ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সাফল্যের ঠিকানায় কুকুরেইয়া

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:০২ অপরাহ্ন
সাফল্যের ঠিকানায় কুকুরেইয়া
স্পোর্টস ডেস্ক
এবারের ইউরোতে স্পেনের হয়ে নজর কেড়েছেন বেশ কজনইতাদের মধ্যে ওপরের দিকেই থাকবেন মার্ক কুকুরেইয়াটুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা ছিল স্রেফ তিন ম্যাচেরএখন তিনি দলের ভরসাগোটা আসরের আলোচিত নামগুলির একটিকয়েক মাস আগেও যদি কেউ বলত, এভাবে ইউরো মাতাবেন কুকুরেইয়া, অনেকেরই হয়তো চোখ কপালে উঠতএখন সেটিই বাস্তব২৫ বছর বয়সী এই ডিফেন্ডার চমকে দিয়েছেন অনেককেইতিনি নিজে অবশ্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন এই সময়টির জন্যফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালের আগে তৃপ্ত কণ্ঠে তিনি জানালেন, নিভৃতে অনেক পরিশ্রম করেই সাফল্যের আলোয় তিনি উদ্ভাসিত হতে পেরেছেনএস্পানিওল ও বার্সেলোনার একাডেমি হয়ে বার্সেলোনার বি দল পর্যন্ত আসতে পেরেছিলেন তিনিমূল দলে জায়গা পাননিধারে খেলেছেন এইবার ও গেতাফেতেপরে গেতাফে থেকে ২০২১ সালে ইংলিশ ফুটবলেপাড়ি জমান ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়েপ্রথম মৌসুমেই ক্লাবের সেরা ফুটবলারের পুরস্কার জেতেনতার দিকে নজর পড়ে বড় ক্লাবগুলিরসেখানে সফল হয় চেলসি২০২২ সালে ক্লাব রেকর্ড ৬ কোটি ২০ লাখ পাউন্ডে তাকে চেলসির হাতে তুলে দেয় ব্রাইটনকুকুইরেইয়ার স্বপ্নের সীমানাও বড় হতে থাকেকিন্তু বড় ক্লাবে আসার পর তা সঙ্কুচিত হতেও সময় লাগেনিমানিয়ে নিতেই হিমশিম খাচ্ছিলেনপ্রথম মৌসুম কেটে যায় বিবর্ণ অস্থিরতায়গত মৌসুমের শুরুটায় হানা দেয় চোটসব মিলিয়ে যেন হারিয়েই যাচ্ছিলেন তিনিতবে চোট থেকে ফেরার পর ক্রমে ছন্দে ফিরেতে থাকেন তিনিআস্তে আস্তে নিজেকে মেলে ধরতে থাকেনমৌসুমের শেষ ভাগটায় চেলসির হয়ে দুর্দান্ত পারফর্ম করেনসেটিই তাকে জায়গা করে দেয় স্পেনের ইউরো দলেসেরা একাদশে তার জায়গা অবশ্য নিশ্চিত ছিল নাঅনেকের চোখেই এগিয়ে ছিলেন আলেহান্দ্রো গ্রিমাল্দোকিন্তু কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রথম ম্যাচে বেছে নেন কুকুরেইয়াকেশুরু থেকেই এমনভাবে নিজেকে মেলে ধরেন তিনি, তাকে বাইরে রাখা বহুদূর, বরং দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেনএখন তিনি দেশের হয়ে ইউরোর সেমি-ফাইনালে খেলার অপেক্ষায়পেছন ফিরে তাকিয়ে বললেন, নীরব অধ্যাবসায়ের পথ মাড়িয়ে তবেই এই ঠিকানা তিনি খুঁজে পেয়েছেনআগে হোক বা পরে, লোকে যখন কাউকে নিয়ে আলোচনা করে, তা সবসময়ই ভালোআমি এখন যেটা পাচ্ছি, এটা অনেক বছর নীরবে কাজ করে যাওয়ার ফসলকেউ আমাকে কিছু দেয়নিকাজেই এখন আমি দারুণ খুশিজানতাম, যদি কঠোর পরিশ্রম করে যাই এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করি, এই সময়টা আসবেএই অবস্থানে আসতে পারাটা স্বপ্নের মতো ব্যাপার এবং আমি এখন যেখানে আছি, এখানে আসতে অনেকেই নিজের সর্বস্বটা দিয়ে ফেলতে রাজি ক্যারিয়ারের অস্থিরর সময়টায় অনেক কিছুই চেষ্টা করে দেখেছেন তিনিতাতে নিজের খেলাই সমৃদ্ধ হয়েছে তারমূলত লেফট ব্যাক হলেও রক্ষণে যে কোনো দায়িত্বই পালন করতে পারেন ঝাঁকড়া চুলের এই ফুটবলারসেমি-ফাইনালে যেমন কার্ডের খাড়ায় রাইট ব্যাক দানি আলভেসকে পাবে না স্পেনকুকুরেইয়া প্রয়োজনে সেই দায়িত্ব পালন করতে পারেনচেলসির হয়ে অভিজ্ঞতাটুকু তো তার আছে! কুকুরেইয়া নিজেও প্রস্তুত দলের জন্য যে কোনো কিছু করতেআমার ক্যারিয়ারে আমি সবকিছুই চেষ্টা করে দেখেছি এবং এটা আমাকে সহায়তা করেছে পাল্টা আক্রমণ শিখতেকারণ, সামনের দিকেও খেলেছি আমিএমনিতে আমার নিয়মিত পজিশন লেফট ব্যাক, তবে চেলসিতে পরিস্থিতির কারণে আমাকে ডান পাশেও খেলতে হয়েছেযেখানেই খেলি না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবসবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয় এবারের ইউরো শুরুর আগে স্পেনকে শীর্ষ ফেভারিদের কাতারে সেভাবে রাখেননি বিশেষজ্ঞরাকিন্তু উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরে তারাই এখনও পর্যন্ত বলা যায় ইউরোর সেরা দলটুর্নামেন্টজুড়ে দলটির অনেকেই বলেছেন, তাদের মূল শক্তির উৎস দলীয় একতাসেমি-ফাইনালের আগে কুকুরেইয়ার কণ্ঠেও সেই জয়গানআমরা এমন একদল, সতীর্থদের জন্য যারা সবকিছু উজাড় করে দিতে রাজি এবং এটাই (সাফল্যের) একটা রহস্যআমার মনে হয়, দারুণ একটা দল গড়ে তুলতে পেরেছি আমরাতারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশ্রণ আমাদের আছে এবং এটাই সবকিছু উপভোগ্য করে তুলেছেগুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরিবারের মতো থাকাআমাদের হয়তো মহাতারকা নেই, তবে দল হিসেবে আমরা দারুণআমরা খুব ভালো করে চলেছি এবং আশা করি, এই ধারা ধরে রাখতে পারব তারা অবশ্য খুব ভালো করেই জানেন, মঙ্গলবারের সেমি-ফাইনালে হেরে গেলে সাফল্যের এই সৌধ আবার ভেঙে পড়বেতবে ফাইনালে যেতে তারা বদ্ধ পরিকরআর দুটি পদক্ষেপ বাকি আছেরোববার ফাইনালে যদি খেলতে না পারি, তাহলে তো আর ভালো কিছু হলো নাওই মঞ্চে যেতে আরেকবার জ¦লে উঠতে হবে আমাদের
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ