ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার প্রতিবছর টাইফয়েডে আক্রান্ত লাখো মানুষ, অধিকাংশই শিশু আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার আটক শ্রীপুরের মাওনা চৌরাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু

১০ জন নিয়ে জয়, রহস্য জানালেন কলম্বিয়া কোচ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৪:৩১ অপরাহ্ন
১০ জন নিয়ে জয়, রহস্য জানালেন কলম্বিয়া কোচ
স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখলেন দানিয়েল মুনিয়োসএগিয়ে থাকলেও ম্যাচের বাকি অর্ধেক একজন কম নিয়ে খেলার চিন্তায় পড়ে গেলেন নেস্তর লরেন্সোতবে দমে না গিয়ে আক্রমণাত্মক পথ বেছে নিলেন কলম্বিয়া কোচতাতে সফল হয়ে উঠে গেলেন ফাইনালেকোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজন নিয়ে খেলেও উরুগুয়েকে আটকে রেখেছে কলম্বিয়া৩৯তম মিনিটে হেফারসন লের্মার করা গোলের লিড ধরে রেখে প্রায় ২৩ বছর পর তারা পেয়েছে ফাইনালের টিকেটম্যাচ শেষে দ্বিতীয়ার্ধে দলের পরিকল্পনা জানান আর্জেন্টিনার হয়ে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলা লরেন্সোতবে কোনো অবস্থায়ই যে লাল কার্ড কাম্য ছিল না, সেটি স্পষ্ট করেই বলেন কলম্বিয়া কোচমূল বিষয় হলো, আমরা কখনও একজন কমে যেতে চাই নামাঠে ১০ জন নিয়ে একই পারফরম্যান্স ধরে রাখা প্রায় অসম্ভবযেসব দল প্রতিপক্ষের ওপর দাপট দেখায়, একজন কমে যাওয়ার পর তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়আমরা তাই পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করেছি ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা দলটি ম্যাচের শুরুতে খেলে ৪-২-৩-১ ফর্মেশনেকিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সেটি বদলে ফেলতে হয় তাদেরডিফেন্ডার মুনিয়োস লাল কার্ড দেখায় মিডফিল্ড থেকে হন আরিয়াসকে তুলে আরেক ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসকে নামান লরেন্সোএ ছাড়া আরও দুই মিডফিল্ডারকে তুলে তিনি নামান নতুন দুই মিডফিল্ডারফলে রক্ষণভাগে চারজন ঠিক রেখে মাঝমাঠে কমে যায় একজনতখন নতুনভাবে ৪-৩-২ ফর্মেশনে দলকে খেলান কলম্বিয়া কোচএই কাঠামোয় প্রথমার্ধের মতোই উরুগুয়ের ওপর চাপ ধরে রাখে কলম্বিয়াকিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি উরুগুয়েশেষ পর্যন্ত কোনো গোল হজম না করে ফাইনালের টিকেট নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়াতাই নিজের কৌশল কাজে লাগার তৃপ্তিই প্রকাশ করেন লরেন্সোআমাদের সামনে দুটি পথ খোলা ছিল। (রক্ষণাত্মক হয়ে) ৫-৪, ৫-৩-১ ফর্মেশনে খেলা অথবা ৪-৩-২ ধরে রেখে সুযোগ তৈরি করাআমরা সেটি (৪-৩-২) বেছে নেই এবং ঈশ্বরও আমাদের সহায় হয়তাদের (উরুগুয়ে) কিছু সুযোগ জালের ভেতরে যায়নিআমরাও সুযোগ হাতছাড়া করেছিতবে শেষ পর্যন্ত (জিততে) পেরেছি মানুয়েল উগার্তেকে কনুই দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখা মুনিয়োসকে কাঠগড়ায় দাঁড় করাতে চান না কলম্বিয়া কোচদানিয়েল খুবই হতাশকারণ মাঠে সে সিংহের মতোকিন্তু আরও একবার আবেগের বশবর্তী হয়ে গেছেআমি তাকে আলিঙ্গন করে বলেছি, তাকে ছাড়া আমরা এখানে থাকতে পারতাম নাতাই তার মাথা উঁচু রাখা উচিত এছাড়া মার্সেলো বিয়েলসার মতো অভিজ্ঞ ও বর্ষীয়ান কোচের বিপক্ষে জেতায় বাড়তি আনন্দ লরেন্সোরআমি মনে করি, বিয়েলসাকে হারানোর জন্য আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবেতিনি কোচদের জন্য উদাহরণ এবং ব্যক্তি হিসেবে প্রশংসনীয়এবার ছিল আমাদের জেতার পালা ছিলএই তো!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য