ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ব্যর্থ হওয়ায় দায় নিলেন বিয়েলসা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন
ব্যর্থ হওয়ায় দায় নিলেন বিয়েলসা

স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বে দাপুটে তিন জয়ের পর কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে মূল ম্যাচে হারাতে পারেনি উরুগুয়েটাইব্রেকারে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে আনে তারাকিন্তু শেষ চারের বাধা আর টপকাতে পারেনি মার্সেলো বিয়েলসার দলটুর্নামেন্ট থেকে বিদায়ের পর ব্যর্থতার দায় নিজ কাঁধেই নিলেন উরুগুয়ে কোচকোপা আমেরিকার শুরু থেকেই এবার দারুণ ছন্দে ছিল উরুগুয়েগ্রুপের তিন ম্যাচে অন্য সবার চেয়ে বেশি ৯ গোল করে তারাকিন্তু নকআউট থেকেই যেন হাওয়া তাদের গোলদুই ম্যাচের একটিতেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেননি দারউইন নুনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোরাসবশেষ কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে সেমি-ফাইনালেই থেমে গেছে উরুগুয়ের এবারের কোপা আমেরিকাম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা দলটি গোলের জন্য করে ১১টি শটকিন্তু ২টির বেশি লক্ষ্যে রাখতে পারেনিপোস্টে লেগে ফিরে আসে বদলি নামা লুইস সুয়ারেসের শটপ্রথমার্ধে হেফারসন লের্মার করা গোলের লিড ধরে রেখে ফাইনালে পৌঁছে যায় কলম্বিয়াম্যাচ শেষে আক্ষেপের শেষ নেই বিয়েলসারসংবাদ সম্মেলনে তিনি বারবারই বলেন, শক্তি-সামর্থ্য বিচারে ম্যাচটি জেতা উচিত ছিল উরুগুয়েরদুই দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতিভার বিচার করলে এই ম্যাচ জেতার সুবিধাজনক অবস্থায় ছিল কলম্বিয়াআমি যে দলের কোচ, আমার মতে, মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে প্রতিভায় এই দল এগিয়ে ছিলদুই দলের ফর্মেশন দেখার পর আমি মনে করেছিলাম আমরা (জিততে) পারবকিন্তু আমরা পার্থক্য গড়ে দিতে পারিনি তুলনামূলক শক্তিশালী দল নিয়েও তাই জিততে না পারার দায় নিজের কাঁধেই নেন উরুগুয়ে কোচপ্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকার সামর্থ্য সম্পন্ন ফুটবলার থাকার পরও কাক্সিক্ষত ফল না পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি দায়ী ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনিয়োসবাকি সময়ে প্রতিপক্ষের একজন কম থাকার কোনো ফায়দা নিতে পারেনি উরুগুয়েদশ জন কম নিয়েও লিড ধরে রাখা ও ম্যাচ জিতে বের হওয়ার কৃতিত্ব দেখানোয় তাই কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্সোর প্রশংসা করেন বিয়েলসাএকজন বেশি থাকার সুবিধাটা আমরা নিতে পারিনিআর যখন তুলনামূলক কম প্রতিভা নিয়ে একটি দল জিতে যায়, তখন যৌক্তিকভাবেই যিনি দুর্বল দলের কোচিং করাচ্ছে, তিনি দেখান যে শক্তিশালী দলের কোচের চেয়ে তিনি এগিয়ে উরুগুয়ে কোচের মতে, মুনিয়োসের লাল কার্ডের পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে গিয়েছিলপ্রথমার্ধে আমরা যদিও বলের নিয়ন্ত্রণে দাপট দেখাতে পারিনি, তবু (দুই দল) প্রায় সমান ছিলআমাদের তখন পার্থক্য গড়ে দেওয়া উচিত ছিলদ্বিতীয়ার্ধে কলম্বিয়ার একজন কমে যাওয়ার পর ম্যাচটি পুরোপুরি বদলে যায়খেলা বারবার শুরু আর বন্ধ হচ্ছিলআমাদের আরও সুযোগ তৈরি করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা উচিত ছিলশেষ দিকে তারা গোল করতে পারত কারণ তাদের পরিষ্কার সুযোগ ছিলতবে আমরা সম্ভাব্য সব উপায়ে সব কিছু চেষ্টা করেছি বাংলাদেশ সময় আগামী রোববার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ