ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
মিয়ানমারে গৃহযুদ্ধ : * থেমে থেমে ওপার থেকে শব্দ ভেসে আসছে * মংডু শহরের সুদাপাড়ায় আগুনের স্ফুলিঙ্গ ও ধোয়া দেখা গেছে

রাখাইনে তুমুল গোলাগুলি টেকনাফ সীমান্তে আতঙ্ক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০২:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ০২:০৮:২২ অপরাহ্ন
রাখাইনে তুমুল গোলাগুলি টেকনাফ সীমান্তে আতঙ্ক
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও বিদ্রোহী গোষ্ঠির মধ্যে সংঘর্ষে ভারী অস্ত্র, মর্টার শেল ও গোলার বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, শাহপরীর দ্বীপসহ আশাপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠছেএতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাগত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত থেমে থেমে মিয়ানমার থেকে শব্দ ভেসে আসছে এপারের বিভিন্ন এলাকায়তবে আগের চেয়ে এবার গোলার শব্দ বেশি বিকট বলে জানিয়েছেন স্থানীয়রাশাহপরীর দ্বীপ সীমান্ত থেকে বিপরীত পাশে মিয়ানমারের মংডু শহরের সুদাপাড়া গ্রামে আগুনের স্ফুলিঙ্গ ও ধোয়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন অনেকেসাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম জানান, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও মিয়ানমার অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলোগত শনিবার রাতে সীমান্তের অনেকে ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছেতিনি আরও বলেন, সীমান্ত লাগোয়া শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকাসহ জালিয়াপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া ও আচারবনিয়ার আশপাশের বসত ঘর ও স্থাপনা কেঁপে উঠেসাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, গত শনিবার রাতে ও গতকাল রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার হতে থেমে থেমে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণের বিকট শব্দএতে সীমান্তের পাশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করেতবে এবারের বিস্ফোরণের আওয়াজ গুলো আগের চেয়ে বড় ছিলসাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, নাফ নদীর একপাশে টেকনাফ বিপরীত দিকে মংডু টাউনশিপমধ্যখানে মাত্র চার কিলোমিটার প্রস্থের নাফ নদী দুই দেশকে বিভক্ত করে রেখেছেমিয়ানমারে মংডু টাউনশিপের আশপাশের গ্রাম পেরাংপুরু, কাদিরবিল, হারিপাড়া, মংনিপাড়া, নলবইন্ন্যা, সুদাপাড়া, সিকদারপাড়া, নুরুল্লাপাড়া, হাস্যুরাতা ও ফাতংছা এলাকায় গোলাগুলির ঘটনা বেশি ঘটছে বলে জানা যায়গ্রামগুলোতে কী ঘটছে, তা এপার থেকে প্রত্যক্ষ করা যায়সেখানে গোলাগুলি হলে এপারের মানুষ সহজে বিকট শব্দ শুনতে পানএই জনপ্রতিনিধি বলেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও সীমান্ত এলাকায় হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শুরু করেএ পরিস্থিতিতে সীমান্তের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়িয়েছেএ ব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছেটেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, যেকোন পরিস্থিতিতে কেউ যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স