ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন স্মার্টফোন
নতুন বছরে দেশের বাজারে ফ্যাশনসচেতনদের জন্য দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা ও ৫জি নেটওয়ার্ক-সংবলিত ভি২৩ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সম্প্রতি ফেসবুকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। ২২ জানুয়ারি থেকে ভিভোর অথরাইজড শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাবে।নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস (এএফ) প্রযুক্তির পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি ভিভো ভি২৩ ৫জিতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি খুবই স্লিম। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৩৯ মিলিমিটার। গতানুগতিক প্লাস্টিক বডির পরিবর্তে এতে মেটাল ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। সূূর্যের আলোয় এর রঙ পরিবর্তনশীল। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ২৪০০X১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ দেয়া হয়েছে।

স্মার্টফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফ্ল্যাশ ও ডুয়াল টোন স্পটলাইট রয়েছে। বিভিন্ন ফিচার থাকায় ব্যবহারকারীরা ভালো ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গেমারদের জন্য মাল্টি টারবু ফিচারও রয়েছে।

স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ