ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

পর্তুগালের নাটকীয় জয়

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
পর্তুগালের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক
ম্যাচের অধিকাংশ সময় চেক প্রজাতন্ত্রের সীমানায় গিয়ে দাপট দেখিয়েছে পর্তুগালআক্রমণও কম হয়নিদলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একাই মিস করেছেন প্রায় হাফ ডজনের মতো গোলের সুযোগসেই সুযোগে চেক প্রজাতন্ত্র খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায়তবে পর্তুগাল সমতায় ফিরতে সময় নেয়নিম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিলো ঠিক সেসময় বদলি ফ্রান্সিসকো কনসেইকাও হয়ে যান দলের ত্রাতাতাতে করে ইউরো চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে উচ্ছাসে মেতেছে ইউসেবিও-ফিগোর অনুসারিরাইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপে প্রথম ম্যাচেই লাইপজিগে দারুণ এক কীর্তি গড়েছেন পেপেইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন এই পর্তুগিজ ডিফেন্ডারবৃষ্টিসিক্ত ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিনভেঙেছেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলার রেকর্ডটিরেকর্ড ভাঙার দিনে কিনা পর্তুগালকে ম্যাচ জিততে বেশ কষ্ট করতে হয়েছে৭৫ ভাগ বল দখলে রেখে একের পর এক আক্রমণ গড়েও গোল আসছিল নাকোনো সময় রোনালদোদের ব্যর্থতায় আবার চেক প্রজাতন্ত্রের গোলকিপারও দারুণ সেভ করেছেনম্যাচের ৮ মিনিটে পর্তুগাল সুযোগ পায়সতীর্থের ক্রসে রোনালদো লাফিয়ে উঠে হেড করেছিলেন, তবে দুর্ভাগ্য, বল চলে যায় পোস্টের বাইরে২৬ মিনিটে সতীর্থ ক্রসে রাফায়েল লিও পা ছোঁয়াতে পারেনি৬ মিনিট পর সতীর্থের ডিফেন্স চেরা পাস থেকে বক্সের ভেতরে রোনালদো চলতি বলে পা চালিয়ে দেন, তবে তা গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নিএকটু পর রোনালদোর ব্যাক পাস থেকে ভিতিনহার শট পোস্টের বাইরে দিয়ে যায়৪৫ মিনিটে ক্যান্সেলোর পাসে রোনালদোর জোরালো শট গোলকিপার প্রতিহত করলে বিষণ্ন মনে ড্রেসিংরুমে যেতে হয়েছে পুরো দলকেবিরতির পরও পর্তুগালের দাপট চলতে থাকেতবে ঠিকানা খুঁজে পেতে কম কষ্ট করতে হয়নিবরং চেক প্রজাতন্ত্র সুযোগ পেয়ে আগে গোল করে লিডও নেয়৫৮ মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি-কিক জায়গা থেকে একটু সরে এসে গোলকিপার দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করেন৬২ মিনিটে খেলার ধারার বিপরীতে চেক প্রজাতন্ত্র এগিয়ে যায়কর্নার থেকে বল ঘুরে আসা বল পেয়ে পাস বাড়িয়েছিলেন ভøাদিমির কোফল, বক্সের বাইরে থেকে লুকাস প্রোভড ডান পায়ের জোরালো শটে জাল কাঁপানগোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননিতাদের এগিয়ে যাওয়া বেশিক্ষণ স্থায়ী হয়নি৬৯ মিনিটে পর্তুগাল সমতায় ফেরে, আত্মঘাতী গোলে৬ গজের প্রান্ত থেকে নুনো মেন্ডেসের হেড গোলকিপার ঝাঁপিয়ে পড়ে ঠিকমতো প্রতিহত করতে পারেননি, সামনে থাকা নিজেদেরই খেলোয়াড় রবিন হেরানাকের পায়ে লেগে জড়িয়ে যায় জালেজিততে তখন মরিয়া পর্তুগাল৭৮ মিনিটে রোনালদোর পাসে ভিতিনহার জোরালো শট স্টানেক সেভ করেন৮৭ মিনিটে বল জালে জড়ালেও ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে তা বাতিল হলে সমর্থকরা হতাশ হয়রোনালদো নিজেই ছিলেন অফসাইড পজিশনে! তবে যোগ করা সময়ে পর্তুগালের সমর্থকদের হাসিভিতিনহার জায়গায় নেমে ফ্রান্সিসকো কনসেইকাও পোস্টের সামনে থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেনউৎসব তখন থেকেই শুরুদিনের অন্য ম্যাচে ডর্টমুন্ডে এফ গ্রুপে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে প্রথম খেলতে আসা জর্জিয়াকেএ নিয়ে ৬ বার ইউরোতে খেলতে আসা তুরস্ক প্রথম জয় দেখলো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য