ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ইউক্রেনে শান্তি ফেরাতে যেকোনো সহায়তার আশ্বাস মোদির

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৮:৩৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৮:৩৭:৫৩ অপরাহ্ন
ইউক্রেনে শান্তি ফেরাতে যেকোনো সহায়তার আশ্বাস মোদির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার
জনতা ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরাতে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঅন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরকে নিরাশাজনকশান্তি প্রক্রিয়ায় বড় আঘাতবলে মনে করছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রীস্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় নরেন্দ্র মোদি রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় পৌঁছেনসেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর নেহামারের সঙ্গে বৈঠক করেনঅস্ট্রিয়ার চ্যান্সেলর সঙ্গে বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে এক যৌথ বিবৃতিতে মোদি বলেন, আমি আগেও বলেছি, এখন যুদ্ধের সময় নয়, আমরা যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাব নাযেখানেই হোক, নিরীহ মানুষের মৃত্যু মেনে নেয়া যায় নাভারত ও অস্ট্রিয়া সংলাপ এবং কূটনীতির ওপর জোর দেয়ইউক্রেনে দ্রুত শান্তি স্থিতিশীলতা ফেরাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা উভয় দেশই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাইআমরা একমত যে, সন্ত্রাস কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে নাআমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমসাময়িক এবং কার্যকর করার জন্য সংস্কার করতে সম্মতনরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আমরা নতুন সম্ভাবনা চিহ্নিত করেছিআমরা আমাদের সম্পর্ককে কৌশলগত দিক নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিএ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, ভারত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশবিশ্বের বৃহত্তম গণতন্ত্রতাই অস্ট্রিয়ার কাছে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণশান্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের গুরুত্ব অপরিসীমএদিকে, নরেন্দ্র মোদির রাশিয়া সফরের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিমার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফরকে নিরাশাজনকশান্তি প্রক্রিয়ায় বড় আঘাতবলে মনে করছেন জেলেনস্কি
মঙ্গলবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বিশ্বের জঘন্যতম নেতাবলে অভিহিত করেন জেলেনস্কিতিনি বলেন, ‘এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা হয়ে মোদি রাশিয়া সফরে গিয়ে জঘন্যতম অপরাধীকে জড়িয়ে ধরেছেনএটি সত্যিই হতাশাজনক, যা ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় বড় আঘাতএছাড়া মোদির এ সফর শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে বলেও দাবি করেন জেলেনস্কি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য