ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

৯০ বছরের রেকর্ড ভাঙলো ভারত

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ১১:০৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ১১:০৭:২০ পূর্বাহ্ন
৯০ বছরের রেকর্ড ভাঙলো ভারত
স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক নারী টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো ভারত। গেল ৯০ বছরের নারী টেস্ট ক্রিকেটে কোনো দল যা করতে পারেনি, শনিবার সেটিই করে দেখিয়েছে ভারতীয়রা। এক ইনিংসে ৬০০ রানের কোটা পার করেছে তারা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এতে নারী ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করে হারমানপ্রিতের দল। এর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। গতকাল শনিবার অসিদের সেই রেকর্ড ভেঙে দেয় ভারত। ভারতের রানপাহাড়ে চড়ার পেছনে কৃতিত্ব দিতে হবে দুই ওপেনারকে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯২ রান করেন শেফালি ভার্মা স্মৃতি মান্দানা। নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে বড় উদ্বোধনী জুটি। এদিন নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করেন শেফালি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যানাবেল সাথারল্যান্ড। এছাড়া মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন শেফালি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান তিনি। আরেক ওপেনার মান্দানা করেন ১৬১ বলে ১৪৯ রান। ২৭ বাউন্ডারি আর ছক্কায় ইনিংস সাজিয়ে ডেলমি টাকারের বলে ডার্কসেনের হাতে ক্যাচ হন তিনি। এছাড়া ৯৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জেমিনা রদ্রিগেজ। অধিনায়ক হারমানপ্রিত কাউর করেন ১১৫ বলে ৬৯ রান। ৯০ বলে ৮৬ রানের আরও একটি দুর্দান্ত ইনিংস খেলে রিচা ঘোষ এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে ইনিংস ঘোষণা করে ভারত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ