ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছে

বিতর্কিতদের নিয়ে হিমশিম খাচ্ছে আ’লীগ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১০:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ১০:৩৬:২৭ পূর্বাহ্ন
বিতর্কিতদের নিয়ে হিমশিম খাচ্ছে আ’লীগ
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের (দুই মহানগর) প্রস্তাবিত কমিটি জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারাঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৭৫ টি ওয়ার্ড ২৪ টি থানা কমিটি জমা দিয়েছে আওয়ামী লীগগত ১৬ জুন রাতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কাছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ এ কমিটি জমা দেনএই কমিটি জমা দেয়ার পর থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছেতবে প্রস্তাবিত কমিটিতে সব বিতর্কের ঊর্ধ্বে ওঠে ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হয়সে দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়সেই কমিটি ২০২০ সালের ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি দেয়অর্থ্যাৎ এই নেতৃত্বের পূর্ণাঙ্গ কমিটি করতে সময় লাগে প্রায় এক বছরঅথচ গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২ সালেঅবশেষে চার বছর পর উত্তরের ২৬টি থানা ও ৬৪ টি ওয়ার্ড এবং দক্ষিণের ২৪টি থানা ও ৭৫ টি ওয়ার্ডের কোনো কমিটিই চূড়ান্ত করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে জমা দেয়া হয়যদিও দলের গঠনতন্ত্র অনুযায়ী, থানা ও ওয়ার্ড সম্মেলনের ৪৫ দিনের মধ্যে ঘোষণা করতে হয় নতুন কমিটি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান বলেন, প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছেআমরা সতর্ক দৃষ্টি রাখছি, পর্যালোচনা করছিতিনি বলেন, মহানগর ছাড়া থানা অথবা ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিরা যোগ্যতা অনুসারে মূল্যায়িত হবেন
আওয়ামী লীগ নেতারা জানান, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণরাজপথে আন্দোলনের নামে বিরোধীদলগুলোর বিশৃঙ্খলা মোকাবিলা ও দলের বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নে তারা সম্মুখ সারির যোদ্ধার মতো ভূমিকা পালন করে থাকেতাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড শক্তিশালী করতে কমিটি গঠনের তাগিদ দিয়েছে দলের হাইকমান্ডতবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডের প্রস্তাবিত কমিটিতে মামলার আসামি, বিএনপিপন্থি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশমঞ্চ ভাঙচুরকারী, দখলদারদের ঠাঁই দেয়া হয়েছেদক্ষিণখান থানায় পদ পেতে যাচ্ছেন এ কে এম মাসুদুজ্জামান মিঠুতার বিরুদ্ধে চাদাঁবাজি, অস্ত্র দিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর লিখিত অভিযোগ জমা পড়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে
সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই এসব কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারাতবে কমিটির খসড়ায় শেখ হাসিনার সমাবেশে হামলাকারীর নামও রয়েছে বলে অভিযোগ উঠেছেকেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনের কার্যক্রম চালাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারাতারা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রস্তাবিত কমিটি ১৬ জুন কেন্দ্রে জমা দিয়েছেনযেকোনো সময় আওয়ামী লীগের থানা-ওয়ার্ড কমিটি জমা দেয়া হবেঅভিযোগ উঠেছে, এসব কমিটিতে ত্যাগী নেতাদের বদলে বিতর্কিতরা প্রাধান্য পাচ্ছেনকোথাও মাইম্যান (নিজস্ব বলয়) তৈরির চেষ্টা করা হচ্ছেআবার কোথাও হচ্ছে কমিটি বাণিজ্যঅভিযোগ উঠেছে, শাহবাগ থানার ২০নং ওয়ার্ডের প্রস্তাবিত কমিটিতে সভাপতি পদে মকবুল হোসেনের নাম প্রস্তাব করা হয়েছেতিনি আওয়ামী লীগের কর্মসূচিতে সক্রিয় না থাকলেও এক কাউন্সিলরের কাছের লোক বলে কমিটিতে রাখা হয়েছেএকই ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়েছে শাওনের নাম, যার বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে নানা অপরাধ করার অভিযোগ রয়েছেশাহবাগ থানা কমিটিতে প্রস্তাবিত সভাপতি মো. শহিদ ও সাধারণ সম্পাদক জি এম আতিক৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে সভাপতি মো. জমির আলী এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফজমির আলী ফেন্সি ব্যবসায়ী ও এলাকায় সন্ত্র¿াসী হিসেবে পরিচিততিনি নাজিম মুন্না গ্রুপের এক সময়ের কিলার হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছেআশরাফ যুবলীগে সাধারণ সম্পাদক থাকা সময়ে গোলাপবাগ মাঠের পাশে টর্চার সেলে নিয়ে সাধারণ মানুষকে মারধর করে অর্থ আদায় করতোতার কর্মকাণ্ডে এলাকার মানুষ এখনো আতঙ্কে থাকেতিনি মোরছালিন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চিলেন তিনিবর্তমানে বিএনপির নেতা ও ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর বাদল সরকারের ঘনিষ্ঠজন হিসেবে সকলের কাছে পরিচিতমতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে প্রস্তাব করা হয়েছে শেখ এনায়েত করিম বাবলুতিনি একসময় সাংস্কৃতিক জোট করতেনঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সভাপতি মান্নাফী কোটায় তার নাম প্রস্তাব করা হয়েছেমতিঝিল থানা অন্তর্গত ওয়ার্ড হচ্ছে ৩ টিএই ওয়ার্ডগুলো হচ্ছে ৮-৯ ও ১০৮ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক হিসাবে নাম প্রস্তাব করা হয়েছে মাসুমতিনি একজন মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটিতে স্থান পাচ্ছেন ওয়াহিদুর রহমান চৌধুরী ওয়াহিদতার বিরুদ্ধে রয়েছে একাধিক জায়গা দখল ও মাদক ব্যবসার অভিযোগইতিমধ্যে মতিঝিলের দিলকুশায় একটি জায়গা দখল করে রেখেছেন তিনিকোনদিন ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও ৯নং ওয়ার্ড কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তার নাম প্রস্তাব করা হয়েছেএটি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর ছোট ছেলে দক্ষিণ সিটির ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার ইমতিয়াজ আহমেদ গৌরবের কোঠায়১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসাবে নাম প্রস্তাব করা হয়েছে হিরককেতিনি আন্ডার ওয়াল্ড জিসান গ্রুপে অন্যতম সদস্যতার বিরুদ্ধে এলাকায় হত্যা মামলা চাঁদাবাজি মামলা ফুটপাতে দোকান এবং মাদক ব্যবসাপল্টন থানা আওয়ামী লীগের নাম প্রস্তাব করা হয়েছে সাবেক কাউন্সিলর পপিতিনি ক্যাসিনো কর্মকাণ্ডের জন্য কাউন্সিলর পদ থেকে বহিষ্কার হনপল্টন থানার অন্তর্গত ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে নাম প্রস্তাব করা হয়েছে জয়েরজয় হচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ীবেশ কয়েকবার মাদক সহ পল্টন থানায় গ্রেফতার হয় এবং একাধিক মামলা রয়েছেতার নাম প্রস্তাব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন সাহেবের কোর্টায়
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাগ থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন পদ প্রত্যাশী নেতারাতারা কেন্দ্রীয় নেতা এবং মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে ক্ষোভ জানাচ্ছেনতুরাগ থানা আওয়ামী লীগের পদপ্রত্যাশী একাধিক নেতা জানান, কমিটিতে কারা থাকছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও দলের গুরুত্বপূর্ণ নেতাদের মাধ্যমে সবাই জেনে গেছেনপ্রস্তাবিত তুরাগ থানা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি হিসেবে আছেন নুরুল ইসলাম মোল্লা সুরুজ ও সাধারণ সম্পাদক পদে আছেন মুহিবুল হাসানমুহিবুল হাসান বর্তমানে নগর কমিটির সদস্য পদে আছেনতবে তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমাকে আউট করে থানা কমিটি দেয়া হচ্ছে বলে শুনতে পেয়েছিকিন্তু যাদেরকে দেয়া হচ্ছে তারা অযোগ্যথানা কমিটির সামলানোর সক্ষমতা তাদের নেইস্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই অবাক হয়েছেহাসি ঠাট্টা তৈরি হয়েছে এলাকায়
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, প্রস্তাবিত কমিটিতে বিতর্কিতদের স্থান পাওয়ার কোনো সুযোগ নেইতিনি বলেন, অভিযোগ ওঠায় কিছু নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছেপ্রয়োজনে আরও পরিবর্তন হবে
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি জমা দেয়া হয়েছেতিনি বলেন, যারা পরীক্ষিত নেতা তাদের কমিটিতে রাখা হয়েছেএরমধ্যে গুরুত্বপূর্ণ পদে কাউন্সিলদেরও রাখা হয়েছেযারা অনেক পুরাতন এবং আগের কমিটিতে ছিলেন তাদের রাখা হয়েছে। 
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনে ২৬ থানা ও ৬৪টি ওয়ার্ড রয়েছেআর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীনে ২৫ থানা ও ৭৫টি সাংগঠনিক ওয়ার্ড রয়েছেপ্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণকোনো কোনো ওয়ার্ড কমিটির বয়স ১০ বছরের অধিক২০২১ ও ২০২২ সালে থানা ও ওয়ার্ড শাখা কমিটির সম্মেলন করেছেন নগর আওয়ামী লীগের নেতারাসম্মেলনে কমিটি দেয়ার কথা থাকলেও তা গত দুই/তিন বছরের বেশি সময় ধরে প্রকাশ করতে পারেনি নগরের শীর্ষ নেতারাএর পর মাঝে অন্তত পাঁচবার সময় পেছানো হয়েছেমাঝে দ্বাদশ সংসদ নির্বাচনের অজুহাতেও সময় বাড়ানো হয়েছেভালো পদের আশায় ওয়ার্ড ও থানার অনেক নেতা নির্বাচনী মাঠে আওয়ামী লীগের জন্য কাজ করেছেন ঠিকই, তবে তারা দলীয় পরিচয় দিতে পারেননি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স