ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

হিলিবন্দরে বাণিজ্যে স্থবিরতা কষ্টে শ্রমিকরা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৩:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৩:১০:২৯ অপরাহ্ন
হিলিবন্দরে বাণিজ্যে স্থবিরতা কষ্টে শ্রমিকরা
একদিকে ডলার সংকট, অন্যদিকে ভারতে পণ্যের দাম বৃদ্ধিএর প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরেএতে আমদানি-রপ্তানি বাণিজ্য নেমে এসেছে অর্ধেকের নিচেআগে যেখানে দেড় থেকে ২০০ ট্রাকভর্তি পণ্য আমদানি হতো, সেখানে এখন তা নেমে এসেছে গড়ে ৩০টিতেআমদানি কমায় দুশ্চিন্তায় আছেন বন্দরের শ্রমিকরাআর আয় কমায় বন্দরের ব্যয়ভার চালানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষপ্রতিদিন ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করার পরেই ক্রেতা-বিক্রেতায় মুখরিত হয়ে উঠত পুরো বন্দর এলাকাঅথচ সেই চিত্র অনেকটাই পাল্টে গেছেস্থবির হয়ে পড়েছে এখানকার ব্যবসা-বাণিজ্যআমদানি কেন কম হচ্ছে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, ডলারের সংকটফলে চাহিদামতো ব্যাংকগুলো এলসি সরবরাহ করতে পারছে নাএলসি দেয়া পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছেডলারের দামও বাড়ছেযে দরে এলসি করা হচ্ছে, বিল ছাড়ার সময় অতিরিক্ত টাকা দিয়ে বিল ছাড়তে হচ্ছেএতে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরফলে অনেক কমে গেছে আমদানি-রপ্তানি বাণিজ্যহিলি স্থলবন্দরের আমদানিকারক ওহিদুর রহমান নিপোন বলেন, ‘আগে আমার প্রতিষ্ঠানে ১০টির মতো এলসি খোলা হতো, বর্তমানে তা প্রায় শূন্যে নেমেছেকোনো মাসে এক-দুইটা এলসি খোলা হলেও পরের মাসে নেইডলার সংকটের মধ্যে এলসি খুললেও দেখা যায়, বিল ছাড়তে গিয়ে লোকসানে পড়তে হচ্ছেবিল ছাড়তে গিয়ে দেখি ডলারের দাম বেশিফলে এলসি খুলে লোকসান হওয়ায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেনএ ছাড়া আমরা যেসব পণ্য আমদানি করি, একই পণ্য অন্যান্য বন্দর দিয়ে আমদানি করলে কমমূল্যে শুল্কায়নসহ অন্যান্য সুবিধা পাওয়া যায়কিন্তু হিলি দিয়ে সুবিধা তো দূরের কথা, উল্টো বাড়তি দামে শুল্কায়ন করা হয়ফলে আমদানির পরিমাণ অনেক কমে গেছেবন্দরশ্রমিক মুসলিম উদ্দিন বলেন, ‘আগে আমদানি-রপ্তানি বেশি হওয়ায় আমাদের আয় বেশি হতোবর্তমানে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে কম আসছে, এতে আমাদেরও কামাই-রোজগার কমে গেছেপ্রতিদিন সকালে আসি কামাই-রোজগার হবে ভেবেঅনেক সময় খালি হাতে ফিরতে হয় বাড়িতেকারণ এখন সারা দিনে ২০-২৫টি ট্রাকে পণ্য আমদানি হচ্ছেযেখানে শ্রমিক আছে তিন শতাধিকফলে সবার অবস্থা খারাপদিন শেষে ৪০ থেকে ৫০ টাকা করে জুটছে ভাগেকোনোদিন সেটিও হচ্ছে নাএ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি আমরাবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে মূলত পেঁয়াজ, আদা, রসুন, জিরা ও গোখাদ্য ছাড়াও বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকেকিন্তু দিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য কমে আসছেসিঅ্যান্ডএফ এজেন্ট অফিসের কর্মচারী কিরণ বলেন, ‘দিন দিন ব্যবসা-বাণিজ্য অনেক খারাপ হচ্ছেআমাদের অফিসের কর্মচারী ৯ জনআগে প্রতিদিন ৩০-৪০টি ট্রাকের পণ্য খালাস করতে পারতামতাতে কর্মচারীদের বেতন দিয়ে অফিসের লাভ হতোএখন সব মিলিয়ে বন্দরে ট্রাক ঢুকছে ২৫-৩০টিএতে অফিসের আয় তো দূরের কথা, কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খেতে হচ্ছে
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘দেশের মোট চাহিদার বেশিরভাগ পণ্য আমদানি হয় এ বন্দর দিয়েপ্রতিদিন দুই শতাধিক ট্রাকে চাল, ডাল, পেঁয়াজ, খৈল, ভুসি, ভুট্টা ও পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হতোদেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মকাণ্ডে ব্যস্ত থাকতো বন্দরকিন্তু দিন দিন স্থবিরতা নেমে এসেছে বন্দরেআমদানি কমায় আয় কমেছে শ্রমিকদেরএতে বিপাকে পড়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মীরাওএরইমধ্যে বন্দরের ৩৭ জন কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে ব্যয় কমানোর চেষ্টা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষহিলি কাস্টমসের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ১২ লাখ ৯৭ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিলসেখানে চলতি ২০২৩-২৪ অর্থবছরের গত ১১ মাসে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স