ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৮:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ১২:২৪:২৬ পূর্বাহ্ন
দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ
দেশে জাতীয়ভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত বাহকের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশএর মধ্যে মহিলার সংখ্যা ১১ দশমিক ২ শতাংশ এবং পুরুষের সংখ্যা ১১ দশমিক ৯ শতাংশ১৪ থেকে ৩৫ বছর বয়সী বিবাহি ও অবিবাহিত জনগোষ্ঠির মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়এটি ৮ হাজার ৬৮০ জনের ওপর জরিপ করেছেনগতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪শের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছেএ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারবিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানপ্রতিবেদন উপস্থাপন করেন ফোকাল পয়েন্ট কর্মকর্তা লিজেন শাহ নঈমবক্তব্য রাখেন বিবিএসের উপমহাপরিচালক ওবায়দুল ইসলামপ্রতিবেদনে বলা হয়েছে, থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা সবচেয়ে বেশি রংপুরে ২৭ দশমিক ৭ শতাংশদ্বিতীয় স্থানে আছে রাজশাহীতে ১১ দশমিক ৩ শতাংশতৃতীয় স্থানে আছে চিটাগাংয়ে ১১ দশমিক ২ শতাংশএ ছাড়া ময়মনসিংহে ৯ দশমিক ৮ শতাংশখুলনা ৮ দশমিক ৬ শতাংশঢাকা ৮ দশমিক ৬ শতাংশবরিশাল ৭ দশমিক ৩ শতাংশসিলেটে সব চেয়ে কম ৪ দশমিক ৮ শতাংশপ্রতিবেদনে আরও বলা হযেছে, দেশে হেপাটাইসিস বি আক্রান্তের সংখ্যা এক দশমিক ২ শতাংশ এবং হেপাটাইসিস সি আক্রান্তের সংখ্যা শূন্য দশমিক শূন্য ৫ শতাংশপরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান বলেন, ‘বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বিয়ে করা দরকারতাহলে ভবিষ্যত প্রজন্মে এ রোগ কমে যাবেএত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সার্ভে করেছেছোট দিয়ে আমরা বড় সার্ভে করতে পারবকষ্ট নিবারণ করতে পারি নাআমাদের কাছে সাহায্যে চাইলে ৫ হাজার ৭ হাজার টাকা সাহায্য করিএর চেয়ে বেশি করতে পারি নাপরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগের সচিব বলেন, ‘থ্যালাসেমিয়া রোগ নির্মূল করা সম্ভবযদি বাহক টু বাহক বিবাহ বন্ধ করা যায়এজন্য একটা নীতিমালা থাকা দরকারস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি নেইআমরা সরকারি বেসরকারি জেলা পর্যায়ে সব জায়গাতেই সচেতন থাকার চেষ্টা করি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স