ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চঞ্চল চৌধুরী

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:১৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:১৫:২৬ অপরাহ্ন
অল্পের জন্য প্রাণে বাঁচলেন চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক
আমেরিকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হলো দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরীচঞ্চলের সঙ্গে সেখানে আরো ছিলেন ওপার বাংলার নামিদামি তারকারাএর মাঝেই ঘটল অঘটন! ভোর সাড়ে পাঁচটায় আমচকাই হোটেলে বেজে উঠল ফায়ার অ্য়ালার্মকেউ তখন গভীর ঘুমে, কেউ রাতের পার্টি সেরে মাত্রই শুয়েছেনএর মধ্যেই এই কাণ্ড! ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে ছুটতে হয়েছে সবাইকে! বর্তমানে যুক্তরাস্ট্রের শিকাগোতে একটি পাঁচতারকা হোটেলে রয়েছেন চঞ্চল চৌধুরীবঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন অভিনেতাতারা যে হোটেলে অবস্থান করছিলেন সেখানের একটি কক্ষে গত শনিবার (স্থানীয় সময়) ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগেঘটনার বর্ণনা দিতে গিয়ে চঞ্চল দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ভোরবেলা হোটেলের প্রতিটি রুমের অ্যালার্ম বেজে গেলকেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিলওইটা নিয়েকলকাতা ও ঢাকা থেকে একটা বিশাল টিম আসছিসবাই শুধু পাসপোর্ট নিয়ে বের হতে পারলেই বেঁচে যায়লাগেজ রেখে নিচে নেমে পড়িলিফট বন্ধ হয়ে গেলপরে সিঁড়ি দিয়ে নামতে হয়এই অ্যালার্ম ২০ মিনিটের মতো বাজতে থাকলতারপর থামলএর মধ্যে সবাই লবিতে জড়ো হলোপরে অ্যালার্ম যখন থামল, তখন সবাই আবার সিঁড়ি বেয়ে যার যার রুমে যায়ঘটনাটি কারিগরি ত্রুটি উল্লেখ করে চঞ্চল বলেন, ‘পরে জানতে পেরেছি, এটা কারিগরি ত্রুটি ছিল, কোনো একটা কারণে বেজে ওঠেসাধারণত হোটেলে ধূমপান করলে এভাবে বেজে ওঠেপুরোপুরি টেকনিক্যাল সমস্যাঅত রাতে রিসিপশনেও কাউকে পেলাম নাযখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল, যার যার মতো করে যার যার রুমে চলে গেলাম আরকিভারতীয় অভিনেতা অরিন্দম জানিয়েছেন, গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচ তলা হোটেল রুম থেকে নীচে নামেন তিনিসবচেয়ে বিপদে পড়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্করতিনি না পারছেন সিঁড়ি ভাঙতে, না পারছেন কোথাও দাঁড়াতেব্যথা নিয়ে কোনোমতে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে নেমেছেনভারতীয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, আমরা সবাই হইহই করতে করতে সিঁড়ি দিয়ে নামলামপ্রত্যেকে কিংকর্তব্যবিমূঢ়সবার একটাই চিন্তা, যে করে হোক প্রাণে বাঁচতে হবেটানা তিন দিনের বঙ্গ সম্মেলনের আয়োজন শেষ হয়েছে গত শনিবারসেখানে চঞ্চল চৌধুরীসহ ওপার বাংলার সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেনতবে এই ঘটনায় কেউ কোনোরকম ক্ষতির সম্মুখীন হননি বলে জানা গেছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য