ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
মুষলধারে বৃষ্টি * জলাবদ্ধতা নিরসনে ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে * ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম

জলাবদ্ধতা ভোগান্তি নগরবাসীর

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০৩:০৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০৩:০৬:৪৫ অপরাহ্ন
জলাবদ্ধতা ভোগান্তি নগরবাসীর আষাঢ়ের শেষে শুক্রবার টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পর্যন্ত পানি। মূল সড়ক ও অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতায় ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীসহ নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। ছবিটি ধানমন্ডি ২৭ এলাকা থেকে তোলা
সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত সময়ে ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছেআজও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে
- আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির আবহাওয়া অধিদফতর
জাহাঙ্গীর খান বাবু
রাজধানী ঢাকাসহ সারাদেশে মুষলধারে বৃষ্টি হয়েছেবৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়ভারী এই বৃষ্টির ফলে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেগতকাল শুক্রবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে সকাল ৬টা থেকে ভারী বর্ষণে পরিণত হয়এই প্রতিবেদন লেখা (রাত-৯ টা) পর্যন্ত মতিঝিলে হাটু পানি ছিল
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই হয়তো সকালটা ঘরে বসে বেশ আয়েশেই কাটিয়েছেনকিন্তু এদিনও যাদের অফিস থাকে কিংবা জরুরি কাজে বাইরে যেতে হয়, তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছেবিশেষ করে শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী ও চিকিৎসা নিতে হাসপাতালগামীদের বেশ বিপাকেই পড়তে হয়েছেবৃষ্টিতে ভিজে জবুথবু হয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে অনেককেই
সকালের টানা বৃষ্টিতে রাজধানীর  গ্রিনরোড, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি থেকে ফার্মগেট এবং ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছেএছাড়া শনির আখড়া, যাত্রবাড়ী, মীর হাজির বাগ, সায়দাবাদ, দয়াগঞ্জ বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, মিরপুর ১০ ও ১১ নং সেকশন, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, হাতিরঝিলের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সড়কগুলোও পানিতে তলিয়ে গেছেপ্রবল বৃষ্টিতে রাজধানীর নটরডেম কলেজের সামনে, আরামবাগ, মতিঝিল, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, কাকরাইল, পল্টন, পুরান ঢাকা, বংশাল, সূত্রাপুর, পশ্চিম তেজতুরী বাজার, মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মিরপুরসহ বেশিরভাগ এলাকায় রাস্তায় হাঁটুপানি জমায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ
তবে ভোগান্তি আরও চরমে উঠেছে বেলা খানিকটা বাড়লেটানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছেআর স্যুয়ারেজ লাইনের পানির সঙ্গে মিশে পথঘাট হয়েছে একাকারসামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ঘুরলেই চোখে পড়ছে ঢাকার জলাবদ্ধতার চিত্রএ নিয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা গেছে অনেককেই
আর রাস্তায় পানি জমে থাকায় যানবাহন চলছে ধীরগতিতেফলে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছেঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে যাত্রীরা একসময় বিরক্ত হয়ে হাঁটা শুরু করেনকিন্তু কিছুটা পর পর ফুটপাতও ডুবে থাকায় সেটাও সম্ভব হচ্ছিল নাএই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন রিকশাওয়ালারাএমনকি কোথাও কোথাও জমে থাকা পানি পার করে দিতে ১০-২০ টাকা করে নিচ্ছেন তারা
কাজীপাড়ার বাসিন্দা শওকত আলী জানান, মূল রাস্তায় হাঁটু পানি, হেঁটে যাওয়ার কোনো উপায় নেইরিকশার ভাড়া ৫০ টাকা থেকে ১০০ টাকা হয়ে গেছেএমন অবস্থা জানলে আজ বেরই হতাম না
মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছেশুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টার এই বৃষ্টিপাতে রাজধানীর অন্যান্য এলাকার মতো পানিতে ডুবেছে নিউমার্কেটওনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত সড়কে জমে আছে বৃষ্টির পানিআর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা
দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টির সময় উপচে সড়কের সব পানি প্রবেশ করেছে মার্কেটের ভেতরফলে দোকানে রাখা শাড়ি, কাপড়, বই, জুয়েলারিসহ অন্যান্য সবকিছুই ভিজে গেছেএমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের
শুধু নিউমার্কেটই নয় বরং পার্শ্ববর্তী ধানমন্ডি নায়েম রোড, ঢাকা কলেজের আবাসিক এলাকা, আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এখনও হাঁটু পানিরাস্তায় ও গলিতে পানি জমে থাকার কারণে এসব এলাকার অধিকাংশ দোকানপাটই বন্ধরাস্তায় চলাচল করতে ব্যবহার করতে হচ্ছে রিকশাএকেবারেই প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকেও বের হচ্ছেন নাযারা বের হচ্ছেন, সামান্য পথ যেতে রিকশা বা ভ্যানে উঠে যেতে হচ্ছেআর পনির কারণে বেশি সমস্যা হচ্ছে ব্যবসায়ীদেরনিচতলায় থাকা অধিকাংশ দোকানেই পানি প্রবেশ করেছে
সৌরভ হোসেন নামের এক ব্যবসায়ী জানান, সকালে ঘুম থেকে উঠেই দেখি তুমুল বৃষ্টিতাই ভয় হচ্ছিল পানি দোকানে ঢুকেছে কিনাতাই দ্রুতই দোকানে যাই, গিয়ে দেখি পানিতে ভেসে যাচ্ছে সবকিছু জিনিস সরাতে পারলেও অধিকাংশই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে
কাপড় ব্যবসায়ীরা বলছেন, দোকানের বেশিরভাগ কাপড়ই ভিজে গেছেসব কাপড় শুকাতে হবেকিন্তু পানি এখনো কমেনিকমার পর দোকান খুললে ভেতরের ক্ষয়ক্ষতি আরও বোঝা যাবে
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, সবগুলো দোকানের ভেতরেই এখন এক ফিট পরিমাণ পানিবইপত্র, কাপড়, তৈজসপত্র, জুয়েলারি সবকিছুই পানিতে ভিজে গেছেআমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, যা টাকার অংক দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়
ভোগান্তিতে পড়া রাজধানীর বাসিন্দারা জানান, আজ ছুটির দিন হওয়ায় গণপরিবহন কমতার ওপর বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় গণপরিবহন তেমন একটা নেইযেগুলো আছে, সেগুলোও পানির কারণে ধীরগতিতে চলছেঅন্যান্য দিনের তুলনায় রিকশাও আজ কমরিকশাচালকরা পঞ্চাশ টাকার ভাড়া দেড়শ’-দুইশটাকা দাবি করছেনসিএনজি বা অটোরিকশা চালকদের আজ খুঁজে পাওয়া যাচ্ছে না
পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা হাবিবুর রহমানতিনি বলেন, বৃষ্টিতে পুরান ঢাকার সড়কগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমেছেপানিতে ডুবে গেছে বিভিন্ন অলিগলিকোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানিনিচে নেমে দেখি বাসার তিন সিঁড়ি পর্যন্ত পানিতে ডুবে গেছেপানিতে গলি ডুবে যাওয়ায় ড্রেনের ময়লা-আবর্জনা সব ভেসে উঠেছে, অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে
মিরপুরের বাসিন্দা আবু বকর বলেন, অল্প বৃষ্টিতেই রাজধানীর অলিগলিসহ বিভিন্ন সড়ক ডুবে যায়১৫-২০ বছর আগে যেমন ছিল এখনও একই সমস্যা আছেকোনও উন্নতি নেইএকের পর এক মেয়র আসছেন-যাচ্ছেন কিন্তু জলাবদ্ধতা সমস্যা কেউ নিরসন করতে পারছেন না
মতিঝিল এলাকায় গাড়ি পার্ক করে রাখা সুরুজ মিয়া জানান, সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে আমার গাড়িটি প্রায় ডুবেই গেছেশুধু আমারটি না, যে কয়টি গাড়ি পার্ক করা ছিল সবগুলো ডুবে যাওয়ার মতো অবস্থাগাড়ি রেখে যে অন্য কোনও মাধ্যমে বাসায় যাবো সেই উপায় নেইবৃষ্টির কারণে সবকিছু থমকে ছিলআশপাশে রিকশা বা বাস কিছুই চলছিল না
এদিকে ডিএনসিসি থেকে জানানো হয়েছে, ছুটির দিন সকাল থেকে নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছেজলাবদ্ধতা নিরসনে ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিরলস কাজ করে যাচ্ছেনএ ছাড়া ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিমইতোমধ্যে প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুধু ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে তারা ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেআবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানান, সকাল ৬টা থেকে ৯ পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছেতিনি আরো জানান, সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত সময়ে ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আজ সারা দিনই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে বলেও জানান তিনি
গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ১০৫ মিলিমিটার, গোপালগঞ্জে ৭৩ মিলিমিটার, রাজশাহীতে ১৩৫ মিলিমিটার, বাঘাবাড়ীতে ১০৩ মিলিমিটার, দিনাজপুরে ৮৮ মিলিমিটার, নেত্রকোনায় ৭৫ মিলিমিটার, কক্সবাজারে সর্বোচ্চ ৩০৯ মিলিমিটার, সন্দ্বীপে ২১৯ মিলিমিটার, সীতাকুন্ডে ১০২ মিলিমিটার, কুমারখালীতে ১১১ মিলিমিটারসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ