ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
শিথিল হতে পারে কারফিউ

রোববার থেকে পুরোদমে শুরু হতে পারে অফিস

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০২:৪৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০২:৪৫:১৮ অপরাহ্ন
রোববার থেকে পুরোদমে শুরু হতে পারে অফিস
আগামী রোববার  থেকে পুরোদমে শুরু হতে পারে সরকারি-বেসরকারি অফিসশিথিলের সময় আরও বেড়ে শুধু রাতে থাকতে পারে কারফিউফিরতে পারে মোবাইল ইন্টারনেটওতবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে আরও কিছুটা সময় নিতে চায় সরকারসংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছেজনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিককর্মকর্তাদের মধ্যেও আতঙ্ক কাজ করছে নাআগামীকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, ফলে রোববার পরিস্থিতির আরও উন্নতি হবেএ কারণে পুরোদমে অফিস চালু করতে সমস্যা নেই বলে মনে করছেন তারা
এ বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, রোববার থেকে কীভাবে অফিস চলবেএ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেইএ সিদ্ধান্ত আরও পরে জানা যাবে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কোনো আশঙ্কাই উড়িয়ে দেয়া যায় নাতাই কারফিউ আগামী দু-একদিনের মধ্যে একেবারে উঠে যাওয়ার সম্ভাবনা কমতবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ও জনজীবন স্বাভাবিক রাখতে রাতে সীমিত পরিসরে কারফিউ জারি থাকতে পারেগত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছিলেন, সেনাবাহিনীর কাজ শেষ হলে, দেশের পরিবেশ যখন ঠিক হবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে।  কারফিউ প্রত্যাহার হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবেআমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য কাজ করছিতবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই খুলে দিতে চাইছে না সরকারকারণ আন্দোলন শুরুই হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করা হচ্ছেপুরোপুরি নিশ্চিন্ত হতে পারলে পরীক্ষা নেয়া শুরু হতে পারেঢাকা ও এর আশপাশের অঞ্চলগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে কিছুটা সময় নিতে চায় সরকারএর আগে অন্য অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হতে পারে
গত বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি নাআমরা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছিআমাদের এখন প্রথম যে অগ্রাধিকার সেটি হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুনরায় যাতে শুরু করা যেতে পারেএরই মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরেছেআগামী রোববার-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট ফিরবে বলে গত বুধবার সাংবাদিকদের জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকতবে সব ধরনের ইন্টারনেট খুলে দেয়া হলেও ফেসবুক খুলে দিতে সরকার আরও কিছুটা সময় নিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকাররোববার থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) পর্যন্ত ছিল সাধারণ ছুটিবুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সীমিতভাবে চলছে সরকারি অফিসএর আগে বুধবার রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেটপরদিন বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয় সরকারগত ১৬ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়পরদিন (১৭ জুলাই) অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেয় সরকার
পরে সহিংসতা দমনে সরকার অভিযান চালালে সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসেক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়সর্বশেষ বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছেপ্রথমে দুই ঘণ্টা কারফিউ শিথিল ছিলবুধ ও বৃহস্পতিবার অফিস চলেছে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্তসীমিত পরিসরে চলেছে ব্যাংকগুলোওগত মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছেএরই মধ্যে বেশিরভাগ স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চলে এসেছেতবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ রয়েছেবন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেটকোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত পুলিশসহ দুই শতাধিক ব্যক্তি নিহত হন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছেএকই সঙ্গে বিভিন্ন সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালায় আন্দোলনকারীরা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স