ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সিলেটে বন্যা, সড়কে ক্ষতি ৫০০ কোটি টাকা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ০৭:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৪ ০৭:০২:৫৬ অপরাহ্ন
সিলেটে বন্যা, সড়কে ক্ষতি ৫০০ কোটি টাকা
সিলেট প্রতিনিধি
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছেজেলার বেশিরভাগ এলাকার রাস্তাঘাট থেকে নামতে শুরু করেছে পানি; নদীর পানিও কমছেপানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্নএবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কেরঢল ও পানিতে ভেঙে গেছে সড়কঅনেক স্থানে সেতুও ভেঙে গেছে ঢলের তোড়েএ ছাড়া কৃষি ও মৎস্যখাতেও ব্যাপক ক্ষতি হয়েছেসিলেট নগর, এলজিইডি এবং সড়ক ও সেতু বিভাগের আওতাধীন সড়কগুলোতে পানি উঠে প্রায় ৫ শকোটি টাকার ক্ষতি হয়েছেএ ছাড়া মৎস্য ও কৃষি খাতে ক্ষতি ৩ শকোটি টাকা ছাড়িয়ে যাবেতবে পানি এখনও পুরো না নামায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনই পাওয়া যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরাএ ক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরাসিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, গত বুধবার পর্যন্ত সিলেট জেলায় পানিবন্দি আছেন ৭ লাখ ৮৪ হাজার ২৫০ জনএর মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১২ হাজার ৪২৩ জনসিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, এবারের বন্যায় নগরের ২৫০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়এতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছেসিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘এখনও কিছু সড়কে পানি রয়ে গেছেপানি পুরো নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারেবৃষ্টি মৌসুম শেষ হলেই জরুরি ভিত্তিতে এসব সড়ক সংস্কার করা হবেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট জেলার তথ্যানুযায়ী, বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছেটাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ১১৯ কোটি টাকাএছাড়া সড়ক ও সেতু বিভাগের তথ্যমতে, বন্যায় সিলেট জেলার ৪০ কিলোমিটার সড়কে পানি উঠে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেসড়ক ও সেতু বিভাগের সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সড়কগুলোরএ উপজেলার দুটি সড়ক যান চলাচলের অনুপযোগী হলে দ্রুত সংস্কার কাজ করে সেগুলো ঠিক করা হয়েছেবাকিগুলোও দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবেএলজিইডি সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন বলেন, ‘বন্যায় গ্রামীণ সড়কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে গোয়াইনঘাট, সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়যেসব সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে তা সংস্কারের জন্য ডিপিপি চূড়ান্ত করে পাঠানো হবেএদিকে, চলতি বন্যায় সিলেটের ১৩ উপজেলার ১৫ হাজার ৫০৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছেএতে ক্ষতির মুখে পড়েছেন জেলার ৯৮ হাজার ৬৫৩ কৃষকজেলায় এবার আউশ বীজতলা, সবজি ও বোনা আমন ধানের ২০ হাজার ৪৪০ হেক্টর জমি আবাদ করা হয়েছিলসিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, ‘বন্যায় মোট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ২৭৫ কোটি ২১ লাখ টাকাএর মধ্যে আমন ধান চাষীদের আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে, অন্যদেরও দেয়া হবেসিলেট জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বন্যায় জেলায় অন্তত ৪৪ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে২১ হাজার ১১১টি পুকুর, দিঘি ও খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছেজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সীমা রাণী বিশ্বাস বলেন, ‘সিলেটের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জকিগঞ্জেএ উপজেলার ছয় হাজার ৭৫৫টি পুকুর, দিঘি ও খামারের মাছ ভেসে গিয়ে প্রায় ১৮ কোটি ৩৯ লাখ টাকার ক্ষতি হয়েছেএদিকে, গত বুধবার সিলেটে নদনদীর পানি আরও কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)বুধবার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছেঅপরদিকে, কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছেগত মঙ্গলবারের তুলনায় প্রত্যকটি পয়েন্টে পানি ৩ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত কমেছেসিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছেএরপর দিনভর আর বৃষ্টি হয়নি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ