ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে সজনে ডাটা আমদানি

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১০:২২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১০:২২:৩৪ পূর্বাহ্ন
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে সজনে ডাটা আমদানি হিলি স্থলবন্দর দিয়ে সজনে ডাটা আমদানি
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা। দেশের বাজারে চাহিদা থাকায় এবং দেশীয় সজনে ডাটা না ওঠায় ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানিকৃত এই সবজিটি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ হচ্ছে। আসন্ন রমজানে চাহিদা আরো বাড়বে বলে জানান আমদানিকারকরা। প্রতি মেট্রিকটন আমদানিতে ১৫০ মার্কিন ডলার এবং কেজিতে ২০ টাকা হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। বন্দরের পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 
বগুড়া পাইকার আবদুল মমিন বলেন, ভারত থেকে আমদানি হওয়া সজনে ডাটা মান ভালো হওয়ায় এর চাহিদা বাড়ছে। আমি বন্দর থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে থাকি। মেসার্স রহমান টেডার্সের প্রতিনিধি মাহাবুব হোসেন জানান, গ্রীষ্মকালীন সবজি সজনে দেশের বাজারে আসতে এখনো অন্তত এক মাস সময় লাগবে। তাছাড়া ভারতীয় সজনে ডাটার মান ভালো হওয়ায় এর চাহিদা দেশ জুড়ে রয়েছে। সে কথা ভেবেই ভারত থেকে চলতি মাসের ১৩ তারিখে প্রথম সজনে ডাটা আমদানি করা হয়। এরপর চাহিদা বেশ ভালো থাকায় নিয়মিত সজনে ডাটা আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, দেশীয় সজনে ডাটা এখনো বাজারে আসেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সজনে ডাটার চাহিদা থাকায় ভারত থেকে আমদানি করা হচ্ছে।
এসব সজনে ডাটা ১৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। আর বন্দরে পাইকারি প্রকারভেদে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের জনংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, যেহেতু সজনে একটি কাঁচা পণ্য তাই আমদানিকৃত এই পণ্যটি যেন পচে না যায় সেজন্য দ্রুত পরিক্ষণ ও শুল্কায়ন করা হচ্ছে। হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্য মতে, চলতি মাসের ১৩ তারিখ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭টি ভারতীয় ট্রাকে ২৮৫ টন সজনে ডাটা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যা থেকে রাজস্ব আহরণ হয়েছে ৫২ লাখ টাকা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স