ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

উইন্ডিজকে উড়িয়ে ইংল্যান্ডের শুরু

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৯:২৩ অপরাহ্ন
উইন্ডিজকে উড়িয়ে ইংল্যান্ডের শুরু
স্পোর্টস ডেস্ক
নতুন বলে খরুচে শুরু করা রোমারিও শেফার্ডকে ষোড়শ ওভারে ফের বোলিং দিলেন রভম্যান পাওয়েল৩টি করে চার-ছক্কায় ফিল সল্ট নিলেন ৩০ রানযা একটু আশা বাকি ছিল ওয়েস্ট ইন্ডিজের, ওই ওভারেই শেষসল্টের ঝড়ে বড় জয়ে সুপার এইট শুরু করল ইংল্যান্ডসেন্ট লুসিয়ায় বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড১৮১ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলল জস বাটলারের দলটানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল ক্যারিবিয়ানদের৭ রানে জীবন পাওয়ার পর স্বাগতিকদের কড়া মাশুল গুনতে বাধ্য করেন সল্ট৭ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে তিনি খেলেন ৮৭ রানের ইনিংসঅনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ২৭ বছর বয়সী ওপেনাররান তাড়ায় দুর্দান্ত শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও বাটলারতৃতীয় ওভারে আকিল হোসেনের বলে অবশ্য ভাঙতে পারত জুটিউইকেটের পেছনে সল্টের ক্যাচ নিতে পারেননি নিকোলাস পুরানবেঁচে যাওয়ার পর বোলারদের তুলাধুনা করে ছাড়েন সল্টপাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান করে ইংল্যান্ডমাত্র ১৩ ইনিংসে সল্ট ও বাটলারের সপ্তম পঞ্চাশ ছোঁয়া জুটি এটিযে কোনো উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া জুটির রেকর্ড এটিএ ছাড়া বাটলার ও জেসন রয় ৩২ ইনিংসে ৭টি এবং বাটলার ও দাভিদ মালান ১৯ ইনিংসে সাতবার পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েনঅষ্টম ওভারে রোস্টন চেইসের লো ফুলটস ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন ২২ বলে ২৫ রান করা বাটলারবেশিক্ষণ টিকতে পারেননি মইন আলিআন্দ্রে রাসেলের বল ছক্কায় ওড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনিএরপর আর কোনো উইকেট পড়তে দেননি সল্ট ও জনি বেয়ারস্টোঅবিচ্ছিন্ন জুটিতে দুজন মিলে যোগ করেন ৪৪ বলে ৯৭ রানঝড়ের শুরুটা করেন বেয়ারস্টোইসল্ট ৪২ রানে থাকা অবস্থায় ক্রিজে যান বেয়ারস্টোএকের পর এক বাউন্ডারিতে সল্টকে ৪৯ রানে রেখেই বেয়ারস্টো পৌঁছে যান ২১ বলে ৪৬ রানেএরপর শেফার্ডের ওই ওভারবিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের সবচেয়ে খরুচে ওভার করে সমীকরণ ২৪ বলে নেমে আসে ১০ রানেবাকি কাজ সারতে কোনো সমস্যাই হয়নি সল্ট ও বেয়ারস্টোরএর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত অবদানে লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজদলের পাঁচ ব্যাটসম্যান ২০ পেরোলেও কেউই ৪০ রান করতে পারেননিসর্বোচ্চ ৩৮ রান করেন জনসন চার্লসএজন্য তিনি খেলে ফেলেন ৩৪ বলআগের ম্যাচের নায়ক পুরান এদিন ৩৬ রান করতে খেলেন ৩২ বলঝড়ো শুরুর আভাস দেওয়া ওপেনার ব্র্যান্ডন কিং ১৩ বলে ২৩ রান করে ইনিংসের পঞ্চম ওভারে পেশির টানে মাঠ ছেড়ে যানপরে আর ফিল্ডিংয়েও নামতে পারেননিটুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কাশেষ দিকে রভম্যান পাওয়েল ৫ ছক্কায় ১৭ বলে ৩৬ ও শেরফেইন রাদারফোর্ড ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ১৮০ পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরাযা শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮০/৪ (কিং ২৩, চার্লস ৩৮, পুরান ৩৬, পাওয়েল ৩৬, রাসেল ১, রাদারফোর্ড ২৮*, শেফার্ড ৫*; টপলি ৩-০-২৬-০, উড ৩-০-৩৬-০, আর্চার ৪-০-৩৪-১, কারান ৩-০-২৫-০, রাশিদ ৪-০-২১-১, মইন ২-০-১৫-১, লিভিংস্টোন ১-০-২০-১)
ইংল্যান্ড: ১৭.৩ ওভারে ১৮১/২ (সল্ট ৮৭*, বাটলার ২৫, মইন ১৩, বেয়ারস্টো ৪৮*; আকিল ৪-০-৩৫-০, শেফার্ড ২-০-৪১-০, রাসেল ২-০-২১-১, জোসেফ ২.৩-০-৩২-০, মোটি ৪-০-৩২-০, চেইস ৩-০-১৯-১)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফিল সল্ট
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য