ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

মাস সেরার লড়াইয়ে বুমরাহ-রোহিত ও গুরবাজ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০৭:২২:৫৪ অপরাহ্ন
মাস সেরার লড়াইয়ে বুমরাহ-রোহিত ও গুরবাজ

স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার জয়ী জাসপ্রিত বুমরাহর সামনে আরেকটি স্বীকৃতির হাতছানিআইসিসির প্লেয়ার অব দা মান্থ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের এই তারকা পেসারজুন মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী সতীর্থ রোহিত শার্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজগত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসিনারী ক্রিকেটারদের জুন মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা
জাসপ্রিত বুমরাহ (ভারত)
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটে বুমরাহরভারতের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ডানহাতি এই পেসারেরগত মাসের বৈশ্বিক আসরে মাত্র ৮.২৬ গড় ও ওভারপ্রতি ৪.১৭ রান খরচায় ১৫ শিকার তারচিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনিবারবাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিং করেন বুমরাহ, ১৮ রান দিয়ে ধরেন দুই শিকারবিশ্বকাপ সেরা দলে অনুমিতভাবেই আছেন তিনিএবার জায়গা করে নিয়েছেন মাস সেরার লড়াইয়ে
রোহিত শার্মা (ভারত)
৫২ রানের অপরাজিত ইনিংস খেলে বিশ্বকাপ শুরুর পর মাঝে কিছুটা ছন্দ হারিয়ে ফেলেন রোহিতএরপর ফের আলো ছড়ান ভারত অধিনায়কসুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৯২ রান বিধ্বংসী ইনিংসপরে সেমি-ফাইনালে ইংল্যান্ড ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৭ রানফাইনালে অবশ্য ব্যর্থ হন ভারত অধিনায়ক, করেন কেবল ৯ রানটুর্নামেন্টে সব মিলিয়ে রোহিতের রান ২৫৭স্ট্রাইক রেট ১৫৬.৭০ ও ব্যাটিং গড় ৩৬.৭১সঙ্গে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে দলকে তিনি এনে দেন ১৩ বছর পর আইসিসির কোনো শিরোপা
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানের সেমি-ফাইনালে খেলার পথে বড় অবদান রাখেন গুরবাজ৮ ম্যাচে ২৮১ রান নিয়ে এই ওপেনার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কিপার-ব্যাটসম্যানপ্রথম দুই ম্যাচে ৭৬ ও ৮০ রানের ইনিংস খেলে বিশ্বকাপে পথচলা শুরু করেন গুরবাজপরে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচেও খেলেন ৬০ রানের চমৎকার ইনিংস
মায়া বুশিয়ে (ইংল্যান্ড)
গত মার্চের সেরা নারী ক্রিকেটার হওয়া বুশিয়ে ফের জায়গা করে নিলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ইংলিশ এই ব্যাটার৬৭ রানে ইনিংস খেলে সিরিজ শুরু করেন তিনিপরের ম্যাচে খেলেন ৮৮ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংসআন্তর্জাতিক ক্রিকেটে যা তার প্রথম সেঞ্চুরিতার চমৎকার পারফরম্যান্সে জুনে খেলা দুই ওয়ানডেই জিতে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলে ইংল্যান্ড
স্মৃতি মান্ধানা (ভারত)
মাস সেরার লড়াইয়ে এনিয়ে দ্বিতীয়বার জায়গা পেলেন মান্ধানাভারতের তারকা ব্যাটার এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও সেবার জিততে পারেননি এই স্বীকৃতিদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্সে এবার অধরা অর্জনটিতে নাম লেখানোর হাতছানি তার সামনেগত মাসে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দেন মান্ধানাতিন ম্যাচের দুটিতেই করেন সেঞ্চুরি, ১১৭ ও ১৩৬আরেকটিতে অল্পের জন্য পাননি তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া, আউট হন ৯০ রানেএরপর মাসের শেষ দিকে টেস্টে ১৪৯ রানের চমৎকার ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার
ভিশ্মি গুনারাত্নে (শ্রীলঙ্কা)
২০২২ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভিশ্মি আলো ছড়িয়েই যাচ্ছেনলঙ্কান এই ওপেনার গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনটি করে ম্যাচ খেলেনদুই সংস্করণেই হাসে তার ব্যাটওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে তার রান ৪০, ৫০ ও ৪৪ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সিরিজে সেরা ক্রিকেটার হন তিনিএরপর টি-টোয়েন্টি তিনটিতে করেন ৩৫, ২৪ ও ২ রানআইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটারভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাতারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটেসেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য