেঢাকার নিকটবর্তী জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য একটি বিশেষ ট্রেন চালু করা হয়১৫ আপ ১৬ ডাউন ট্রেনটিতে রয়েছে ১১টি যাত্রীবাহী কোচঈদের আগে ১৩, ১৪ ও ১৫ জুন ট্রেনটি পার্বতীপুর রুটে নিয়মিত চালাচল করবেএকইভাবে ঈদ পরবর্তী ফিরতি ট্রেন হিসেবে ২১, ২২ ও ২৩ জুন ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবেসূত্রটি জানায়, ট্রেনটি ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি ও পার্বতীপুরে স্টেশনে যাত্রাবিরতি করবেফলে এসব এলাকার অতিরিক্ত ১০ হাজার যাত্রী ট্রেনে যাতায়াতের সুবিধা পাবেননীলফামারীর যাত্রীরা জানান, ট্রেনটি অনায়াসে চিলাহাটি পর্যন্ত চালানো যেতএতে যাত্রীরা অনেক সুবিধা পেতেনসৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম বলেন, সৈয়দপুর স্টেশনের ওপর দিয়ে ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর, চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করেটিকিট বুকিং শেষঈদযাত্রায় যাত্রীরা নিরুপায় হয়ে পার্শ্ববর্তী স্টেশন পার্বতীপুর গিয়ে টিকিট কেটে যাত্রা করছেনঈদ স্পেশাল ট্রেনটি সৈয়দপুর পর্যন্ত চালালেও উপকৃত হবেন এ জনপদের মানুষনীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম বলেন, আমার নির্বাচনী এলাকার অসংখ্য মানুষ ঢাকার বিভিন্ন শিল্প-কলকারখানায় কাজ করেনকিন্তু ঈদের সময় পরিবহন স্বল্পতার কারণে তারা বাড়িতে ফিরতে পারেন নাতাই তাদের সুবিধার জন্য ঈদ স্পেশাল ট্রেনটি চিলাহাটি পর্যন্ত চালানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করছি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স