ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

দাম চড়া পেঁয়াজ আলু চালের, কমেছে সবজির

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১২:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১২:১০:১১ অপরাহ্ন
দাম চড়া পেঁয়াজ আলু চালের, কমেছে সবজির
গত সপ্তাহে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল ছাত্রদের ডাকা বৈষম্য বিরোধী আন্দোলন ও  সরকারের কারফিউর কারণেএর ব্যাপক প্রভাব পড়ে ঢাকার নিত্যপণ্যের  বাজারে, দেখা দেয় পণ্য সরবরাহ সংকটএর সঙ্গে যুক্ত  হয় পরিবহনের বাড়তি ভাড়াফলে সবজি, মাছ, চাল, ডালসহ বেশির ভাগ নিত্যপণ্যের দাম হু-হু করে বেড়ে যায় তবে গত তিন দিন ধরে বদলাতে শুরু করেছে বাজার পরিস্থিতিআইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ডাকার সাথে যোগাযোগ স্থাপিত হয়ফলে  বাড়তে শুরু করেছে সবজিসহ নিত্যপণ্যের সরবরাহএ কারণে ইতোমধ্যে কমেছে বেশির ভাগ সবজির দামতবে এখনও স্বস্তি ফেরেনি পেঁয়াজ, আলু আর চালের বাজারে
ব্যাংক বন্ধ থাকায় নিত্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোও গত  কয়েক দিন পণ্যের ক্রয়াদেশ নিতে পারেনিএখন তারাও দ্রুত ক্রয়াদেশ নিচ্ছেব্যবসায়ীরা জানান, কারফিউ থাকলেও প্রতিদিন কয়েক ঘণ্টা শিথিল থাকছেগণপরিবহন চলাচলে নেই বাধাতাই বিভিন্ন জেলা থেকে সব ধরনের পণ্য অনায়াসে আসছে  ঢাকার বাজারেদামও আগের তুলনায় কমেছেতবে পরিবহন ভাড়া বেশি থাকায় তা দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছেআগামি কয়েকদিনে দাম আরও কমার কথা জানান তারা
গতকাল শুক্রবার রাজধানীর নয়াবাজার, মৌলভী বাজার, কারওয়ান বাজার, তেকুজুনিপাড়া, মালিবাগ, যাত্রাবাড়ী, জুরাইনসহ কয়েকটি বাজার ঘুরে সবজি, মাছ, চাল, ডালসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ গত সপ্তাহের তুলনায় বেশি দেখা যায়চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকা কেজিসপ্তাহখানেক আগে এসব সবজি কিনতে ক্রেতাকে গুনতে হয় বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকাএকইভাবে ১৩০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন ও বরবটির কেজি এখন ৮০ থেকে ৯০ টাকাকরলার কেজি ৫০ টাকার মতো কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়অন্য সবজির দরও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমেছেমরিচের দরও নেমেছে স্বাভাবিক পর্যায়ে, কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকায়ডিমের ডজন ১০ টাকার মতো কমে বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা
মুরগি ও মাছের বাজারেও দাম কিছুটা কম দেখা যায়যদিও আলু ও পেঁয়াজের দরে খুব বেশি হেরফের দেখা যায়নিএখনও দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বাজারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকাআলুর কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকানতুন করে না বাড়লেও আগের মতো চড়া দর রয়েছে চালেরবিশেষ করে মাঝারি আকারের চাল (বিআর-২৮ ও পায়জম) বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি
কুষ্টিয়া, খুলনা, যশোরসহ কয়েকটি জেলা থেকে সবজি এনে ঢাকার কারওয়ান বাজার ও গাবতলীতে পাইকারি বিক্রি করেন নুর উল্যাহতিনি বলেন, আগে ১০ থেকে ১২ হাজার টাকায় একটি পিকআপ ভাড়া করা যেতএখন ১৫ হাজার টাকার কম হলে কথা বলেন না চালকরাফলে বাড়তি ভাড়াটা সবজি বিক্রি থেকে তুলতে হয়
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী ইসমাইল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, সম্প্রতি ট্রাক ভাড়া অনেক বেড়েছে১৫ থেকে ১৬ টন চাল আনা যায় এমন ধারণক্ষমতাসম্পন্ন ট্রাকের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসার ভাড়া ছিল ১৬ থেকে ১৭ হাজার টাকাএখন দিতে হয় ২১ থেকে ২২ হাজার টাকাতবে এই পরিবহন ভাড়া আন্দোলন ও কারফিউকে ঘিরে বাড়েনিএসব ঘটনার আগেই বেড়েছিল
এদিকে, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডেও গেল সপ্তাহের তুলনায় গতকাল চালকদের বেশ কর্মচঞ্চলতা দেখা যায়ট্রাক ভাড়া বাড়ার বিষয়টি চালকরাও স্বীকার করেনতবে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া বেড়েছে বলে ব্যবসায়ীরা যে দাবি করছেন, তা সঠিক নয় বলে দাবি করেন ট্রাকচালকরা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স