ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৪ ১১:২৭:২২ অপরাহ্ন
চাটমোহরে পানির অভাবে পাট নিয়ে বিপাকে চাষিরা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে সোনালী আঁশ পাটের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে পানির অভাবে পাট জাগ দিতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলার দক্ষিণাঞ্চলের ফৈলজানা, মূলগ্রাম, পাশর্^ডাঙ্গা, মথুরাপুর বিডিবগ্রাম ইউনিয়নের নদী, নালা, খাল-বিল প্রায় পানিশুন্য। ইতোমধ্যে পাট কাটা, জাগ দেয়া ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক।
গ্রামের নারীরা সকাল থেকে পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বন্যার পানি না আসায় পাট জাগ দিতে কৃষক হিমশিম খাচ্ছেন। 
চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে পাটের আবাদ বেড়েছে।
গত মৌসুমে পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষক পাটচাষে ঝুঁকেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে কৃষি বিভাগ উপজেলায় হাজার ৮২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
কিন্তু আবাদ হয়েছে হাজার ৮৬০ হেক্টর। গত বছর পাটের ভালো ফলন ভালো দাম পেয়েছেন কৃষক। উপজেলা কৃষি বিভাগ পাট অধিদপ্তর পাট চাষিদের মাঝে বিনামূল্যে বীজ সার দিয়েছে। কৃষি বিভাগের কর্মীরা পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দিয়ে পাট আবাদে সহযোগিতা করেছে।
উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের পাটচাষি ইজাবত আলী জানান,দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছি। এখন পর্যন্ত ভালো আছে। তবে পানির অভাবে পাট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। হরিপুর এলাকার পাটচাষি আকতার হোসেন জানান, চার বিঘা জমি পাট চাষ করেছি। ইতোমধ্যে দুই বিঘা জমির পাট কেটে জাগ দিয়েছি। এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে পড়েছি। মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের পাট চাষি আঃ কুদ্দুস বললে,এবার পাটের ভালো ফলন হবে বলে আশা করছি। বন্যার পানি কম এসেছে, বৃষ্টিও তেমন হয়নি। ফলে পাট জাগ দেওয়া ধুতে অসুবিধা হবে। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুমবিল্লাহ বললেন, গত মৌসুমে পাটের ভালো ফলন হওয়ায় পাটের দাম ভালো পাওয়ায় কৃষক এবার বেশি জমিতে পাটের আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আশা করেন পানিপ্রবাহ বাড়বে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পাট জাগ দিতে পারবেন কৃষক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ