ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

শেষ ষোলো নিশ্চিত জার্মানির

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:১১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:১১:১২ অপরাহ্ন
শেষ ষোলো নিশ্চিত জার্মানির
স্পোর্টস ডেস্ক
নিজেদের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ হচ্ছেআর স্বাগতিক হয়ে জার্মানির শুরুটাও হয়েছিল দারুণস্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিলআজ গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে নাগালসম্যানের দলএ গ্রুপে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জার্মানি ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকেটানা দ্বিতীয় জয়ে স্বাগতিকদের শেষ ষোলোতে জায়গা করে নেওয়াটা নিশ্চিতজার্মানি পরের পর্ব নিশ্চিত করলেও হাঙ্গেরি কিন্তু ধুঁকছেআগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে আজ ঘুরে দাঁড়ানোর মিশনে নেমে হতাশা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছেসটুটগার্ডে ম্যাচ বল দখলে অনেকটাই এগিয়ে ছিল জার্মানিপ্রতিপক্ষের অর্ধে গিয়ে দাপটও দেখায়দুই অর্ধে একটি করে গোলের সুবাদে তাদের জয় নিশ্চিত হয়হাঙ্গেরিও আক্রমনে তেমন পিছিয়ে ছিল নাপ্রতি আক্রমণ নির্ভর খেলে চেষ্টা করেও গোল পায়নি।  কোনোসময় নিজেদের ব্যর্থতায় আবার নয়্যার ছিলেন তেকাঠির নিচে প্রাচীর হয়েম্যাচের প্রথম মিনিটে হাঙ্গেরি সুযোগ পায়রোনাল্ড সাল্লাইয়ের জোরালো শট গোলকিপার সেভ করেন৫ মিনিটের সময় জার্মানি প্রথম সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারেনিকাই হাভার্জের বা পায়ের শট প্রতিহত করেন গোলকিপার নিজেই১১ মিনিটে হাভার্জের আরও একটি শট গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে বাঁচিয়ে  রাখেনপরের মিনিটে টনি ক্রসের কর্নারে রবার্ট এনরিচ পারেননি প্রতিপক্ষেল গোলমুখ উন্মুক্ত করতেএর আগেই এক ডিফেন্ডার তা আটকে দেন২২ মিনিটে জার্মানিকে আর হতাশ হতে হয়নিইকেই গুন্দোগনের পাসে জামাল মুসোলিনি ৬ গজের প্রান্ত থেকে দারুণ শটে দলকে এগিয়ে নেন২৬ মিনিটে হাঙ্গেরির বার্নাবাস বার্গার বা পায়ের শট গোলকিপার নয়্যার রুখে দেন৪৪ মিনিটে মুসোলিনি ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেনফ্লোরিয়েনের পাসে মুসোলিনির নেওয়া শট ব্লকড হয়বিরতির পরও একই গতিতে চলেতে থাকে খেলা৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া টনি ক্রুসের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেনএরপর হাঙ্গেরি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতেবরং ৬৭ মিনিটে জার্মানি ব্যবধান দ্বিগুণ করেম্যাক্সিমিলিয়ানের কর্নারে গুন্দোগন অনেকটা ফাঁকায় ৬ গজের বাইরে থেকে বা পায়ের শটে নিঁশানাভেদ করেনশেষ দিকে উভয় দল চেষ্টা করেও পারেনি গোল ব্যবধান বাড়াতে কিংবা কমাতেটানা  দুই জয় নিয়ে সমর্থকদের উল্লাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে জার্মানিএমনিতে সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে হাঙ্গেরির সঙ্গে ফল তেমন সুখকর নয়তাই আজকের জয়টির মাহাত্ম অন্যরকমএর আগে হামবুর্গে নাটকীয়ভাবে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছেরাতের আরেক ম্যাচে স্কটল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য