ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

আন্তর্জাতিক মানের ক্রিকেটার বাংলাদেশে খুবই কম: সাইফউদ্দিন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২১:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক মানের ক্রিকেটার বাংলাদেশে খুবই কম: সাইফউদ্দিন
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে খুব বেশি কিছু করতে হয় নানিজে ভালো না করেও অন্যের খারাপ পারফরম্যান্সে আপনাআপনি সুযোগ তৈরি হয়ে যায়পাইপলাইনে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের ক্রিকেটার না থাকার কারণেই এমনটা হয় বলে মোহাম্মদ সাইফউদ্দিনের মতামতরোববার  মিরপুরে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেছেন, ‘আমি যদি ফিট থাকি সুযোগ আসবেঅন্যান্য দেশের দিকে তাকালে দেখবেন, অনেক বেশি প্রতিযোগিতাআমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে, আমার মনে হয় ২০ থেকে ২৫ জন ২০২২ সালে ইনজুরিতে পড়ার পর অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন সাইফউদ্দিনএরপর চলতি বছরের শুরুতে বিপিএলে দারুণ পারফরম্যান্স করে ফিরেছিলেন জাতীয় দলেজিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেনজিম্বাবুয়ে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েও বিশ্বকাপের বিমানে উঠতে পারেননি তিনিতার বদলি হিসেবে নেওয়া হয় তানজিম হাসান সাকিবকেবল হাতে বিশ্বকাপের মঞ্চে দারুণ করেছেন এই পেসার৭ ম্যাচে তার শিকার ১৪ উইকেটজুনিয়র সাকিবের প্রশংসা করে সাইফউদ্দিন বলেছেন, ‘তানজিম সাকিব অসাধারণ খেলেছে৷ আমার সতীর্থ সে, আবাহনীতে আমরা একসঙ্গে খেলেছিআসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবেএটার জন্য খুব বেশি চিন্তা না করে কীভাবে আরও ভালো কিছু করা যায় সেদিকে চেষ্টা করবোপ্রত্যেকটা ক্রিকেটারের দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাইফউদ্দিন বলেন, 'না অবশ্যই ভালো খেলেছেযদিও আরও ভালো খেললে আরও ভালো লাগতোতারপরও ওভারঅল ভালো লেগেছেলাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনাল খেলার, ভালো সুযোগও ছিলহয়তো বা হয়নিতারপরও ওদের চেষ্টার প্রশংসা করি আমিঅবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই' এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে খেললেও কোনোবারই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশঅন্য দলগুলো যেখানে উন্নতি করছে, বাংলাদেশের ক্রিকেট যেন পেছনের পথেই হাঁটছেঅনেক দিন ধরেই শিরোপা খরায় ভুগছিল ভারত১১ বছর আইসিসির কোনো ট্রফি জিতেছে তারারোহিত শর্মারা শিরোপা জেতার পর দিল্লি, মুম্বাইসহ পুরো দেশেই উৎসব হয়েছেসাইফউদ্দিনের স্বপ্ন, বাংলাদেশেও একদিন এমন কিছু হবে, ‘যেমন ভারত অনেক সেলিব্রেশন করেছে বিশ্বকাপ জয়ের পর, এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়অবশ্যই ইনশাআল্লাহ, আমরাও মাঝেমধ্যে চিন্তা করি কবে এরকম চ্যাম্পিয়ন হবো, দেশের মানুষের সঙ্গে এরকম উদযাপন করবোমানুষ তো, স্বপ্ন দেখতে দোষ নেইআমরাও দেখি'
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য