ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

  • আপলোড সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০২-২০২৪ ০৯:২৮:০৭ পূর্বাহ্ন
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন স্মার্টফোন
নতুন বছরে দেশের বাজারে ফ্যাশনসচেতনদের জন্য দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরা ও ৫জি নেটওয়ার্ক-সংবলিত ভি২৩ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সম্প্রতি ফেসবুকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোনটি উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। ২২ জানুয়ারি থেকে ভিভোর অথরাইজড শোরুমে স্মার্টফোনটি পাওয়া যাবে।নতুন স্মার্টফোনটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস (এএফ) প্রযুক্তির পোর্ট্রেট সেলফি ক্যামেরা। পাশাপাশি ভিভো ভি২৩ ৫জিতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে।

ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি খুবই স্লিম। এর পুরুত্ব মাত্র ৭ দশমিক ৩৯ মিলিমিটার। গতানুগতিক প্লাস্টিক বডির পরিবর্তে এতে মেটাল ফ্ল্যাট ফ্রেম ব্যবহার করা হয়েছে। সূূর্যের আলোয় এর রঙ পরিবর্তনশীল। এতে ৬ দশমিক ৪৪ ইঞ্চির ২৪০০X১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ দেয়া হয়েছে।

স্মার্টফোনটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফ্ল্যাশ ও ডুয়াল টোন স্পটলাইট রয়েছে। বিভিন্ন ফিচার থাকায় ব্যবহারকারীরা ভালো ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গেমারদের জন্য মাল্টি টারবু ফিচারও রয়েছে।

স্টারডাস্ট ব্ল্যাক ও সানসাইন গোল্ড এ দুটি রঙে বাজারে স্মার্টফোনটি কেনা যাবে। এর বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স