ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ফ্রান্সের আধিপত্য ধরে রাখার অভিযান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:১০:৪৯ অপরাহ্ন
ফ্রান্সের আধিপত্য ধরে রাখার অভিযান

স্পোর্টস ডেস্ক
একটা সময়ে ফ্রান্সের বিপক্ষে একক আধিপত্য ছিল নেদারল্যান্ডসেরসেসব এখন অনেক দূরের অতীতগত কয়েক বছর ধরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দাপট দেখা গেছে ফরাসিদেরইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের আরেকটি লড়াই সামনে রেখে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাফল্যের ধারা ধরে রাখতে পারবে দিদিয়ে দেশমের দল নাকি অতীতকে ফিরিয়ে আনবে ডাচরাআগামী শুক্রবার মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডসলাইপজিগের রেড বুল অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়চলতি আসরে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ এটিএবারের লড়াইয়ে হয়তো মিলে যাবে ইউরোর ডি গ্রুপের সেরাওদলের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই হয়তো এই ম্যাচ খেলতে হবে ফ্রান্সকেঅস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে গেছে এই ফরোয়ার্ডেরযখন মাঠে ফিরবেন, তাকে খেলতে হবে মাস্ক পরেতবে নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণডাচদের জন্য যা হবে বড় স্বস্তিরইউরোর বাছাইপর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডসযেখানে দুই ম্যাচেই জেতে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরাএমবাপে গোল করেন ৪টি, প্রতি ম্যাচে ২টি করেডাচদের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার গোল ৫টিফ্রান্সের হয়ে তার ৪৭ গোলের প্রথমটিও ছিল ডাচদের বিপক্ষেই, ২০১৭ সালেআন্তর্জাতিক ফুটবলে এমবাপের ৪৭ গোলের ১২টি দুই বিশ্বকাপেতবে বিস্ময়কর হলেও সত্যি, ইউরোর মূল পর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোলের দেখা পাননি তিনি২০২১ সালে হওয়া গত আসরে ৪ ম্যাচে ২টি অ্যাসিস্ট করলেও তিনি জালের দেখা পাননিশেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটেও তার শট জাল খুঁজে পায়নি, ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষকঅস্ট্রিয়ার বিপক্ষে এমবাপের বদলি নেমেছিলেন ফ্রান্সের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরুসেদিন সুবর্ণ একটি সুযোগ হারান তিনিএটি তার সপ্তম বড় টুর্নামেন্টআসর শেষে জাতীয় দলকে বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারএমবাপেকে নিয়ে এবং তাকে ছাড়া ফ্রান্স দলের শক্তি-সামর্থ্য ভালো করেই জানা আছে নেদারল্যান্ডসেরবিশ্বকাপজয়ী তারকা শুক্রবার না খেলতে পারলে ডাচদের জন্য তা হবে ইতিবাচক দিকরোনাল্ড কুমানের দলও আসর শুরু করেছে জয় দিয়েপোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতলেও অনেক সুযোগ নষ্ট করে তারাফ্রান্সের বিপক্ষে গোল-মুখে তাই আরও ধারাল হতে হবে তাদেরফ্রান্সের বিপক্ষে মুখোমুখি প্রথম চার ম্যাচেই জিতেছিল নেদারল্যান্ডসতবে দুই দলের সবশেষ আট ম্যাচে ডাচদের জয় স্রেফ একটি, বাকি সাতটি জিতেছে ফরাসিরাএবার কার মুখে থাকবে জয়ের হাসি?-উত্তর মিলবে শুক্রবার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য