ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
নকশায় ত্রুটি

চুয়াডাঙ্গায় রেল ওভারপাসের ব্যয় বেড়েছে ১১ কোটি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ১১:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ১১:৪০:৩৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় রেল ওভারপাসের ব্যয় বেড়েছে ১১ কোটি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের নকশায় ত্রুটি সংশোধনে ব্যয় বেড়েছে আরও ১১ কোটি টাকানতুন নকশায় বেড়েছে ওভারপাসের র‌্যাম্পের আয়তনসেই সঙ্গে কাজ শেষের মেয়াদ বেড়েছে আরও এক বছরপ্রায় বছর খানেক ধরে চলা নির্মাণ কাজে এখন অনেকটাই দৃশ্যমান দৃষ্টিনন্দন ওভারপাসএকের পর এক বসছে স্প্যানএদিকে অভিযোগ উঠেছে, নির্মাণ কাজ চলছে ধীরগতিতেভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষএ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কাজ শেষ হয়েছে প্রায় ৪০ শতাংশনির্ধারিত সময়ের আগেই বাকি কাজ শেষ হবেজানা গেছে, যানজট কমানো ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনসহ নানা সমস্যা সমাধানে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ চলছে২০২২ সালের ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে ওভারপাস নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দরপত্র আহ্বান করেঢাকা বনানীর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনডিই) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়৭৪৮ দশমিক ৬৯৬ মিটার আয়তনের এ অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৭৫ কোটি ১১ লাখ ৭ হাজার টাকাআনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় ২০২৩ সালের ১২ আগস্টপ্রথম কার্যাদেশ অনুযায়ী, কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসেকাজ শুরুর পর প্রথম দিকে বেশ দ্রুত গতিতেই চলছিল নির্মাণ কাজজানা গেছে, নির্মাণ কাজ চলাকালেই বিপত্তি দেখা দেয় ওভারপাসের নকশার র‌্যাম্পের আয়তন নিয়েদু প্রান্তের র‌্যাম্পের নকশায় প্রথমে আয়তন ধরা হয়েছিল ৩৩০ মিটারএতে ওভারপাসে উঠতে সংযোগ পথ অনেকটা খাড়াখাড়ি হচ্ছিলএজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) পাঠানো হয়সংশোধিত নকশায় ওভারপাসে উঠতে সংযোগ সড়ক অর্থাৎ র‌্যাম্পের আয়তন বাড়ানো হয়েছেদুপ্রান্তে র‌্যাম্পের আয়তন বেড়েছে আরও ১১২ মিটারএতে নতুন করে আরও ব্যয় বেড়েছে ১০ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার টাকাএ অবকাঠামো নির্মাণে এখন মোট ব্যয় দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ ১ হাজার টাকায়সেই সঙ্গে সময়ও বেড়েছে আগামী ২০২৫ সালের জুন মাস পর্যন্তব্যয় ও সময়ের সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিঅভিযোগ, কাজ ধীরগতিতে হচ্ছে বলে এ এলাকায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন তারাদ্রুতই উন্নয়নের ভোগান্তি লাঘবের দাবি তাদেরখান ফয়সাল নামে এক যুবক বলেন, প্রথমদিকে ওভারপাসের কাজ দ্রুত গতিতেই চলছিলকিন্তু মাঝপথে এসে কাজ স্লো হয়ে গেছেএজন্য এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছেরাস্তা খুড়ে রাখায় যখন তখন ছোটবড় দুর্ঘটনা ঘটছেইজিবাইকচালক ইয়াসিন হোসেন বলেন, এ রাস্তায় সহজে চলাচল করা যাচ্ছে নাআবার যদি কাজ শেষ হতে আরও এক বছর লেগে যায়, তাহলে যাতায়াত করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হবেদ্রুত কাজ শেষ হলে চলাচলে গতি ফিরবেতবুও রেলওয়ে ওভারপাসের জন্য দিন গুণছেন জেলাবাসীভোগান্তি পেরিয়ে স্বস্তির অপেক্ষায় রয়েছেন তারাচুয়াডাঙ্গা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন জানান, এখন চলাচল করতে কিছুটা কষ্ট পোহাতে হচ্ছেকিন্তু ওভারপাসের কাজ শেষ হলে সে সমস্যা আর থাকবে নাতখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেনতখন মানুষের কর্মঘণ্টাও বাঁচবেএ ব্যাপারে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক খন্দকার গোলাম মোস্তফা বলেন, ওভারপাসের কাজ ৪০ শতাংশ শেষ হয়েছেবাকি কাজের জন্য সময় রয়েছে আগামী বছরের জুন মাস পর্যন্তআমাদের আশা, এর আগেই অর্থাৎ আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যেই কাজ সম্পন্ন হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য