ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

নিউমার্কেটের বেচাবিক্রি কমে নেমেছে ৫ শতাংশে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:২৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:২৪:০৩ পূর্বাহ্ন
নিউমার্কেটের বেচাবিক্রি কমে নেমেছে ৫ শতাংশে

অর্থনৈতিক রিপোর্টার
টানা পাঁচদিন অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকাগত বুধবার থেকে খুলতে শুরু করেছে রাজধানীর বেশিরভাগ দোকান ও বিপণিবিতানতবে ক্রেতাশূন্য অবস্থায় দিন কাটছে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদেরএ এলাকার প্রায় প্রতিটি মার্কেটের বিক্রেতারা পার করছেন অলস সময়ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি, অবরোধ ও কারফিউয়ের ধাক্কায় বেচাবিক্রি কমে ৫ শতাংশে নেমেছেএ অবস্থায় চলতি মাসে দোকান ভাড়া পরিশোধের অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন তারাওই এলাকার গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টারসহ সবগুলো মার্কেটই ক্রেতাশূন্য অবস্থায় দেখা গেছেগত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেডঅবরোধ কর্মসূচি শুরু হলে এর প্রভাব পড়ে নিউমার্কেট এলাকার মার্কেটগুলোতে
নিউমার্কেট থানার আওতাধীন সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করার ফলে এই এলাকায় স্থবির পরিস্থিতি তৈরি হয়আন্দোলনের কারণে ক্রেতারা আতঙ্কে এই এলাকার মার্কেটে কম এসেছেনএমন পরিস্থিতির মধ্যেই ১১ জুলাই টানা বৃষ্টিতে কোমরপানির নিচে চলে যায় ঢাকার নিউমার্কেট এলাকাএ পানি সরতে দুইদিন সময় লেগে যায়পানিতে ডুবে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয় ব্যবসায়ীদেরগত ১৭ জুলাই বুধবার থেকে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের কারণে এ এলাকায় বেচাকেনায় বিঘ্ন ঘটেএতে সেখানকার সব বিপণিবিতান বন্ধ হয়ে যায়যার রেশ এখনও কাটেনিকারফিউ চলমান থাকায় খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউযে কারণে ক্রেতার খরা চলছে বিপণিবিতানগুলোতেটানা তিনদিন সরকারি ছুটির পর বুধবার (২৪ জুলাই) সকাল থেকে ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস-আদালত খোলার নির্দেশ দেয়া হয়পাশাপাশি সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়সরকারি নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সময় দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত জানায়সরকারি নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সময় দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত জানায়সরেজমিন দেখা যায়, অনেক দোকানে সারা দিনে এক টাকার পণ্যও বিক্রি হয়নিকেউ কেউ সামান্য বিক্রি করে যাওয়া-আসার ভাড়াটা তুলেছেন
নুরজাহান মার্কেটে মেয়েদের পোশাকের দোকান এফএম পয়েন্টের স্বত্বাধিকারি মো: পলাশ বলেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবসায় মন্দা যাচ্ছেদোকানের খরচ তো উঠছেই না, পকেট খরচও তুলতে পারছি নাপরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে সেটাও জানি নাদোকানের ভাড়া কীভাবে দেবো জানি নাপুরো মাসজুড়েই আমাদের বড় ক্ষতি টানতে হবেতিনি বলেন, দোকান ভাড়া ৫০ হাজার টাকাগতকাল দুই পিস জামা ৮০০ টাকায় বিক্রি করেছিআজ এক টাকাও বিক্রি হয়নিএমনকি কেনা দাম হাঁকিয়েও ক্রেতা পাচ্ছি নাবেচাবিক্রি ৯৫ শতাংশ কমে গেছেগ্লোব শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রেতা পলিন ফ্যাশনের বিক্রয়কর্মী মো. আরিফ বলেন, সাধারণ সময়ে দিনে বিক্রি হয় ৩০-৪০ হাজার টাকাগতকাল ৩ হাজার টাকা বিক্রি হয়েছেএখন দুপুর ২টা, একটা পোশাকও বিক্রি হয়নিদোকান খুলে বসে আছিআবার ৫টার মধ্যেই বন্ধ করতে হবেস্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা থাকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য