ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ফের বেদখলে বাইশটেকী বাউনিয়া ও জয়নগর খাল

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১২:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৫৩:১৮ পূর্বাহ্ন
ফের বেদখলে বাইশটেকী বাউনিয়া ও জয়নগর খাল
রাজধানীর মিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বাইশটেকী, বাউনিয়া ও জয়নগর খালগুলো ফের দখল ও ময়লা জমে গেছেএইসব খালগুলো একটি আরেকটির সঙ্গে সংযুক্তএই খালগুলোয় একসময় ট্রলার চলতোবিভিন্ন স্থানে খেয়াঘাট ছিলমানুষ খাল পারাপার হতো নৌকায়খালের পানিও ছিল স্বচ্ছমানুষ গোসল করতোতবে এখন এসব অতীত, বাস্তবতা ভিন্ন
মিরপুরের উত্তর-পূর্বাংশের এই তিন খাল নানাভাবে বেদখল হয়ে ক্রমেই সরু হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ছোট নালায় পরিণত হয়েছেময়লা-আবর্জনায় ভরাট হয়ে পরিস্থিতি এমন যে খালগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়াও অসম্ভবসম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই খালগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেঅনেক অংশ ইতোমধ্যে পরিষ্কার করে খালের পানির প্রবাহ ঠিক রেখেছেএতে স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছেতারা বলছেন, যেভাবে খালগুলো পরিষ্কার করা হয়েছে, তাতে মনে হচ্ছে ডিএনসিসি চাইলে এসব খাল উদ্ধার করা সম্ভব
২০২০ সালে ওয়াসা থেকে খালগুলো বুঝে নেয় ডিএনসিসিএরপর থেকে খালগুলো পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নেয় নগর কর্তৃপক্ষনিয়মিতই উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম খালগুলো পরিদর্শন ও ধাপে ধাপে পরিষ্কার করার কাজ শুরু করেনএতে বর্ষায় জলাবদ্ধতা অনেকটাই কমেছেএখন আর দিনব্যাপী জলাবদ্ধতায় থাকতে হচ্ছে না স্থানীয় বাসিন্দাদেরতবে স্থানীয়দের প্রত্যাশা, খাল উদ্ধার করা হোক
সিটি করপোরেশনের নথি অনুযায়ী, বাইশটেকী খালের দৈর্ঘ্য ১ হাজার ২৮০ মিটার এবং প্রস্থ প্রায় ৪০ ফুটতবে দুটি স্থানে খালটি সরু হয়ে নালার আকৃতি ধারণ করেছেএই দুটিকে ডেডস্পট হিসেবে চিহ্নিত করেছে ডিএনসিসিএর মধ্যে ১০ নম্বর ডি ব্লকের পূর্বে জুটপট্টি ও পলাশনগরের ভেতরে খালের একটি অংশ সরু হয়ে গিয়েছে, যা মিলিত হয়েছে বাউনিয়া খালের সঙ্গেএছাড়া সাংবাদিক প্লট থেকে আসা একটি অংশ মদিনানগর আবাসিক এলাকার মধ্য দিয়ে এসে বাইশটেকী খালের সঙ্গে যুক্ত হয়েছেখালের এই অংশটুকু সবুজ বাংলা আবাসিক এলাকার শেষ সীমানা থেকে মদিনানগরের পুরো অংশটাই দুই ফুটের মতো চিকন নালায় রূপান্তর হয়েছেএ ছাড়া বাইশটেকী খাল ঘেঁষে প্রায় অংশজুড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে জানান স্থানীয়রা
বাইশটেকীর স্থানীয় বাসিন্দা ৩৮ বছর বয়সী সাইফুল বলেন, ছোটবেলায় এই খালটা অনেক বড় ছিলপরে এলাকার প্রভাবশালী লোকেরা এই খালের পাড় দখল করে প্লট বানিয়ে দখলে নেয়নিয়মিত খাজনা দিয়ে এখন প্লটগুলো স্থায়ী করে নিয়েছেএই খালের নতুন ইমাননগরের কোনায় একটা গুদারাঘাট ছিলএখন তো দেখলে মনে হয় এটা ডাস্টবিন
মিরপুর কালাপানি খালের পর থেকে শুরু হয়েছে বাউনিয়া খালএর এক পাশে ভাসানটেক, আরেক পাশে পলাশনগরএটি কালশী-ইসিবি সড়ক সেতু থেকে শুরু হয়ে বাইশটেকীর ওপর দিয়ে ইমাননগর হয়ে জয়নগর খালের সঙ্গে যুক্ত হয়েছেখালটির শুরুর অংশ এখনও বেশ প্রশস্ত রয়েছেতবে খালের দুই পাড়ে বহুতল ভবন গড়ে উঠেছে
স্থানীয়দের আশঙ্কা, এখনই যদি এই খাল রক্ষা ও সংস্কারের কাজ করা না হয়, তাহলে এটিও প্রভাবশালীদের দখলে যাবেইতোমধ্যে বাইশটেকী থেকে ইমামনগর অংশে খালের পাশ ঘেঁষে অবৈধ ঘরবাড়ি গড়ে উঠেছে বলে দাবি তাদেরফলে কিছুটা সরু হয়েছে এই অংশমাস চারেক আগে এটি পরিষ্কার করা হলেও আবারও ময়লা জমা শুরু হয়েছে
এ ছাড়া এই খালের শেষ অংশে গভীরতা কমে গেছেফলে ভারী বৃষ্টিতে আশপাশের এলাকায় পানি ওঠেপাড় ডুবে যাওয়ায় ময়লা পানি দিয়েই পার হতে হয় সাধারণ মানুষকেতবে খালটিতে ঢাকা ওয়াসার সীমানা পিলার দেখা গিয়েছে
বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা জয়নাল চেয়ারম্যান বলেন, এই খাল ঘেঁষেই বাঁধ তৈরি করার কারণে এলাকার নাম হয় বাউনিয়াবাঁধকিন্তু এখন বাঁধ থেকে খালটি অনেক দূরে সরে গেছেএখানে মাটি ভরাট করে বড় বড় কোম্পানি ভবন তৈরি করছেজানি না কোনটা বৈধ আর কোনটা অবৈধতবে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে খালের দুই পাড়এই খালটা রক্ষা করা খুব জরুরিএই খালের কারণে মিরপুরের এই অংশ আর ভাসানটেক এলাকায় কোনও জলাবদ্ধতা তৈরি হয় না
মিরপুরের খালগুলোর মধ্যে ভালো অবস্থানে আছে জয়নগর খালটিএটি বাইশটেকীর শেষ সীমানা থেকে শুরু হয়ে মিরপুর ১৪-এর ডেন্টাল কলেজের পাশে এসে শেষ হয়এটির পানিপ্রবাহ স্বাভাবিক আছেস্থানীয়দের দাবি, খালটি একসময় অপরিচ্ছন্ন থাকলেও এখন নিয়মিত পরিষ্কার করায় ময়লা জমছে নাতবে আশপাশের নির্মাণাধীন ভবনের আবর্জনা খালটির পাড়ে ফেলে রাখা হয়েছেতাই এই খালের পাড় সংস্কার প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রাখাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি মানা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামতিনি বলেন, এই চার বছরে নানা উদ্যোগ নিয়েছিমেয়াদকালের শেষ এক বছর খাল পুনরুদ্ধারে বেশি গুরুত্ব দেবো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স