ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সিলেটে গভীর রাতে আ’লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর, আহত ৪

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৩:২৭ অপরাহ্ন
সিলেটে গভীর রাতে আ’লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর, আহত ৪

সিলেট প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছেএতে আজাদের ভাতিজা তাহমিদুর রহমানসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছেগত বৃহস্পতিবার গভীর রাত সোয়া ২টার দিকে নগরের ভাটাটিকর এলাকার বাসায় হামলার ঘটনা ঘটেঅবশ্য হামলা চলাকালে কাউন্সিলর আজাদ বাসায় ছিলেন নাতিনি ৩২ নং ওয়ার্ডে তার বাড়িতে রাত যাপন করছিলেনসিলেটের বহুল আলোচিত টিলাগড় গ্রুপ’-এর একটি অংশের দাপুটে নেতা আজাদ ওই ওয়ার্ডে টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলরএর বাইরেও টিলাগড় গ্রুপে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকারের পৃথক দুটি শক্তিশালী বলয় রয়েছেস্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পবিত্র ঈদুল আজহায় টিলাগড় পয়েন্টে বসানো কোরবানির পশুর হাটের টাকা লেনদেন ইস্যুতে রাব্বিসহ বেশ কয়েকজন হামলার এ ঘটনা ঘটায়কাউন্সিলর আজাদের অনুসারীদের অভিযোগ, আলোচিত কবীর ওরফে হেরোইন কবীরের গোষ্ঠীর শেখ নজরুল ইসলাম ওরফে বিজয়, রাব্বী, রিয়াজুল, সুহেল, নাসির, সামাদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার পৈতৃক ভিটায় হামলা চালানপরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার পর পরই আজাদের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলী সারোর বাসায়ও হামলা চালিয়ে একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়েছেখবর পেয়ে আজাদের অনুসারীরা জড়ো হলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরাএতে আজাদের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তার অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হনস্থানীয়দের কয়েকজন জানান, আজাদুর রহমান আজাদের বাসায় হামলাকারীদের কেউ কেউ স্থানীয়ভাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিততবে আজাদুরের বাসায় হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তার অনুসারীরা জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া দেয়ধাওয়ার মুখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়এরপর কয়েকজন হামলাকারীর বাসায় আজাদের অনুসারীরাও হামলার চেষ্টা চালায়তবে হামলায় অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নিএ বিষয়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, আমি ঘটনার সময় ৩২ নং ওয়ার্ডের আরেকটি বাসায় ঘুমে ছিলামতখন ফোনে জানতে পারি আমার টিলাগড়ের বাসায় হামলা হয়েছেতাৎক্ষণিক আমার ভাই-ভাতিজারা রওনা হলে পথেই হামলাকারীরা তাদের ওপর আক্রমণ করেএতে ভাতিজা তাহমিদুর রহমানসহ ৪ জন আহত হয়েছেনতিনি বলেন, এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, হামলা-দখলবাজি চালিয়ে আসছে একটি চিহ্নিত মাদকসেবীচক্রতাদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছেসেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিলওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছেঅভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘কাউন্সিলর আজাদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্কএই সম্পর্ক নষ্ট করতে নেপথ্যে থেকে ইন্ধন দিয়ে কেউ এই ঘটনা ঘটিয়েছেআস্তে আস্তে তাদের নামও ওঠে আসছেআর হামলায় জড়িত চোর-ডাকাত কোনো দলের হতে পারে নাআজাদুর রহমান আজাদের সঙ্গেও আমার কথা হয়েছেতাছাড়া হামলায় জড়িত ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছিএ বিষয়ে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, রাত সোয়া ২টার দিকে রাব্বির নেতৃত্বে বেশ কয়েকজন হামলা চালায়তারা কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসার জানালার গ্লাস ভাঙচুর করেএরপর শমসের আলী সারোর বাসায় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়হামলার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, গত কোরবানির ঈদে নগরের টিলাগড়ে বসানো পশুর হাটের টাকা লেনদেন নিয়ে ক্ষোভ থেকে রাব্বির নেতৃত্বে হামলার এই ঘটনা ঘটেছেহামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবেএদিকে, সিলেট সিটি করপোরেশনের পাঁচবারের কাউন্সিলর ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনা নিয়ে নগরে তোলপাড় চলছেপৃথক হামলার ঘটনায় ২টি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ