ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

তাসকিনের ২ উইকেট, উইকেটশূন্য মুস্তাফিজ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২২:১৯ অপরাহ্ন
তাসকিনের ২ উইকেট, উইকেটশূন্য মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
এলোমেলো বোলিংয়ে প্রথম ওভারে ২১ রান দিলেন তাসকিন আহমেদএরপর নিজেকে কিছুটা গুছিয়ে নিলেন তিনিকোটার শেষ ওভারে পেলেন দুই উইকেটলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) তার প্রতিপক্ষ দলে মুস্তাফিজুর রহমান পার করলেন ভীষণ বাজে একটি দিনপঞ্চাশের বেশি রান দিয়ে থাকলেন উইকেটশূন্যবল হাতে নিজে খারাপ করলেও দিনশেষে জয়ের স্বাদ পেয়েছেন মুস্তাফিজডাম্বুলায় রোববার তাসকিনদের কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জেতে মুস্তাফিজদের ডাম্বুলা সিক্সার্স১৮৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলাটস জিতে আগে বোলিং নেওয়া ডাম্বুলার হয়ে ৪ ওভারে ৫৩ রান দেন মুস্তাফিজ৫ ছক্কার সঙ্গে দুটি চার হজম করেন তিনি, ডট দিতে পারেন ৯টিদলটির হয়ে সবচেয়ে বেশি রান খরচ করেন বাঁহাতি এই পেসারবাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিনএক ছক্কার সঙ্গে ৫টি চার আসে তার বল থেকে১১টি দেন ডটকলম্বোর আর কোনো বোলার নিতে পারেননি উইকেটএবারের এলপিএলে এখন পর্যন্ত পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ ম্যাচের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে প্রথম দুটি দেন ডটপরের ডেলিভারিটি ছিল শর্ট, পুল করেন অ্যাঞ্জেলো পেরেরা, তার ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে হয় ছক্কাশেষ তিন বলে এক রান দেন তিনিপাওয়ার প্লের শেষ ওভারের শুরুটা দারুণ করেন মুস্তাফিজকিন্তু পরে হারিয়ে ফেলেন ছন্দপ্রথম দুটি ডট দেওয়ার পর শেষ চার বলে হজম করেন দুটি বাউন্ডারিসঙ্গে একটি সিঙ্গেলে ওভারটি থেকে আসে ৯ রানসপ্তদশ ওভারে বোলিংয়ে এসে ১৭ রান খরচ করেন মুস্তাফিজপ্রথম তিন বলে চার রান দিয়ে পরের ডেলিভারিটি করেন ওয়াইড, সঙ্গে বাই থেকে আসে চার রানপরের দুই বলে দুই রান দিয়ে ভালো শেষের আশায় ছিলেন তিনিকিন্তু শেষ বলে তাকে ছক্কায় ওড়ান চামিকা কারুনারাত্নে১৯তম ওভারে গ্লেন ফিলিপস ও কারুনারাত্নে মিলে মুস্তাফিজের ওপর ঝড় বইয়ে দেনপ্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে বল মাঠের বাইরে উড়িয়ে ফেলেন ফিলিপসদুই বল পর আরেকটি ছক্কা মারেন তিনি একই জায়গা দিয়েপরের বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজকিন্তু শর্ট থার্ডম্যানে ফিলিপসের ক্যাচ ছাড়েন নুয়ান প্রদিপ, আসে একটি সিঙ্গেলস্ট্রাইক পেয়ে মুস্তাফিজের স্লোয়ার বল কাউ কর্নার দিয়ে ছক্কায় ওড়ান কারুনারাত্নেওভারটিতে ২০ রান দেন মুস্তাফিজআগের ম্যাচে এক উইকেট নেওয়া তাসকিনের শুরুটা হয় দুঃস্বপ্নের মতোইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দেন ২১ রান১০ বলের ওভারে চারটি ওয়াইড দেন তিনি, যার দুটিতে লেগ সাইড দিয়ে বাই থেকে হয় বাউন্ডারিএ ছাড়া তাকে দুটি চার মারেন কুসাল পেরেরানিজের দ্বিতীয় ওভারেও ভালো করতে পারেননি তাসকিনতার করা ইনিংসের পঞ্চম ওভারে আসে ১২ রানতবে একটি চার আসে বাই থেকেওভারের দ্বিতীয় বলে তাকে ছক্কায় ওড়ান রিজ হেনড্রিকসত্রয়োদশ ওভারে ফের বোলিংয়ে আসা তাসকিনকে প্রথম ডেলিভারিতে চার মারেন কুসাল পেরেরাদুই বল পর আরেকটি বাউন্ডারি হজম করেন তিনি হেনড্রিকসের ব্যাটেসঙ্গে দুই সিঙ্গেলে ওভারটিতে দেন ১০ রানকোটার শেষ ওভারটিও প্রথম বলে চার দিয়ে শুরু করেন তাসকিনপরের পাঁচ বলে দারুণ বোলিংয়ে ২ রান দিয়ে ধরেন দুই শিকারওভারে চতুর্থ ডেলিভারিতে ছক্কার চেষ্টায় মিডউইকেট বাউন্ডারিতে ধরা পড়েন হেনড্রিকসশেষ বলে তার স্লোয়ারে স্কয়ার লেগে ক্যাচ দেন কুসাল পেরেরাআগের ম্যাচে ৮০ রান করা হেনড্রিকস এবার করেন ৩ ছক্কা ও ৪টি চারে ৩৯ বলে ৫৪তার উদ্বোধনী জুটির সঙ্গী কুসাল পেরেরা ৪ ছক্কা ও ৮ চারে খেলেন ৮০ রানের চমৎকার ইনিংসকলম্বোর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন আগের ম্যাচে ৭০ রান করা গ্লেন ফিলিপস
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য