ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জিম্বাবুয়ের ইনিংসে নাটকীয় ধস

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ০৭:০২:৪৬ অপরাহ্ন
জিম্বাবুয়ের ইনিংসে নাটকীয় ধস
স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটের নতুন টেস্ট ভেন্যুতে জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণতবে ৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি সফরকারীরা১৭ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে প্রথম দিনেই তাদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে আয়ারল্যান্ডবেলফাস্টে একমাত্র টেস্টের প্রথম দিন ২১০ রান করেছে জিম্বাবুয়েদুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও জয়লর্ড গুম্বি এবং অভিজ্ঞ শন উইলিয়ামস ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যান ১০ রানের বেশি করতে পারেননিশুরুর জুটির পর আর জিম্বাবুয়ের আর কোনো জুটিই ছুঁতে পারেনি ৩০তিনটি করে উইকেট নিয়ে আয়ারল্যান্ডের সফলতম বোলার অ্যান্ডিম্যকব্রাইন ও ব্যারি ম্যাককার্থিদুটি উইকেট নেন মার্ক অ্যাডায়ার১৫২ বলে ৮ চারে ক্যারিয়ার সেরা ৭৪ রানের জুটিতে জিম্বাবুয়েকে টানেন মাসভাউরেশুরুতে তাকে দারুণ সঙ্গ দেন গুম্বিওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে পাল্টা আক্রমণে যান উইলিয়ামসপরের ব্যাটসম্যানের কেউ পারেননি প্রতিরোধ গড়তেআকাশ ছিল মেঘে ঢাকাবৃহস্পতিবার স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠের উইকেটে ছিল পেসারদের জন্য সুবিধাকিন্তু টস জিতে বোলিং নিয়ে শুরুতে সেটা একদমই কাজে লাগাতে পারেননি আইরিশ বোলাররাছয় বছর পর দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে সকালের সেশনে কোনো উইকেট নিতে পারেনি আয়ারল্যান্ডসাবধানী ব্যাটিংয়ে কঠিন সময় পার করে দেন মাসভাউরে ও গুম্বি২৭ ওভারের প্রথম সেশনে আসে ৮৫ রানবিরতির পর ঠিক সেভাবে টাইমিং করতে পারছিলেন না গুম্বিম্যাককার্থির লেগ স্টাম্পে করা হাফ ভলিতে ফ্লিক করার চেষ্টায় স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি৯৯ বলে ৭ চারে ৪৯ রান করেন গুম্বিভাঙে ৯৭ রানের জুটিএরপর দ্রুত আরও দুটি উইকেট হারানো জিম্বাবুয়ে এগিয়ে যাচ্ছিল মাসভাউরে ও উইলিয়ামসের জুটিতেনিজের আগের সেরা ৬৫ ছাড়িয়ে ছুটছিলেন ওপেনার মাসভাউরে, দ্রুত রান তুলছিলেন উইলিয়ামসলম্বা সময় ধরে এক প্রান্ত আগলে রাখা মাসভাউরেকে বিদায় করে জুটি ভাঙেন কার্টিস ক্যাম্ফারলেগ স্টাম্পের বাইরের বলে কিপার লর্কান টাকারের গ্লাভসে ধরা পড়েন ৩৫ বছর বয়সী ওপেনারদ্রুত এগোনো উইলিয়ামসকে বিদায় করার পর ক্লাইভ মাদান্ডি ও ব্লেজিং মুজারাবানির উইকেট নেন ম্যাকব্রাইননাটকীয় ধসে শেষ সেশনে গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংসবৃষ্টির জন্য শেষ বেলায় আর ব্যাটিংয়ে নামা হয়নি আয়ারল্যান্ডের
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭১.৩ ওভারে ২১০ (গুম্বি ৪৯, মাসভাউরে ৭৪, মায়ার্স ১০, আরভাইন ৫, উইলিয়ামস ৩৫, বেনেট ৮, মাদান্ডি ০, মুজারাবানি ৪, এনগারাভা ৫, চিভাঙ্গা ৭*, চাটারা ০; অ্যাডায়ার ১৮-১-৪৯-২, ম্যাককার্থি ১৫.৩-৫-৪২-৩, ইয়াং ১৪-১-৪০-১, ক্যাম্ফার ১১-২-৩৩-১, ম্যাকব্রাইন ১৩-২-৩৭-৩)
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ