ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৭১ হাজার ৮৪২ কোটি ২৩ লাখ টাকা। সংস্থাটির সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা ৩৮ হাজার ১৫৮ কোটি টাকা কম। মূল বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৫৮ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:০৭:৪৭ অপরাহ্ন
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এনবিআর
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ হাজার কোটি টাকা কমগত ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৭১ হাজার ৮৪২ কোটি ২৩ লাখ টাকাসংস্থাটির সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা ৩৮ হাজার ১৫৮ কোটি টাকা কমআর মূল বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৫৮ হাজার কোটি টাকাতবে ২০২২-২৩ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে ১২ দশমিক ১৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছেএনবিআরের সাময়িক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
গত ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আদায়ে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকাতবে রাজস্ব আদায়ে কাক্সিক্ষত প্রবৃদ্ধি না থাকায় সংশোধিত বাজেটে তা কমিয়ে সংস্থাটিকে মোট ৪ লাখ ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয় সরকার২০২২-২৩ অর্থবছরে এনবিআর ৩ লাখ ১৯ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব আদায় করেচলতি ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটিকে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে
এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, গত অর্থবছরের শুরু থেকেই আমদানিকে নিরুৎসাহিত করা হয়আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে কড়াকড়ি ছিলসে কারণে বড় একটা নেতিবাচক প্রভাব ছিল পুরো অর্থবছরেতারপরও সামগ্রিক রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি সন্তোষজনকযদিও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নিচলতি অর্থবছরে যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, সেটা আরও বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছেতবে লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করবে এনবিআর
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির শর্ত ছিল ২০২৩-২৪ অর্থবছরে সরকারে কর-জিডিপির অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোআইএমএফ গত অর্থবছরে বাংলাদেশকে ৩ লাখ ৯৪ হাজার ৫৩০ কোটি টাকা কর-রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়এ কর রাজস্বের মধ্যে এনবিআর-বহির্ভূত করও অন্তর্ভুক্ত
এনবিআর-বহির্ভূত করের মধ্যে রয়েছে মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, স্ট্যাম্প বিক্রয় (নন-জুডিশিয়াল) ও সারচার্জএসব খাত থেকে গত অর্থবছর ১৯ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকারঅর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্ররুয়ারি) এসব খাত থেকে ৫ হাজার ১০৯ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছেপরবর্তী চার মাসে এর সমান রাজস্ব এলেও পুরো অর্থবছরে তা হবে প্রায় ১০ হাজার কোটি টাকাঅর্থাৎ আইএমএফের দেয়া লক্ষ্যমাত্রা থেকে কর-রাজস্ব থেকে সরকার পিছিয়ে থাকছে অন্তত ১২ হাজার কোটি টাকা
আইএমএফ গত বছরের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করেইতোমধ্যে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে তিন কিস্তিতে প্রায় ২৩০ কোটি ৮২ লাখ ডলার ছাড় হয়েছেগত জুনভিত্তিক শর্ত বাস্তবায়ন সাপেক্ষে চতুর্থ কিস্তি ছাড়ের কথা রয়েছেসংস্থাটির দেয়া অন্যান্য শর্ত পূরণ করা সম্ভব হলেও কর রাজস্ব ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থেকেছে সরকারতবে এ দুটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রা কয়েক দফা কমিয়ে এখন পর্যন্ত ঋণ কর্মসূচি অব্যাহত রেখেছে আইএমএফঅবশ্য গত ডিসেম্বর পর্যন্ত রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করেছে সরকার২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পুরো অর্থ দেয়ার কথাএ ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে বেশ কিছু শর্ত পরিপালন করতে হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স