ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

কারফিউয়ের প্রভাবে কুয়াকাটা সৈকতে নীরবতা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১২:৩২:১৩ পূর্বাহ্ন
কারফিউয়ের প্রভাবে কুয়াকাটা সৈকতে নীরবতা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এখন সুনসান-নিস্তব্ধতা বিরাজ করছেকয়েকদিন আগেও যে সৈকতে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে থাকতো আজ সেখানে নিস্তব্ধতা বিরাজমানকোথাও কোনো পর্যটকদের আনাগোনা নেইস্থানীয় কিছু লোকজন সৈকতের অবস্থা দেখতে বেরিয়েছেবিগত কয়েকদিন ধরে সারা দেশে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে স্থবির হয়ে পড়ে সব কার্যক্রমঅলস সময় পার করেন পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত সব ব্যবসায়ীরাপুরো সৈকতে নীরবতাপর্যটন নির্ভর ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে হতাশাপর্যটক না থাকায় অলস সময় পার করছেন হোটেল কর্মচারীরাঅধিকাংশ হোটেল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে কর্মচারীদেরএদিকে কারফিউ জারির ষষ্ঠ দিনে পটুয়াখালীতে বর্ধিত করা হয়েছে সান্ধ্যকালীন আইন শিথিলের সময়সীমাজেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করে জেলা প্রশাসকএতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটা, কলাপাড়া ও পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে গণপরিবহন চলাচল শুরু হয়খোলে দোকানপাট, বাড়ে মানুষের আনাগোনাএছাড়া অভ্যন্তরীণ রুটে বাস, সিএনজি, অটো ও অন্যান্য পরিবহন স্বাভাবিক গতিতে চলেএদিকে কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবন যাত্রাসকাল থেকে খুলেছে দোকানপাটবাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছেতবে এখনও সব স্থানে স্বাভাবিক গতিতে ফেরেনি ব্রডব্যান্ড ওয়াইফাই সেবাউপজেলার শহরগুলোতে লক্ষ্য করা গেছে সেনাবাহিনী ও পুলিশের টহলতবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেসি গোল্ড রিসোর্টের কর্মচারী মো. সিজান বলেন, অলস সময় কাটাচ্ছিকারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেইকানসাই ইনের ম্যানেজার মো. জুয়েল ফরাজি বলেন, কারফিউর কারণে হোটেলে ১৫ জন পর্যটক আটকা পড়েছিলতাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে গন্তব্যে পৌঁছে দিয়েছিএখন হোটেলের সব রুম ফাঁকাকবে নাগাদ আবার পর্যটক আসবে সেটা বলা মুশকিলহোটেল গোল্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির বলেন, পর্যটন ক্ষেত্রে সবার আগে ধাক্কা লাগেএ ধাক্কা কাটতে সময় লাগে অনেকদিনরাজনৈতিকসহ নানা সমস্যা তৈরি হলেই হোটেল বন্ধ হয়ে যায়ফলে সংকটের মুখে আমরা পড়িখরচ বাড়ে আয় আসে নাবর্তমান সংকট কাটিয়ে কবে উঠতে সক্ষম হবো তা জানা নেইক্যামেরা পারসন মো. আলমাস বলেন, প্রতিদিন ১ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় হতোগত কয়েকদিনে প্রতিদিন ১০০ টাকাও আয় হয় নাবৌ-বাচ্চা নিয়ে সংসার চালানো, মাস গেলে বাড়ি ভাড়া দেওয়া, টিকে থাকা এখন কষ্ট হচ্ছেএটা থেকে মুক্তি চাইনাহলে না খেয়ে মারা যেতে হবেসৈকতে চা বিক্রেতা আলামীন বলেন, মানুষ অস্থিরতা দেখে ভয় পাচ্ছে ঘর থেকে বের হতেকোটা আন্দোলন নিয়ে সমস্যা তৈরি হওয়ার পর থেকেই কোনো পর্যটকদের আনাগোনা নেইফলে চা বিক্রি হয় নাকষ্ট করে দিন পার করিহোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, দেশের মধ্যে কোনো অস্থিরতা থাকলে মানুষ ঘর থেকে বের হয় নাগত কয়েকদিন ধরে চলমান কোটা আন্দোলনের অস্থিরতায় পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেএ সংকট দূর না হলে আমরা পথে বসে যাবোআমাদের সংকট উত্তরণে সময় লেগে যায় অনেকআয় না হলেও কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ নানা খরচ কিন্তু কমে না
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ