ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৩৭:২৯ অপরাহ্ন
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া ও রিজওয়ান কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছেনঅগ্নিদগ্ধ হয়েছেন আরও কয়েকজনতাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেগত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিকআগুনে নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার পশ্চিম গাড়িয়ান টাঙ্গা এ ও সিয়া ইউনিয়নের শামসুল আলমের ছেলে মো. রিদুয়ান (৪৫) ও সাতকানিয়া উপজেলার কুতুবপাড়া মিজ্জারকিল বাংলাবাজার এলাকার বেঠা মিয়ার ছেলে মো. শাহেদ (১৮)অপরজনের নাম পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারালামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলীবলেন, আগ্রাবাদ, লামারবাজার, নন্দনকানন ও চন্দনপুরাসহ চারটি স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তাচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিকবলেন, কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার রিজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেএতে মার্কেটের পাঁচতলার বাসা থেকে আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে না পারায় অজ্ঞান হওয়া পাঁচ জনকে চমেক হাসপাতালে আনা হয়হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিন জনকে মৃত ঘোষণা করেনআহত বাকি দুজন নারীকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছেজানা যায়, সাতকানিয়া উপজেলার মির্জাখীল কুতুবপাড়া এলাকায় মো. শাহেদ ও মো. ইকবাল দুই বন্ধুছোটবেলা থেকেই একসঙ্গে চলাফেরা তাদেরশাহেদ চলে আসেন শহরেবন্ধুত্বের টানে ইকবালও চলে আসেনশাহেদ চাকরি নেন রিয়াজুদ্দিন বাজারের আজওয়ার টেলিকমেইকবালের চাকরি শহরের অন্য জায়গায়গতকাল শুক্রবার মার্কেট বন্ধ হলে গত বৃহস্পতিবার রাতেই দুই বন্ধু একত্র হনভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুও হলো একসঙ্গেগত বৃহস্পতিবার গভীর রাতে রিয়াজুদ্দিন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়েধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে মোহাম্মদীয়া মার্কেটএ সময় কোন উপায় খুঁজে না পেয়ে শাহেদ ফোন করেন দোকানের মালিক সাজ্জাদ মিয়াকেতখন সময় রাত পৌরে ২টাফোন পেয়েই দোকান মালিক শাহেদকে নির্দেশনা দেন- সে যেন সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠে যায়কিন্তু ধোঁয়ায় চোখ-মুখ বন্ধ হয়ে যায় শাহেদেরসবদিকে অন্ধকারপরে আবারও ফোন দেন শাহেদতখন সাজ্জাদ পরামর্শ দেন-চোখে মুখে কাপড় মুড়িয়ে হলেও যেন ছাদে দৌড়ে চলে যায়কিন্তু নিরুপায় শাহেদনিজেকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে খুঁজে নেন টয়লেটসেখান থেকে মালিককে ফোন দিয়ে জানান- আমি টয়লেটেআমার জন্য দোয়া করবেনকালেমা পড়তে পড়তে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন শাহেদগতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়ি সাতকানিয়ায় চলে গিয়েছিলেন দোকানের মালিক সাজ্জাদ মিয়াআগুন লাগার খবর পেয়ে মোটরসাইকেলে ছুটে আসেন রিয়াজুদ্দিন বাজারেততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছেধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে পারেননি সাজ্জাদ মিয়াঅন্য ভবনের ২য় তলা দিয়ে মার্কেটে প্রবেশ করেন তিনিদ্বিতীয় তলায় গিয়ে দেখেন- টয়লেটে পড়ে আছে শাহেদের নিথর দেহসেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনআজওয়ার টেলিকমের মালিক সাজ্জাদ মিয়া বলেন, যখন আমি তার ফোন পেয়েছি সঙ্গে সঙ্গে আমার নির্দেশনা ছিল- সে যেন ছাদে চলে আসেদোকানের সব গলিই তার মুখস্থচোখ বন্ধ করেও সে ছাদে চলে আসতে পারবে- এমন ধারণা ছিল আমারকিন্তু পরে আমি সাতকানিয়া থেকে ছুটে এসে দেখলাম, ধোঁয়ার কারণে হাঁটাচলা তো দূরের কথা চোখের জ¦ালা যন্ত্রণায় টিকে থাকাটায় দায় হয়ে গেছেচোখেমুখে কাপড় মুড়িয়ে দোকানের ভেতরে গিয়ে দেখি, সে টয়লেটের মধ্যে পড়ে আছেসর্বশেষ যখন আমার সঙ্গে কথা হয় তখন সে শুধু কালেমা পড়ছিলএদিকে অগ্নিকাণ্ডে নিহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীগতকাল শুক্রবার সকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়া রোগীদের সমবেদনা জানান মেয়রদুর্ঘটনায় নিহতদের লাশ জরুরি ভিত্তিতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন মেয়র এবং চিকিৎসারতদের যাতে কোন অসুবিধা মোকাবিলা করতে না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেনমেয়র নিহতদের জন্য শোক জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ