ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় ধর্ষণ মামলার আসামি আবুল হাসান গ্রেফতার কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই : সেনা সদর সর্দি-জ্বরে জর্জরিত দেশ আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত কিশোরগঞ্জ ভেঙে বাজিতপুরকে জেলায় রূপান্তরের দাবি প্রতিবন্ধী বিদ্যালয় অনুমোদনে চরম অনিয়ম আউটসোর্সিং খাতের নীতিমালা সংশোধনের দাবি চট্টগ্রাম-কক্সবাজার রুটে বদলে যাচ্ছে ট্রেনের সময় কার্যকর ১০ আগস্ট ফেনীতে হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে যুবকের মৃত্যু ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণায় আটক ২ ১০ দিনে বাসার দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের থানায় ঢুকে ‘মব’ সৃষ্টি : তিনজন কারাগারে গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়-উপদেষ্টা নওগাঁয় হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন নওগাঁ সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশ ইন সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি ডেসটিনি সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করবে : ঢাকা চেম্বার সার কারখানা চালু রাখতে বন্ধ করতে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র
উত্তরাঞ্চলে বন্যা

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে ধরলার পানি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৪ ০২:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৪ ০২:১৮:৫৫ অপরাহ্ন
লালমনিরহাটে বিপৎসীমার ওপরে ধরলার পানি

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদীর পানিগতকাল সোমবার সকাল ৬টায় ধরলা নদীর শিমুলবাড়ী ব্রিজ পয়েন্টে পানি বাড়ার রেকর্ড করা হয়সেই সঙ্গে মোগলহাট-ওয়াপদা বাজার শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছেএর আগে, গত রোববার লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ধরলার পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে
তারা জানায়, সকাল ৬টায় ১৮ সেন্টিমিটার, সকাল ৯টায় ৪০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৩৯ সেন্টিমিটার, বিকাল তিনটায় ৩৮ সেন্টিমিটার, সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ধরলা নদীর তীরবর্তী ও পাশে থাকা মোগলহাট, কুলাঘাট ও বড়বাড়ি ইউনিয়নের প্রায় ৭ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেনসেই সঙ্গে স্থানীয়রা জানান, কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার থেকে মোগলহাট পর্যন্ত ৬ কিলোমিটারের লালমনিরহাট শহর রক্ষা বাঁধটিতে ধস দেখা দিয়েছেপানি উন্নয়ন বোর্ডের সদস্যরা বাঁধ পরিদর্শন করলেও কোনো প্রকার কাজ শুরু করেননিবাঁধটি ভেঙে গেলে লালমনিরহাট শহরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হবেমোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, আমার ইউনিয়নে দেড় হাজার পরিবারের তালিকা দিয়েছি২০০ প্যাকেট শুকনো খাবার পেয়েছিএর বাইরে কোনো ত্রাণ এখনও পাইনিবাঁধটিতে ধস দেখা দিয়েছেদ্রুত কাজ করা উচিত
এ ব্যাপারে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী-১ রিয়াদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে বেশ কিছু স্থানে গর্ত হয়েছেএখন পানি বাড়ছেপানি কমলে সিনথেটিক বস্তা দিয়ে আমরা কাজ করবোজিও ব্যাগ ফেলে কোনো লাভ হবে না বরং অর্থ নষ্ট হবেলালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা ফেরদৌস বলেন, আমরা শুকনো খাবার বিতরণ করছিকিছু বরাদ্দ পেয়েছি
গতকাল সোমবার বরাদ্দ বিভাজন করা হবেতবে ধরলার পানি বাড়লেও কমেছে তিস্তার পানিএর আগে উজানের পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায়তবে তা কমতে শুরু করায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকেগতকাল সোমবার সকাল ৯টা হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৬ মিটারযা বিপদ সীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেবন্যা সতর্কীকরণ কেন্দ্র ও চরবাসী জানান, ভারতে সিকিমে উৎপত্তি স্থল থেকে ভারতে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদীনদীর বাংলাদেশ অংশের উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে তিস্তা পানি নিজেদের স্বার্থে ব্যবহার করছে প্রতিবেশী দেশ ভারতবর্ষাকালে অতিরিক্ত পানি ফারাক্কা গেট খুলে বাংলাদেশ অংশে ছেড়ে দেওয়া হয়একইভাবে শুষ্ক মৌসুমে গেট বন্ধ করে রাখা হয়বর্ষাকাল শুরু হওয়ায় উজানে ভারতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছেফলে ভারত তাদের অতিরিক্ত পানি বাংলাদেশ অংশে ছেড়ে দিচ্ছেফলে উজানের ঢলে তিস্তার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিলতাই বর্ষাকাল শুরু হলে বাংলাদেশের তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে তিস্তা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ব্যারাজ কর্তৃপক্ষএবারও এর ব্যর্তয় ঘটেনিটানা বৃষ্টি আর উজানের ঢেউয়ের কারণে পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়পানিবন্দি হয়ে পড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পরিবারগুলোতিস্তা ব্যারাজ বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ টানা তিন দিন ধরে বিপৎসীমার ১০/১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছেগতকাল সোমবার সকাল থেকে তা কমতে শুরু করেগতকাল সোমবার সকাল ৬টায় ছিল বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচে এবং সকাল ৯টায় আরও কমে গিয়ে তা বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছেতিস্তা ব্যারাজ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, সকাল থেকে তিস্তা নদীর এ পয়েন্টে পানি প্রবাহ কমতে শুরু করেছেবন্যা পরিস্থিতির বেশ উন্নতি ঘটেছে

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য