ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

লেখাপড়ায় ছেলেরা কেন পিছিয়ে পড়ছে তা খুঁজে বের করার নির্দেশ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১০:০৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন
লেখাপড়ায় ছেলেরা কেন পিছিয়ে পড়ছে তা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকেই অসম্ভব কাজ বলেছিলেন, তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা সম্ভব করেছে২০১০ সাল থেকে আমরা বিনামূল্যে বই বিতরণ করছিএখন পর্যন্ত ৪৬৪ কোটির বেশি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছেএসময় লেখাপড়ায় ছেলেরা কেন পিছিয়ে যাচ্ছে তা খুঁজে বের করার নির্দেশ দেন তিনিগতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ নির্দেশ দেনএ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩প্রদান করা হয়
শেখ হাসিনা বলেন, শিক্ষার কোনো নীতিমালা থাকুক, এটা চায়নি বিএনপিএক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি-বোমার শব্দ ও সেশনজট ছিল নিয়মিত বিষয়তিনি বলেন, বিএনপির আমলে স্বাক্ষরতার হার ৪৫ ভাগআমরা সেটিকে বর্তমানে ৭৬.৮ ভাগে উন্নীত করেছিএ সময় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বাজেট বাড়ানোয় তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবেতিনি আরও বলেন, আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এটা তারই একটি দৃষ্টান্তএইমাত্র যেটা উদ্বোধন করা হলো সেটা হলো স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি দেয়াএটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যার যার অ্যাকাউন্টে চলে যাবেনিজেরা সংগ্রহ করতে পারবেনসেই পদ্ধতিটাই আমরা অনুসরণ করলামডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত
শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশআগামী দিনগুলোয় তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবেভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্যআওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিলআমরা সরকারে এসে কয়েকটি বিশ্ববিদ্যালয় খুলে দেই২০০৯ এর পর পর থেকে ২৩ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছেপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে
আজকের ছেলেমেয়েরা দেশকে স্মাট ও উন্নত বাংলাদেশের পথে নিয়ে যাবে এমন আশবাদ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানের বাংলাদেশ নিয়ে আর চিন্তার কিছু নেইআগামীর বাংলাদেশ এগিয়ে চলারদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করা আর তাদের মেধার বিকাশ ঘটানোই সরকারের লক্ষ্যকোনো দেশ প্রযুক্তি, বিজ্ঞান গবেষণা ছাড়া আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য আওয়ামী লীগ সরকার সব সময় প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেতিনি বলেন, ছেলেমেয়েরা যাতে শিক্ষা নিতে পারে, তার সঙ্গে দেশ-বিদেশে আয়ের ব্যবস্থা করতে পারে সেজন্য বহুমুখী শিক্ষার ব্যবস্থা করেছে সরকারএসময় বিএনপি সরকারের সময় সাক্ষরতার হার কেন কমে গিয়েছিলো সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রীতিনি বলেন, ১৯৯৬ সালের আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিলো অস্ত্রের ঝনঝনানিশিক্ষা পদ্ধতি ছিলো মান্ধাতার আমলেরছিলো সেশন জট, ছিল না গবেষণা খাতে কোনো বরাদ্দপ্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী যারা ক্ষমতায় ছিল তারা গবেষণায় কোনো বরাদ্দ দেয়নিগবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল নাআমাদের প্রথম বাজেট অল্প ছিলসেখান থেকেও গবেষণার জন্য টাকা দিয়ে দেইপরে যখন বাজেট দেই তখন ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলামসেটা ছিল কম্পিউটার শিক্ষা এবং গবেষণায়আমাদের শুধু একটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিলআমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দেইসেই সঙ্গে ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, নভোথিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়ু টেকনোলজি ইনস্টিটিউট, এই সবগুলো আওয়ামী লীগ সরকার আমলে শুরু করেছিলাম
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সোস্যাল মিডিয়ায় কে কি বললো বা সমালোচনা করলো তাতে কান না দিয়ে দেশের কল্যাণে যেটা ভালো, আত্মবিশ্বাস নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবেকিছু মানুষ থাকে যারা দেশের ভালো চায় না, ভালো কোনো কিছু দেখে না, তাদের পাত্তা না দিয়ে দেশের কল্যাণ করতে হবে, যোগ করেন প্রধানমন্ত্রীবর্তমান প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ গড়াসহ দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজের জন্য নয়, জনগণ, দেশের কল্যাণে নিজেদের শিক্ষা, জ্ঞান কাজে লাগাতে হবেসেই জন্য এই বঙ্গবন্ধু শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সাহায্য দিয়ে যাচ্ছি
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানউপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল ফোনে বা অনলাইন ব্যাংকিংয়ে পৌঁছে যাবেমাধ্যমিক থেকে স্নাতক পাস পর্যায়ে ৬৪ লাখ ৭০ হাজারের বেশি মেধাবী শিক্ষার্থী পাবেন এ টাকামোট ২ হাজার ২০৮ কোটি টাকা তাদের মধ্যে বিতরণ করা হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ