ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

নির্বিচারে রাসেল’স ভাইপার নিধনে ক্ষতির মুখে কৃষি অর্থনীতি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪৮:০৯ অপরাহ্ন
নির্বিচারে রাসেল’স ভাইপার নিধনে ক্ষতির মুখে কৃষি অর্থনীতি
রাসেলস ভাইপারের খোঁজে দল বেধে হানা দেয়া হচ্ছে সাপের বাসস্থানগুলোতেফলে প্রভাব পড়ছে পরিবেশেবিশ্লেষকরা বলছেন, প্রতিটি প্রাণিই প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনির্বিচারে সাপ নিধনে বাস্তুতন্ত্রে ও কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বেসাপ ধরা, বহন করা ও মারা হলে জেল জরিমানার যে বিধান রয়েছে তা প্রয়োগের তাগিদ দেন বিশেষজ্ঞরারাসেলস ভাইপারের আতঙ্ক গ্রাম ছাড়িয়ে পৌঁছে গেছে শহরেওযে সাপ দেয়ালে উঠতে পারে না সে সাপের আতঙ্ক উঁচু ভবনের অনেক বাসিন্দাদের মনেওরাসেলস ভাইপার সাধারণত নদীর এক কিলোমিটারের ভেতরে বসবাস করেতবে অনেকে গুজব ছড়াচ্ছে এটি চলে এসেছে নগরেগুজবের প্রভাবে রাসেলস ভাইপার মারছেন অনেকেআবার অনেকেই ঘটা করে দিচ্ছেন পুরস্কারের ঘোষণাস্ন্যাক রেস্কিউ টিম বাংলাদেশের সিনিয়র রেস্কিউয়ার সাদ আহমাদ অপু বলেন, আমরা যদি রাসেলস ভাইপারের ইংরেজি নামের সাথে পরিচিত না হয়ে বাংলা নামের সাথে পরিচিত হতাম তাহলে এই ভয়ভীতিটা ছড়াতো নাএ বছরের চেয়ে ২০১৫ ও ২০১৬ সালের দিকে এই সাপের বেশি কামড় খেয়েছে মানুষরাসেলস ভাইপার বেড়ে গেছে এই কথা সম্পূর্ণ মিথ্যা ও ভুলএই প্রাণি পরিবেশের খাদ্য শৃঙ্খলে ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরিবন্যপ্রাণী ধরা বহন ও মারা যে দণ্ডণীয় অপরাধ এ যেন ভুলতে বসেছে সবাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান বলেন, আইনে স্পষ্টভাবে বলা আছে যেকোনো ধরনের বন্যপ্রাণী ধরা ও মারা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধএতে ৬ মাস থেকে ১ বছরের জেল হতে পারে, সাথে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা জরিমানা হতে পারে
রাসেলস ভাইপার নিয়ে দশটিরও বেশি গুজব প্রচলিত রয়েছেএর সবগুলোই ভয়ের জন্ম দেয় অথচ এর কোনো ভিত্তি নেইসোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া গুঞ্জনে ভীত অনেকে
ড. ফিরোজ জামান আরও বলেন, অনেকেই বলছেন যে সাপ মেরে নিয়ে যেতে হবেএ কথা কিন্তু ঠিক নয়এর কারণ হচ্ছে ভেনমাস সাপ কামড় দিলে ২টি দাগ থাকে
২০১৩ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ২৩৫ জনকে রাসেলস ভাইপার দংশনের রোগী রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়েছেনতাদের মধ্যে মারা গেছে ৬৯ জন২০২৩ সালের সরকারি তথ্যমতে, বাংলাদেশে বছরে সাড়ে ৭ হাজার মানুষ সাপের দংশনে মারা যায়এখন পর্যন্ত আনুমানিক ১০০ জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছেতাহলে সাড়ে ৭ হাজারের মধ্যে ১০০ জন যা শতাংশের হিসাবে দাঁড়ায় মাত্র ১.৩৩ শতাংশতবে কেনো এতো আতংক?
ড. ফিরোজ জামান বলেন, বাংলাদেশে ২৮ ধরনের বিষধর সাপ আছেএখন এই সাপ নিয়ে লেখালেখি হচ্ছে বলে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছেবেশিরভাগই কৃষককে কামড় দিয়েছেএর কারণ হলো তারা মাঠে কাজ করেন, খড়কুটো নাড়াচারা করেএর গায়ের সাথে হাত বা পা লাগলে তারপর সাপ কামড় দেয়
নানা জায়গায় রাসেলস ভাইপার সন্দেহে মারা হচ্ছে সাপযার বেশিরভাগই বিষহীন ও কৃষির জন্য উপকারীআবার কেউ কেউ ফেইসবুক পেজ ও গ্রুপে আগের ছবি এবং ভারতের ছবি দিয়ে পোস্ট করে ছড়াচ্ছে আতঙ্ক
ভাইরাল হওয়া বেশিরভাগ ভিডিওটিতে নেই রাসেলস ভাইপার, এটি অজগরএমন নানা ছবি ও ভিডিও ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে ভয়অন্য আট-দশটা সাপের মতই এই সাপতাই সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
প্রাণীবিদ ড. ফিরোজ জামান বলেন, ঢাকা শহরে এই সাপ আসছে এটা সম্পূর্ণ ভুল কথাএকেবারে প্রপাগান্ডাএর থেকে সতর্ক থাকতে হবে
বর্তমানে প্রতি বছর ৩০ শতাংশ জমির ফসল নষ্ট করে ইঁদুরকৃষি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সাপ নিধন বাড়াবে ইঁদুরের উৎপাতক্ষতির মুখে পড়বে কৃষক ও কৃষি অর্থনীতি
কৃষি গবেষক ড. জাহাঙ্গীর আলম বলেন, অনেক সময় ইঁদুর তাড়ানোর জন্য কীটনাশক ব্যবহার করিকিন্তু সাপ তো ইঁদুর বিনাশ করে
বাংলাদেশে রাসেলস ভাইপারের চেয়েও বিষধর সাপ রয়েছে আরও কয়েকটিএছাড়া বিশ্বের সেরা ৩০টি বিষধর সাপের তালিকাতেও এটি নেইতাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য