ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
পাঁচ ইস্যুতে হঠাৎ চাপে সরকার

কৌশলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০২:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০২:২২:২৩ অপরাহ্ন
কৌশলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট ও গ্যাস-বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় হঠাৎ চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ সরকারএমনটি মনে করছে দীর্ঘ ১৭ বছরের অধিক সময় ক্ষমতার বাইরে থাকা দল বিএনপিওআর সরকারের ওপর এসব চাপের সুযোগ নিতে চায় রাজপথের বিরোধী দল হিসেবে পরিচিত বিএনপিতবে পাঁচ ইস্যুসহ বিরোধীদের কৌশলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগজানা গেছে, গতকাল বুধবার আওয়ামী লীগ সরকারের প্রথম ছয় মাস অতিবাহিত হচ্ছেকিন্তু এই ছয় মাসে নানা রকম সঙ্কট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে সরকারতবে এসব ইস্যুতে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরতিনি বলেন, দুইটা আন্দোলনই অরাজনৈতিকঅরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও সমমনাদের সমর্থনের বিষয়ে ভাবতে হবে আওয়ামী লীগকেনিজেরা আন্দোলন করতে পারে না বিএনপিকোনো অশুভ শক্তি যেন কাজ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবেজনগণের যেন দুর্ভোগ না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের কেউ যেন উস্কানিতে পা না দেয় এবং নিজেরাও উস্কানি না দেয়তিনি বলেন, কোটা ও পেনশন নিয়ে চলমান আন্দোলনে ছাত্রলীগ অথবা আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয়, সে বিষয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাএরইমধ্যে জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাতিনি বলেন, প্রতিবার চক্রান্ত হয়, সেটা মোকাবিলা করে আমরা বেরিয়ে আসিআমাদের তা ধরে রাখতে হবেবাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যে অধিকারগুলো আদায় করেছিল, সেটা আমরা সমুন্নত করতে পেরেছিকিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পরিস্থিতি বুঝে সুবিধামতো সময়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপিনানান ইস্যুতে সরকার যত চাপে পড়বে সেই সুযোগে বিএনপিও আন্দোলনের চাপ বাড়াবেএমন কৌশল নিয়ে দলটি পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কাছে আর কোনো বিকল্প নেইএ সরকার থাকা মানে হচ্ছে, আমাদের দেশ, গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়াআমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবেএ আন্দোলনের মাধ্যমেই এদের পরাজিত করতে হবেবিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, চলতি বছরের শেষের দিকে আমরা নতুন করে নির্বাচনের দাবিতে মাঠে নামতে চাইএকই সুরে কথা বলেছেন বিএনপির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল
সরকারের সামনে পাঁচ চ্যালেঞ্জ: সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- ১. শিক্ষার্থীদের আন্দোলন: শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতরবহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছিলএমনকি সেনা সমর্থিত এক এগারোর সরকারও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিলসরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবেই সামাল দিচ্ছেএকদিকে যেমন সংযত অবস্থানে থাকা, অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছেকিন্তু এটি যে সরকারের জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজেই অনুমান করা যায়কোটা সংস্কার নিয়ে নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছেআর এই রায়ের পরেও আন্দোলন থামেনিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন যে, এ নিয়ে কমিশন করা এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেএটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারেআগামী দু-একদিনে বোঝা যাবে যে, এই আন্দোলনকে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে২. শিক্ষকদের আন্দোলন: সারা দেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনও চলছেবিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে নাএকদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের পেনশনের আন্দোলন একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছেশিক্ষকদের মধ্যে যারা আন্দোলন করছে তারা বেশিরভাগই আওয়ামীপন্থী শিক্ষকএকারণেই শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি  তৈরি হয়েছেসরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছেএই চাপ সরকার কীভাবে সামলাবে সেটিই দেখার বিষয়৩. দুর্নীতি: দুর্নীতি নিয়ে যেন দেশে এখন একটা হুলস্থুল কাণ্ড চলছেপ্রতিদিন কোনও না কোনও দুর্নীতিবাজের ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছেবিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লোমহর্ষক কাহিনী জনগণকে উদ্বিগ্ন করেছেআওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে ১৫ বছরকাজেই এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজদের এই লম্ফনের দায় আওয়ামী লীগ কোনভাবেই এড়াতে পারে নাদুর্নীতিটি ইস্যুটি সরকার কীভাবে সমাধান করে সেটি এখন একটি বড় দেখার বিষয়৪. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় ধরনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেসরকার বিভিন্নভাবে চেষ্টা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে নাবিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচাবাজারে নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি জনগণের মধ্যে একধরনের ক্ষোভ তৈরি করছেএই অবস্থায় এখনই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেই অনেকে মনে করছে৫.অর্থনৈতিক সংকট: সরকার একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছেএই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকার কি করবে তার ওপর নির্ভর করছে সরকারের আগামী দিনের পথচলা
এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, সরকারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র ছিলএসব ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের মধ্যদিয়েই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং যাবেএকই কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফতিনি বলেন, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে দেশবিরোধীরা ষড়যন্ত্র করছেতাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছেআগামীতেও সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ