ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা
* হয় কোটা বাতিল করুন, নয় শতভাগ করে দিন-আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি * অচল ঢাকা, তীব্র যানজটে চরম ভোগান্তি * সড়কের সাথে রেলপথও কোটা বিরোধীদের অবরোধ * কাফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের বাংলা ব্লকেড * ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের

কোটা বিরোধী আন্দোলনে অস্থির শিক্ষাঙ্গন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ১০:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৪ ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন
কোটা বিরোধী আন্দোলনে অস্থির শিক্ষাঙ্গন আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরার পর যে আন্দোলন শুরু হয়েছে, তার অংশ হিসেবে ষষ্ঠ দিনের মতো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। গতকাল সোমবার শাহবাগ, গুলিস্তান জিরো পয়েন্ট, ফার্মগটে, কারওয়ান বাজার, বাংলামোটর অবস্থান নেন আন্দোলনকারীরা। শাহবাগ পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান তারা। এতে চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা
পড়ার টেবিল ছেড়ে রাজপথে শিক্ষার্থীরাসরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল দাবিতে টানা দ্বিতীয় দিন গতকাল সোমবার বাংলা ব্লকেডকর্মসূচির অংশ হিসেবে সারা দেশে আন্দোলন করেছে শিক্ষার্থীরাএতে স্থবির হয়ে পড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাদেখা দেয় তীব্র যানজটবন্ধ থাকে যান চলাচলভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া লোকজনউপায়ান্ত না পেয়ে হেঁটে গন্তব্যে যায় মানুষশিক্ষার্থীরা সড়কের পাশাপাশি রেলপথও আবরোধ করেনএ কারণে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে
জানা গেছে, টানা দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড় ও গুলিস্তান জিরো পয়েন্টসহ ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরাপূর্ব ঘোষিত বাংলা ব্লকেডকর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করেন তারাআন্দোলনের কারণে ঢাকার প্রধান প্রধান সড়কে আটকা পড়ে যানবাহনএতে ঢাকার বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়েগতকাল বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরামিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে আসে বিকেল সাড়ে ৪টার দিকেমিছিলের সামনের অংশটি সড়ক অবরোধ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ের দিকে চলে যায়পেছনের অংশটি শাহবাগ মোড়ে অবস্থান নেয়গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া-মুহসীন হল-ভিসি চত্বর-টিএসসি হয়ে শাহবাগে যান শিক্ষার্থীরাসেখানে গিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেনগতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে মিন্টু রোড পর্যন্ত সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরাএতে সড়কের দুপাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়
এদিকে দেশে কোটা প্রথার বিলুপ্তি না চাইলে সর্বস্তরে শতভাগ কোটা চালু করে দেয়ার আহ্বান জানিয়েছেন কোটা আন্দোলনকারীরাতারা বলেন, কোটা মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বড় ধরনের বৈষম্য, আমরা সরকারকে আহ্বান করব, অবিলম্বে কোটা প্রথা বিলুপ্ত ঘোষণা করুন, অন্যথায় দেশে শতভাগ কোটা পদ্ধতি চালু করে দিনসায়েন্সল্যাব এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনব্যানারে সাত কলেজে শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন বক্তারা এসব কথা বলেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজের সমন্বয়ক মো. রাকিব হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা এক জিনিস নয়মুক্তিযুদ্ধের চেতনা একটি রাষ্ট্রীয় আদর্শসারা বাংলাদেশের সব নাগরিকসহ আমরা তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধআমরা প্রত্যেকেই সেই আদর্শ ধারণ করি১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ আবারো শুরু করেছিআমাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছেতিনি বলেন, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনআমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিকশিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাবেআর যদি দাবি মেনে না নেয়া হয়, তাহলে আমরা ঘরে ফিরব না
আন্দোলনে অংশ নেয়া রফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিআমাদের যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবপূর্ব কর্মসূচি অনুযায়ী আমরা আজ সায়েন্সল্যাবে জড়ো হয়েছিপরবর্তী কর্মসূচি যা দেয়া হবে, আমরা সে অনুযায়ী পালন করবএর আগে বেলা ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজব্যানারে ঢাকা কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকেনএরপর সিটি কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে যুক্ত হনঅবরোধ চলাকালীন বেশির ভাগ শিক্ষার্থীর মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো দেখা গেছেকেউ কেউ মাথায় কোটামুক্ত দেশ চাইএমন ফিতাও বেঁধে রেখেছেনএ ছাড়াও শিক্ষার্থীদের হাতে লেখা ফেস্টুনে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনকোটাসহ সব বৈষম্য নিপাত যাক’-সহ বিভিন্ন সেøাগান লেখা দেখা গেছে
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকেডকর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরাএ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন তারাগতকাল সোমবার বিকেল থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরাসড়ক অবরোধ করে বিভিন্ন কোটা বিরোধী সেøাগান দিতেও দেখা গেছে তাদের
জবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন করতে থাকবকোটা প্রথার জন্য আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছিপ্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো-বাংলাদেশের সব চাকরিতে শুধু প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করতে হবেকাফনের কাপড় পরে আন্দোলনকারী শিক্ষার্থী তামিম ইসলাম দুর্জয় বলেন, শিক্ষার্থীদের মেধার কোনো মূল্যায়ন নেইআমরা প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব নামো. সুলাইমান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, কাফনের কাপড় পরে আমরা প্রতীকী আন্দোলন করছিনিঃসন্দেহে আমাদের দাবি যৌক্তিকআমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের এই যৌক্তিক আন্দোলনে সাড়া দিয়ে মেধার মূল্যায়ন করবেন
টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরাগতকাল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ফ্লাইওভারের নিচের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে গান পরিবেশনা করেন শিক্ষার্থীরাএ সময় তারা প্রতিবাদী কবিতা আবৃত্তি করেনটানা আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন
গতকাল সোমবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরাএতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরাএর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরামিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়টি জেনেছিতবে যেহেতু দেশব্যাপী আন্দোলন চলছেসেহেতু আমি নৈতিকভাবে শিক্ষার্থীদের বাধা দিতে পারি নাআমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য বলেছি
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরাগতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেনএ সময় ঢাকা থেকে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে দেন তারাপরে বেলা সোয়া ৩টায় অবরোধ তুলে নেয়া হলে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়এর আগে শিক্ষার্থীরা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেনসেখান থেকে একটি মিছিল বের করেন তারামিছিলটি বাকৃবির কেআর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা
অপরদিকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আবারও অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরাগতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে মহাসড়কের কোটবাড়ী এলাকায় অবরোধ করেন তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স