ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

তাসকিনের ২ উইকেট, উইকেটশূন্য মুস্তাফিজ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২২:১৯ অপরাহ্ন
তাসকিনের ২ উইকেট, উইকেটশূন্য মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
এলোমেলো বোলিংয়ে প্রথম ওভারে ২১ রান দিলেন তাসকিন আহমেদএরপর নিজেকে কিছুটা গুছিয়ে নিলেন তিনিকোটার শেষ ওভারে পেলেন দুই উইকেটলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) তার প্রতিপক্ষ দলে মুস্তাফিজুর রহমান পার করলেন ভীষণ বাজে একটি দিনপঞ্চাশের বেশি রান দিয়ে থাকলেন উইকেটশূন্যবল হাতে নিজে খারাপ করলেও দিনশেষে জয়ের স্বাদ পেয়েছেন মুস্তাফিজডাম্বুলায় রোববার তাসকিনদের কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জেতে মুস্তাফিজদের ডাম্বুলা সিক্সার্স১৮৬ রানের লক্ষ্য তাড়ায় ১৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলাটস জিতে আগে বোলিং নেওয়া ডাম্বুলার হয়ে ৪ ওভারে ৫৩ রান দেন মুস্তাফিজ৫ ছক্কার সঙ্গে দুটি চার হজম করেন তিনি, ডট দিতে পারেন ৯টিদলটির হয়ে সবচেয়ে বেশি রান খরচ করেন বাঁহাতি এই পেসারবাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিনএক ছক্কার সঙ্গে ৫টি চার আসে তার বল থেকে১১টি দেন ডটকলম্বোর আর কোনো বোলার নিতে পারেননি উইকেটএবারের এলপিএলে এখন পর্যন্ত পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ ম্যাচের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে প্রথম দুটি দেন ডটপরের ডেলিভারিটি ছিল শর্ট, পুল করেন অ্যাঞ্জেলো পেরেরা, তার ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে হয় ছক্কাশেষ তিন বলে এক রান দেন তিনিপাওয়ার প্লের শেষ ওভারের শুরুটা দারুণ করেন মুস্তাফিজকিন্তু পরে হারিয়ে ফেলেন ছন্দপ্রথম দুটি ডট দেওয়ার পর শেষ চার বলে হজম করেন দুটি বাউন্ডারিসঙ্গে একটি সিঙ্গেলে ওভারটি থেকে আসে ৯ রানসপ্তদশ ওভারে বোলিংয়ে এসে ১৭ রান খরচ করেন মুস্তাফিজপ্রথম তিন বলে চার রান দিয়ে পরের ডেলিভারিটি করেন ওয়াইড, সঙ্গে বাই থেকে আসে চার রানপরের দুই বলে দুই রান দিয়ে ভালো শেষের আশায় ছিলেন তিনিকিন্তু শেষ বলে তাকে ছক্কায় ওড়ান চামিকা কারুনারাত্নে১৯তম ওভারে গ্লেন ফিলিপস ও কারুনারাত্নে মিলে মুস্তাফিজের ওপর ঝড় বইয়ে দেনপ্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে বল মাঠের বাইরে উড়িয়ে ফেলেন ফিলিপসদুই বল পর আরেকটি ছক্কা মারেন তিনি একই জায়গা দিয়েপরের বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজকিন্তু শর্ট থার্ডম্যানে ফিলিপসের ক্যাচ ছাড়েন নুয়ান প্রদিপ, আসে একটি সিঙ্গেলস্ট্রাইক পেয়ে মুস্তাফিজের স্লোয়ার বল কাউ কর্নার দিয়ে ছক্কায় ওড়ান কারুনারাত্নেওভারটিতে ২০ রান দেন মুস্তাফিজআগের ম্যাচে এক উইকেট নেওয়া তাসকিনের শুরুটা হয় দুঃস্বপ্নের মতোইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দেন ২১ রান১০ বলের ওভারে চারটি ওয়াইড দেন তিনি, যার দুটিতে লেগ সাইড দিয়ে বাই থেকে হয় বাউন্ডারিএ ছাড়া তাকে দুটি চার মারেন কুসাল পেরেরানিজের দ্বিতীয় ওভারেও ভালো করতে পারেননি তাসকিনতার করা ইনিংসের পঞ্চম ওভারে আসে ১২ রানতবে একটি চার আসে বাই থেকেওভারের দ্বিতীয় বলে তাকে ছক্কায় ওড়ান রিজ হেনড্রিকসত্রয়োদশ ওভারে ফের বোলিংয়ে আসা তাসকিনকে প্রথম ডেলিভারিতে চার মারেন কুসাল পেরেরাদুই বল পর আরেকটি বাউন্ডারি হজম করেন তিনি হেনড্রিকসের ব্যাটেসঙ্গে দুই সিঙ্গেলে ওভারটিতে দেন ১০ রানকোটার শেষ ওভারটিও প্রথম বলে চার দিয়ে শুরু করেন তাসকিনপরের পাঁচ বলে দারুণ বোলিংয়ে ২ রান দিয়ে ধরেন দুই শিকারওভারে চতুর্থ ডেলিভারিতে ছক্কার চেষ্টায় মিডউইকেট বাউন্ডারিতে ধরা পড়েন হেনড্রিকসশেষ বলে তার স্লোয়ারে স্কয়ার লেগে ক্যাচ দেন কুসাল পেরেরাআগের ম্যাচে ৮০ রান করা হেনড্রিকস এবার করেন ৩ ছক্কা ও ৪টি চারে ৩৯ বলে ৫৪তার উদ্বোধনী জুটির সঙ্গী কুসাল পেরেরা ৪ ছক্কা ও ৮ চারে খেলেন ৮০ রানের চমৎকার ইনিংসকলম্বোর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন আগের ম্যাচে ৭০ রান করা গ্লেন ফিলিপস
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ