ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

তাসকিন মোস্তাফিজসহ লঙ্কা প্রিমিয়ার লিগে কে কোন দলে?

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৭:১১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৭:১১:০১ অপরাহ্ন
তাসকিন মোস্তাফিজসহ লঙ্কা প্রিমিয়ার লিগে কে কোন দলে?
স্পোর্টস ডেস্ক
গতকাল সোমবার শুরু হচ্ছে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)পাল্লেকেলেতে ক্যান্ডি ফ্যালকন্সের মুখোমুখি হবে তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্সএই দুইজন ছাড়াও তাসকিন আহমেদ খেলবেন লঙ্কান লিগেতিনি মাঠ মাতাবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়েপ্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাতানোর সুযোগ তার জন্যতাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ মঙ্গলবার
এবারের আসরে কে কোন দলে খেলছেন
ক্যান্ডি ফ্যালকন্স: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আশেন বান্দারা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুনারত্নে, পবন রথনায়েকে, চামাথ গোমেজ, চতুরাঙ্গা ডি সিলভা, কাবিন্দু পাথিরত্নে, লক্ষণ সান্দাকান, সাম্মু আশান, সালমান আলী আগা, মোহাম্মদ আলী, কাসুন রাজিথা
কলম্বো স্ট্রাইকার্স: থিসারা পেরেরা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, নিপুন ধনাঞ্জয়া, সাদিরা সামারাবিক্রমা (উইকেট কিপার), শাদাব খান, গ্লেন ফিলিপস, চামিকা গুনাসেকারা, দুনিথ ভেল্লালাগে, রহমানুল্লাহ গুরবাজ, তাসকিন আহমেদ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন ড্যানিয়েল, বিনুরা ফার্নান্দো, গারুকা সংকেত, মাথিশা পাথিরানা, শেহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইসিথা উইজেসুন্দারা, মোহাম্মদ ওয়াসিম, আল্লাহ গাজানফার
ডাম্বুলা সিক্সার্স: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু উদারা (উইকেটরক্ষক), লাহিরু উদারা (উইকেটরক্ষক), লাহিরু উদারা, নুয়ান ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, নুয়ান প্রদীপ, লাহিরু মাদুশঙ্কা, নুয়ান প্রদীপ, নুয়ান প্রদীপ, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিকস, মার্ক চ্যাপম্যান, সচিত্র জয়তিলাকে, তাওহীদ হৃদয়, নিমেশ বিমুখি, নুয়ান ধনঞ্জয়া, মোস্তাফিজুর রহমান
গল মার্ভেলস: নিরোশান ডিকভেলা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, লাসিথ ক্রসপুলে, মহেশ থিকশানা, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, জানিথ লিয়ানাগে, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আরাচ্চিগে, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, শন উইলিয়ামস, জহুর খান, মালশা থারুপতি, সাদিশা রাজাপাকসে, মোহাম্মদ সিরাজ, ইসুরু উদানা, ধনঞ্জয়া লক্ষণ, পাসিন্দু সুরিয়াবান্দারা, কাবিন্দু নাদিশান, মুজিব উর রহমান, চামিন্দু উইজেসিংহে, জেফরি ভ্যান্ডারসে
জাফনা কিংস: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), বিজয়কান্ত ভিয়াসকান্ত, কুশল মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, রাইলি রুশো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন বেহরেনডর্ফ, আসিথা ফার্নান্দো, ভিশাদ রন্ডিকা (উইকেটরক্ষক), লাহিরু সামারাকুন, এশান মালিঙ্গা, অ্যালেক্স রস, আহান বিক্রমাসিংহে, ওয়ানুজা সাহান, মুরভিন অবিনাশ, অরুল প্রগাজম, পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা (উইকেটরক্ষক), থিসান ভিথুশান, নিসালা থারাকা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য