ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
সাক্ষাৎকারে ট্রাম্প

আমি হয়তো মারাও যেতে পারতাম

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০৯:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ১০:০৩:২৫ পূর্বাহ্ন
আমি হয়তো মারাও যেতে পারতাম
জনতা ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘শনিবারের হামলায় তিনি হয়তো মারাও যেতে পারতেনতার কানে গুলি লেগে তিনি আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেনতবে বুলেট একটু এদিক সেদিক হলেই বড় ধরনের বিপর্যয় ঘটে যেত, এমনকি তিনি হয়তো মারাও যেতে পারতেনহামলার পরের দিন উইসকন্সিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন তিনিএদিকে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টিরই নিবন্ধিত ভোটার বলে জানা গেছেখবর বিবিসির
ওই হামলার ঘটনার পর প্রথমবারের মতো মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছিল ভাগ্য বা ঈশ্বরই আসলে আমাকে বাঁচিয়েছেনবুলেটের আঘাতে সহজেই আমার মৃত্যু হতে পারতোমাথা ঠিক সময়ে ঘুরানোর কারণে বুলেট আমার কান ছিদ্র করে চলে গেছেনইলে তখনই আমার মৃত্যু হতে পারতোতিনি বলেন, আমার এখন এখানে থাকার কথা ছিল নাআমার হয়তো মৃত্যু হতে পারতোভয়াবহ ওই হামলা থেকে বেঁচে ফেরার একদিন পর রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেশনে যোগ দিতে উইসকন্সিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্টএই সম্মেলনের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিলহামলায় আহত হওয়ার পরেও ট্রাম্প এই সম্মেলনে পেছাতে চাননিতাই পূর্বনির্ধারিত সময়েই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছেট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, তিনি এই সম্মেলন দুদিন পিছিয়ে দেয়ার কথা ভেবেছিলেনকিন্তু পরবর্তীতে তিনি আবার সিদ্ধান্ত নেন যে একজন হামলাকারী বা আততায়ীর জন্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা তিনি পরিবর্তন করবেন নাস্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন ট্রাম্পতার ওপর ওই হামলার কারণে সোমবার আয়োজিত সম্মেলনের সুরক্ষার বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে হচ্ছেএদিকে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টিরই নিবন্ধিত ভোটার ছিলেনক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোটসংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছেতাতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বরওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটারসেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে সক্রিয়উল্লেখ করা হয়েছেহামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন ক্রুকট্রাম্প ওই সময়কার ঘটনা বর্ণনা করতে গিয়ে জানান, তিনি যখন বুঝতে পারলেন যে তাকে গুলি করা হয়েছে সঙ্গে সঙ্গেই তিনি সমর্থকদের দিকে তাকিয়ে দেখেছিলেনতিনি বলেন, ওই মূহুর্তে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছ থেকেই আমি শক্তি পেয়েছিলামএটা বর্ণনা করা কঠিনতবে আমি জানতাম যে বিশ্ব এই ঘটনা দেখছেআমি জানতাম ইতিহাস এই ঘটনা বিচার করবে এবং আমি জানতাম যে তাদেরকে আমার এটা জানাতে হবে যে, আমরা ঠিক আছিতিনি আরো বলেন, বৃহস্পতিবার আমি যে বকক্তৃতা দেব সেটা বিশেষ কিছু হতে যাচ্ছেএই বক্তব্য এখনও দেয়া হয়নিতবে দিলে, সেটা অসাধারণ বক্তব্যের মধ্যে একটি হতে চলেছেএই বক্তব্যের বেশিরভাগ কথাই প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন নীতিকে উদ্দেশ্য করে লেখা হয়েছেসত্যি বলতে, এই বক্তৃতা সম্পূর্ণ ভিন্ন কিছু হবেদেশকে এক করার এটাই সুযোগআমাকে সেই সুযোগ দেয়া হয়েছে
এদিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং ওই সমাবেশে একজন সাধারণ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেনহামলার কয়েক ঘণ্টা পর তিনি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন এবং এই হত্যা প্রচেষ্টাকে জঘন্যবলে আখ্যা দিয়েছিলেনগত শনিবার ট্রাম্পের ওপর ওই হামলার ঘটনায় কোরি কমপেরেটোর নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হনতিনি পেশায় ছিলেন একজন স্বেচ্ছাসেবক দমকল প্রধানএছাড়া হামলায় ডেভিড ডাচ (৫৭) এবং জেমস কোপেনহেভার (৭৪) নামে আরও দুজন গুরুতর আহত হনপ্রেসিডেন্ট বাইডেন সমাবেশে নিহত কোরি কমপেরেটোরকে হিরোবা নায়কহিসেবে সম্বোধন করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেনমূলত নিজ পরিবারকে রক্ষা করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হনএদিকে প্রেসিডেন্ট বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধে বিপজ্জনক বক্তব্য প্রচার করছে বলে রিপাবলিকানরা যে অভিযোগ তুলেছে সে বিষয়ে কোনও জবাব দেননি বাইডেনতবে রাষ্ট্রীয় ভাষণে তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনাটির কথা উল্লেখ করেন এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলার কথাও তুলে ধরেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য