ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

আবারও শিরোপার কাছে আলবিসেলেস্তেরা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:০৫:৩২ অপরাহ্ন
আবারও শিরোপার কাছে আলবিসেলেস্তেরা
স্পোর্টস ডেস্ক
২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা কাটায় আর্জেন্টিনাসেখান থেকে শুরু, এরপর যেন অপ্রতিরোদ্ধ হয়ে ওঠে আলবিসেলেস্তেরা২০২২ সালে কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির নেতৃত্ব শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনাআবারও কোপা আমেরিকার শিরোপার জয়ের দ্বারপ্রান্তে মেসি-ডি মারিয়ারাকানাডার বিপক্ষে ম্যাচের আগে মেসি সাফ জানিয়ে দিয়েছেন, ডি মারিয়ার জন্য জিততে চান কোপার শিরোপাসেই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরাএছাড়াও ট্রফি হাতে ডি মারিয়াকে বর্ণিল বিদায় দেওয়ার জন্য মুখিয়ে আছে গোটা আর্জেন্টিনাগত বুধবার সকালে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে মুখোমুখি হয় আর্জেন্টিনাসেই ম্যাচে কিছু অগোছালো ফুটবল খেললেও ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরাআর্জেন্টিনার চেয়ে কানাডার দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে এবারের আসরের আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্টিনেজকেতার জায়গায় খেলানো হয়েছে তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকেদিয়েছেনও কোচের আস্থার প্রতিদানম্যাচের প্রথম গোলটি আসে এই ২৪ বছর বয়সী এই ফুটবলারের পা থেকেসেই সঙ্গে কানাডার বিপক্ষে এই ম্যাচে মেসি ভক্তদের অপেক্ষার অবসান হয়েছেগত  বুধবার এবারের আসরের প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়কম্যাচের ৫১ মিনিটে কানাডার জালে বল জড়ান তিনিসেই সঙ্গে গড়েন রেকর্ডওইরানের তারকা ফুটবলার আলী দাইকে পিছনে পেলে ১০৯টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন এলএমটেন১৩০টি গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোএছাড়াও ফাইনালে মাঠে নামলেই আরেক রেকর্ড গড়বেন তিনিকেননা মেসিই একমাত্র ফুটবলারযিনি কোপা আমেরিকার ছয়টি আসরে ফাইনাল খেলবেনঅন্যদিকে এই ম্যাচের মধ্যদিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টিনার বিগ ম্যাচ প্লেয়ার খ্যাত আনহেল ডি মারিয়াতিনি বলেছেন, ‘এটা আমার শেষ ম্যাচবলার মতো কিছুই বাকি নেইআমি এই কথা অনেকবার বলেছিএটাই আমার শেষ খেলাআমি আর্জেন্টিনার সকলকে এবং এই প্রজন্মকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এত ট্রফি তুলতে দিয়েছে এছাড়াও নিজের বিদায় নিয়ে তিনি আরও বলেছেন, ‘আমি জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত নইতবে সময় চলে এসেছে বিদায় নেওয়ারফাইনালে যাই ঘটুক না কেন, আমি মনে করি, আমি প্রধান দরজা দিয়ে চলে যেতে পারিআমি সব কিছু দিয়েছিআমি সব সময় এই জার্সির জন্য আমার জীবন দিয়েছি যার কারণে এই ম্যাচে ডি মারিয়ার ওপর বাড়তি নজর থাকবে আর্জেন্টাইন ভক্তদেরকেননা একবিংশ শতাব্দীতে আর্জেন্টিনা এখন পর্যন্তটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেসেই তিন ফাইনালে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারএ ছাড়া এখনো আর্জেন্টাইন ভক্তরা আক্ষেপে পোড়েকেননা ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে খেলতে পারেন ডি মারিয়াঅনেক ভক্তদের দাবি, সেবার ফাইনালে জার্মানির বিপক্ষে যদিও এই মিডফিল্ডার খেলতে পারততাহলে হয়তো আলবিসেলেস্তারা আরও আগেই বিশ্বকাপ শিরোপার খরা কাটাতে পারতআর্জেন্টাইন জাতীয় দলে লিওনেল মেসির একমাত্র পুরাতন বন্ধু ডি মারিয়াবিশ্বকাপ শিরোপা হাতছাড়ার পর একসঙ্গে কেঁদেছেন, বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেনও একসঙ্গেনিজের প্রিয় বন্ধু ও সতীর্থের বিদায়লগ্ন নিয়ে তিনি বলেন, ‘আমরা তাকে নিয়ে সময়টা অনেক উপভোগ করেছিতিনি সর্বদা তার সর্বোত্তম এবং নিজের সেরাটা দিয়েছেনফাইনালে তিনি অবসর নেবেন এমন কিছু যা তার প্রাপ্য এছাড়াও কানাডার বিপক্ষে ম্যাচের পর দলের আস্থার প্রতীক ডি মারিয়ার অবসর নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা এখনই কান্না শুরু করতে চাই নাআমরা বিষাদ অনুভব করতে চাই নাআমাদের তাকে খেলতে দিতে হবে এবং তারপর আমরা দেখব আমরা তাকে আমাদের সঙ্গে থাকতে রাজি করাতে পারি কি না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য