ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র

রাওয়ালপিন্ডি ও করাচিতে বাংলাদেশের টেস্ট

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২১:৪০ অপরাহ্ন
রাওয়ালপিন্ডি ও করাচিতে বাংলাদেশের টেস্ট

স্পোর্টস ডেস্ক
পাকিস্তানে সবশেষ সফরে বাংলাদেশের দুটি টেস্টের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি ও করাচিএবারও সেই দুই মাঠেই রাখা হয়েছে বাংলাদেশের দুই টেস্ট ম্যাচআইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজটির সূচি শুক্রবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি খেলতে আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে যাবে বাংলাদেশ দলবাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে আগামী মৌসুম শুরু করবে পাকিস্তান২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্টএমনিতে দেশের মাঠে অগাস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলে না পাকিস্তানএই সময়টায় প্রচণ্ড গরম থাকে, তাপমাত্রাও থাকেও অনেক বেশিঅনেক সময় আবার বৃষ্টিও প্রচুরতবে এই মৌসুমে পাকিস্তান ক্রিকেটের ব্যস্ততা অনেক, চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে তারাঅগাস্ট থেকেই তাই শুরু হচ্ছে তাদের যাত্রানিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে অগাস্ট মাসে তারা আগে স্রেফ দুটি টেস্ট খেলেছেদুটিই বাংলাদেশের বিপক্ষে ২০০৩ সালেরাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শেষে ৩০ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট করাচিতে২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশপরে কোভিডের কারণে করাচিতে দ্বিতীয় টেস্ট আর হয়নিএবার এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তুমুল ব্যস্ত সময়ও শুরু হবেপাকিস্তান থেকে ফেরার কয়েকদিন পরই ভারত সফরে যবে দলসেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও আছেভারত থেকে ফেরার পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হবে অক্টোবর-নভেম্বরেএরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরপূর্ণাঙ্গ সেই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও আছেদেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি ছাড়া অন্যান্য সিরিজগুলির সূচি চূড়ান্ত হয়ে গেছেপাকিস্তানে এখনও পর্যন্ত ৫ টেস্ট খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও পর্যন্ত ৪ টেস্ট খেলে ১ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১২৯ দলের আসরে বাংলাদেশ এখন আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে৫ ম্যাচের ২টি জিতে পাকিস্তান আছে ৫ নম্বরেবাংলাদেশের বিপক্ষে সিরিজের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তানএরপর অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে সীমিত ওভারের সফরে যাবে তারা, পূর্ণাঙ্গ সফর আছে দক্ষিণ আফ্রিকাদেশের মাঠে আবার তারা টেস্ট খেলবে জানুয়ারিতেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি দুই ম্যাচেরফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে তারাসব দল একবার করে পরস্পরের মুখোমুখি হয়ে সেরা দুই দল খেলবে ফাইনালেগোটা সিরিজই হবে মুলতানেমূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সিরিজটি হবেপাকিস্তানের মূল ভেন্যুগুলোর একটি লাহোরে কোনো সিরিজের কোনো ম্যাচ রাখা হয়নিমূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে সেখানে১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য